Shopner Bangladesh Rion tv

Shopner Bangladesh Rion tv Single life is best life

08/05/2025

টাকার জন্য মানুষ সত্যি কে মিথ্যা প্রমাণ করে দেয়। ঘৃণিত সমাজে ঘৃণিত লোকদের জন্য সমাজ নষ্ট হয়। সবাই এক রকম নয় অনেকেই সত্যিটা বলে। আল্লাহর বিচার একদিন একদিন হবেই।

24/04/2025

গার্মেন্টসে চাকুরি করতে চাইলে বিষয় গুলো জানা দরকার

কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তরঃ-

প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর(QI) কি?
উত্তর : কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর(QI) অর্থ হল মান পরিদর্শক।

প্রশ্ন-২. গার্মেন্টস (Garments) অর্থ কি ?
উত্তর : গার্মেন্টস অর্থ হল পোশাক।

প্রশ্ন-৩. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর : AQL এর পূর্ণরূপ হল Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।

প্রশ্ন-৪. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হল– Dying to Match অর্থাৎ রঙের সাথে মিল থাকা।

প্রশ্ন-.৫ HPS এর Full Meaning কি?
উত্তর : High Point Shoulder.

প্রশ্ন-৬. এসপিআই (SPI) কি?
উত্তর : এসপিআই (SPI) হল Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।

প্রশ্ন-৭. CB এর Full Meaning কি?
উত্তর : Centre Back

প্রশ্ন-৮. GTM(জিটিএম) এর Full Meaning কি?
উত্তর : GTM(জিটিএম) এর Full Meaning হচ্ছে Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।

প্রশ্ন-৯. LPS এর Full Meaning কি?
উত্তর : LPS এর Full Meaning হল Low Point shoulder.

প্রশ্ন-১০. ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
উত্তর : ডিফেক্ট বা অল্টার তিন প্রকার। যথাঃ (১). Major Problem (২). Minor Problem (৩). Critical Problem

গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন । গার্মেন্টস কোয়ালিটি বিভাগে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে যেইসব প্রশ্ন করা হয়ে থাকে নিছে আরও কিছু প্রশ্ন দেওয়া হল।

প্রশ্ন-১১. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই । আর এই সেলাই এর কোন একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

প্রশ্ন-১২. স্কিপ স্টিচ(skip stich) কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ(skip stich)।

প্রশ্ন-১৩. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে বলা হয় প্লিট।

প্রশ্ন-১৪. ওপেন স্টিচ(open stich) কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ(open stich)।

প্রশ্ন-১৫. একটি ইঞ্চি টেপে কত(সেঃমিঃ) cm থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০(সেঃমিঃ) cm থাকে।

ছবিটা কিন্তু same বিশ্বাস না হলে মোবাইলটা উল্টাইয়া দেখেন।
02/03/2025

ছবিটা কিন্তু same বিশ্বাস না হলে মোবাইলটা উল্টাইয়া দেখেন।

স্কুল জিবন
06/02/2025

স্কুল জিবন

04/02/2025

আবারো নাকি রেমিট্যান্স বন্ধ ঘোষণা করেছেন,
প্রবাসি ভাইয়েরা।

31/01/2025

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়?এই কেনোর উত্তর নেই।
কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের?

কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে। বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।।

ভাগ্যবান পুরুষরেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন বাবা নেই মাকে ছেড়ে যায়নি নতুন বউস্যালুট জানাই বোন আপনাকে ...
30/01/2025

ভাগ্যবান পুরুষ
রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন বাবা নেই মাকে ছেড়ে যায়নি নতুন বউ
স্যালুট জানাই বোন আপনাকে আপনার মা কে
শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান।।।।।

29/01/2025

হেরে যাবে হিংসুখের হিংসা
জিতে যাবে আমাদের ভালোবাসা।
মিজানুর রহমান আজহারী❤️❤️

টুথপেষ্ট অনেক উপকারি পৌডাক্ট।
23/01/2025

টুথপেষ্ট অনেক উপকারি পৌডাক্ট।

অনেক ভালো পৌডাক্ট,Mxn boss.যাদের যাদের লাগবে অব্যশই ইনবক্সে করবেন।
23/01/2025

অনেক ভালো পৌডাক্ট,
Mxn boss.
যাদের যাদের লাগবে অব্যশই ইনবক্সে করবেন।

06/08/2024

বিএনপির বিজয়ের মিছিল

Address

Mymensingh

Telephone

+8801631790295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopner Bangladesh Rion tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share