12/03/2022
আমি ভালো ছেলে হতে পারিনি হয়তো, ভালো বাবা হয়ে নিশ্চয়ই দেখাবো।
নিজের ছেলেবেলা থেকে শিক্ষা নিয়ে,
তার ছেলেবেলা শুধরে দিবো।
আমার করা কোনো ভুল তাকে করতে দিবো না,
আমি ওকে সমাজের বাধনে বেধে রাখবো না।
নিজের সম্মানের জন্য তার ছোট ছোট আনন্দকে আড়ালে ফেলবো না।
আমি ওর ইচ্ছাকে ভালো নাম্বারের সাথে গুলিয়ে ফেলবো না,
আমি ওর স্বাধীনতাকে অন্যের করা ভুলের সাথে জড়াবো না।
এর মানে এই না যে আমি ওকে বখে নিয়ে যাবো,
কিন্তু তার কোনো ভুলে তাকে শাসন করার আগে তাকে ঠিক ও ভুলের অর্থ নিশ্চয়ই বোঝাবো।
ওকে সরি বলতে দিবো না কিন্তু ওকে সরি অনুভব করতে শেখাবো,
ওকে ভুলের জন্য ক্ষমা করা থেকে ওর ভালো শিক্ষার ওপর সুনজর রাখবো।
ওর বারবার পরে যাবার পর ওকে ওঠাবো না,
কিন্তু হোচট খেলে কিভাবে দাড়াতে হয় তা নিশ্চয়ই শেখাবো।
ওকে আমি সংস্কার আর কুসংস্কার সম্পর্কে শেখাবো, হয়তোবা কোথাও কোথাও আমি ভুলও হয়ে যাবো,
ওকে আমি কিভাবে নিজে থেকে ঠিক ভুল বিচার করতে হয় তাও শেখাবো।
আমি ওর সব ইচ্ছায় দামী-কমদামীর ট্যাগ লাগাবো না কিন্তু প্রতিটি টাকার মুল্য নিশ্চয়ই বোঝাবো,
ওকে আমি অন্যের সম্মান করা তো শেখাবোই সাথে নিজের আত্মসম্মানবোধ সম্পর্কেও বোঝাবো।
নিজের ভালো চিন্তা করা খারাপ না যেমন বোঝাবো,
অন্যের ক্ষতি করে নিজের ভালো হয় না তাও শেখাবো।
আমি ভালো ছেলে হতে পারিনি হয়তো, ভালো বাবা হয়ে নিশ্চয়ই দেখাবো।