Khai Khai Mymensingh

Khai Khai Mymensingh Story of food lover Who Love to eat. Taste of Life.

পরীক্ষার আগের রাতে এক ছাত্রপয়সা দিয়ে টস করতেসে ---যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু,যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু,যদি খার...
24/03/2022

পরীক্ষার আগের রাতে এক ছাত্র
পয়সা দিয়ে টস করতেসে ---
যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু,
যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু,
যদি খারা ভাবে পরে তাইলে গেইমস খেলমু,
আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে খোদার
কসম......সারা রাত পরমু |
😵‍💫🥴

Happy weekend guys 🥳

ঝাকানাকা কফি
24/03/2022

ঝাকানাকা কফি

উফ ইয়াম্মি, another one
23/03/2022

উফ ইয়াম্মি, another one

সম্পর্কের বাজারে আজকাল শুধু তাঁরাই টিকে থাকে যাদের মন নিষ্পাপ এবং সত্য...আমরা মানুষের সাথে ঠিক ততক্ষণ পর্যন্ত লড়াই করি, ...
23/03/2022

সম্পর্কের বাজারে আজকাল শুধু তাঁরাই টিকে থাকে যাদের মন নিষ্পাপ এবং সত্য...

আমরা মানুষের সাথে ঠিক ততক্ষণ পর্যন্ত লড়াই করি, যতক্ষণ আমরা তাদের কাছে থেকে ভালবাসার আশা থাকে...
যখন সেই আশা ফুরিয়ে যায় তখন আমরা লড়াই করাও বন্ধ করে দেই...

কখনও কখনও আপনার মুখ দিয়ে বের হওয়া একটি কথা... সামনের মানুষটির সারা জীবনের কষ্টের কারণ হতে পারে...

আসলে আপনার চিন্তাধারা আপনার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে।

মা সেই খোলা পাতা, যেখানে আপনি সবকিছু লিখতে পারেন...
কিন্তু মা শুধু ভালবাসা লিখে যান...

যখন মানুষ বোঝে যে সে ভুলও হতে পারে, তখন সে ভালো হতে শুরু করে।

আমি দেখেছি,
যারা জোর গলায় বলে, সবকিছু ভাগ্যে লেখা, তা বদলানো সম্ভব না, তারাও রাস্তা পারাপারের সময় প্রথমে ডানে বামে অবশই দেখে নেন।

এতো ভেবো না যে সময় পার হয়ে যায় আর তুমি ভাবতেই থাক।

জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, সহজ ভাষায় আমরা তাকে আজ বলি।

কষ্ট এবং নিরাশার মানে এই না যে আল্লাহপাক তোমার উপর নারাজ।
যখন আল্লাহপাক কাউকে ভালবাসেন তখন তাঁকে পরীক্ষা করেন।

মিথ্যার আলাদা একটি স্বাদ আছে...
নিজে বললে মিষ্টি লাগে
আর
অন্যে বললে......... তেঁতো।

কখনও কখনও আমরা ভুল সময়ে ভুল মানুষের সামনে কেঁদে ফেলি...
আসলে মানুষ ভুল হয় না, তারা শুধু আমাদের দিক থেকে সঠিক থাকে না।

কিছু প্রশ্নের উত্তর শুধু সময় দেয়...
আর সময় যে প্রশ্নের উত্তর দেয় তা নিরুত্তর।

ভুল কেউ ইচ্ছা করে করে না... হয়ে যায়।
আর যদি ভুল হয়েই যায় তখন তাকে সঠিক হিসেবে দাড় করানোর থেকে, ভুল স্বীকার করে নেয়াই উত্তম।

লজ্জা এবং সততা যে নারীতে আছে...
তাঁর থেকে সুন্দর কোনও নারী হতে পারে না।
বিবেক এবং শ্রম যে পুরুষে আছে...
তাঁর থেকে সুপুরুষ হতে পারে না।

আমার পৃথিবী
23/03/2022

আমার পৃথিবী

চা চা চা, প্রচুর চা খেতে হবে 😁😁😁
22/03/2022

চা চা চা, প্রচুর চা খেতে হবে 😁😁😁

ঘিঁ তে ভাজা পরোটা, চিকেন সবজি আর ডিম ভাজা, 🤤🤤 উফ সকালটাই ফুরফুরা। 😁😁😁 এখন কররা এককাপ চা হইলে খারাপ হয় না। ♥️
21/03/2022

ঘিঁ তে ভাজা পরোটা, চিকেন সবজি আর ডিম ভাজা, 🤤🤤 উফ সকালটাই ফুরফুরা। 😁😁😁 এখন কররা এককাপ চা হইলে খারাপ হয় না। ♥️

আমার কলিগ মৌটুসী আপুর হাতের বানানো মজার এই ডেজার্ট 🤤🤤🤤🤤। ধন্যবাদ আপু।
20/03/2022

আমার কলিগ মৌটুসী আপুর হাতের বানানো মজার এই ডেজার্ট 🤤🤤🤤🤤। ধন্যবাদ আপু।

আসসালামু আলাইকুম, সকালে এক কাপ প্রশান্তি
20/03/2022

আসসালামু আলাইকুম,
সকালে এক কাপ প্রশান্তি

কে কে খাইবাইন ঊটের দুধের চা 😁😁😁
15/03/2022

কে কে খাইবাইন ঊটের দুধের চা 😁😁😁

https://youtu.be/admaxFmxn2E
14/03/2022

https://youtu.be/admaxFmxn2E

আবার হালিম (সিক্রেট হালিম রেসিপি) াদিয়াহ_কিচেন

14/03/2022

আবার হালিম (সিক্রেট হালিম রেসিপি)
াদিয়াহ_কিচেন

আমি ভালো ছেলে হতে পারিনি হয়তো, ভালো বাবা হয়ে নিশ্চয়ই দেখাবো।নিজের ছেলেবেলা থেকে শিক্ষা নিয়ে,তার ছেলেবেলা শুধরে দিবো।আমার...
12/03/2022

আমি ভালো ছেলে হতে পারিনি হয়তো, ভালো বাবা হয়ে নিশ্চয়ই দেখাবো।

নিজের ছেলেবেলা থেকে শিক্ষা নিয়ে,
তার ছেলেবেলা শুধরে দিবো।

আমার করা কোনো ভুল তাকে করতে দিবো না,
আমি ওকে সমাজের বাধনে বেধে রাখবো না।
নিজের সম্মানের জন্য তার ছোট ছোট আনন্দকে আড়ালে ফেলবো না।

আমি ওর ইচ্ছাকে ভালো নাম্বারের সাথে গুলিয়ে ফেলবো না,
আমি ওর স্বাধীনতাকে অন্যের করা ভুলের সাথে জড়াবো না।

এর মানে এই না যে আমি ওকে বখে নিয়ে যাবো,
কিন্তু তার কোনো ভুলে তাকে শাসন করার আগে তাকে ঠিক ও ভুলের অর্থ নিশ্চয়ই বোঝাবো।

ওকে সরি বলতে দিবো না কিন্তু ওকে সরি অনুভব করতে শেখাবো,
ওকে ভুলের জন্য ক্ষমা করা থেকে ওর ভালো শিক্ষার ওপর সুনজর রাখবো।

ওর বারবার পরে যাবার পর ওকে ওঠাবো না,
কিন্তু হোচট খেলে কিভাবে দাড়াতে হয় তা নিশ্চয়ই শেখাবো।

ওকে আমি সংস্কার আর কুসংস্কার সম্পর্কে শেখাবো, হয়তোবা কোথাও কোথাও আমি ভুলও হয়ে যাবো,
ওকে আমি কিভাবে নিজে থেকে ঠিক ভুল বিচার করতে হয় তাও শেখাবো।

আমি ওর সব ইচ্ছায় দামী-কমদামীর ট্যাগ লাগাবো না কিন্তু প্রতিটি টাকার মুল্য নিশ্চয়ই বোঝাবো,
ওকে আমি অন্যের সম্মান করা তো শেখাবোই সাথে নিজের আত্মসম্মানবোধ সম্পর্কেও বোঝাবো।

নিজের ভালো চিন্তা করা খারাপ না যেমন বোঝাবো,
অন্যের ক্ষতি করে নিজের ভালো হয় না তাও শেখাবো।

আমি ভালো ছেলে হতে পারিনি হয়তো, ভালো বাবা হয়ে নিশ্চয়ই দেখাবো।

  Homemade cake corner Mymensingh এর কেক উফ মুখে দিতেই নাই।
10/03/2022


Homemade cake corner Mymensingh এর কেক উফ মুখে দিতেই নাই।

শুভ জন্মদিন আমার একমাত্র শালিজি।রূপে গুণে অনন্যা। সৌন্দর্যের এক অনন্য উদাহরণ। যাকে দেখে চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে কাঁদে আর...
09/03/2022

শুভ জন্মদিন আমার একমাত্র শালিজি।
রূপে গুণে অনন্যা। সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।
যাকে দেখে চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে কাঁদে আর বলে, আমাকে তুমি সুমাইয়ার মত বানালে না কেনো?
ময়ুর যাকে দেখে নিজের পেখম নামিয়ে কেঁদে ওঠে চিৎকার করে, আর বলে, সুমাইয়া যেখানে আছে সেখানে আমাকে বানিয়ে লজ্জা দিলে কেনো।
যাকে দেখে প্রতিটি মেয়ের মনে প্রশ্ন, সুমাইয়া কেনো এতো সুন্দরী।

আমি গর্ববোধ করি সেই সুমাইয়া আমার একমাত্র শালিজি আর আজ তার জন্মদিন। ঢোল বাজাও বাদ্য বাজাও। চিৎকার করে বলো শুভ শুভ শুভ দিন সুমাইয়ার জন্মদিন। অনেক অনেক শুভ কামনা আমার একমাত্র শালিজি।

বিঃদ্রঃ কয়টায় প্রোগ্রাম। ইনবক্সে জানিয়ে দিও।

07/03/2022

রক্ত ছাড়া অপারেশন নিচ্ছে না, জরুরী রক্তের প্রয়োজন...
রোগীর নামঃ রেহানা খাতুন।
রোগীর সমস্যাঃ সিজার হবে + জরায়ু সহ সাথে আরো কিছু সমস্যা।
রক্তের গ্রুপ : বি নিগেটিভ (B-)
রক্তের পরিমাণ : ৫-৬ ব্যাগ।
হিমোগ্লোবিনঃ ০৯
রক্তদানের তারিখঃ ০৭/০৩/২০২২
রক্তদানের সময়ঃ আজকে রাতে পাওয়া যায় নি। আগামীকাল লাগবেই।
রক্তদানের স্থানঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
যোগাযোগ : 01754484422 (সাইফুল ইসলাম)
মানবিক রক্তদাতারা এগিয়ে আসুন।

⏭️৬ ব্যাগ ছাড়া অপারেশন নিচ্ছে না।
তিনটা হইছে, আরো তিনটা কালকের মাঝে লাগবে।😣

04/03/2022

Time to BBQ | Mojadar BBQ | Khai Khai Mymensingh

সকাল সকাল বউয়ের দেয়া নাস্তা। 😢😢কম খাও ভালো থাকবে।বাণীতে আমার বউ😁
03/03/2022

সকাল সকাল বউয়ের দেয়া নাস্তা। 😢😢

কম খাও ভালো থাকবে।

বাণীতে আমার বউ😁

শুভ জন্মদিন বন্ধু Sazia jannat । অনেক অনেক শুভ কামনা আজকের দিনের জন্য।
03/03/2022

শুভ জন্মদিন বন্ধু Sazia jannat । অনেক অনেক শুভ কামনা আজকের দিনের জন্য।

With our evergren boro apu Soniya Afrin Jahan সুন্দরী শালী Sumaiya Afrin Jahan and Big B Mahmudur Rahman Akanda ভাগনী সা...
26/02/2022

With our evergren boro apu Soniya Afrin Jahan সুন্দরী শালী Sumaiya Afrin Jahan and Big B Mahmudur Rahman Akanda ভাগনী সায়মা আর হিমি, বন্ধু মেহেক 🥰 সুন্দরী ভাবী Lima Rahman ভাগীনা সাইফান

আসসালামু আলাইকুম,শুভ সকাল,কেমন আছেন সবাই?খাওনের এই বিশাল যুদ্ধের ময়দানে রাক্ষসের মতো ভান্ডার লইয়া আইয়া পরছে Khai Khai My...
26/02/2022

আসসালামু আলাইকুম,
শুভ সকাল,

কেমন আছেন সবাই?
খাওনের এই বিশাল যুদ্ধের ময়দানে রাক্ষসের মতো ভান্ডার লইয়া আইয়া পরছে Khai Khai Mymensingh কিন্তু আমি খাদক না, আমি খাদ্য রসিক। 😉

ছোট ভাই Arafat Hossain আবির Memory Maker এর কর্ণধার।অনেক অনেক শুভ কামনা রইলো আজকের দিনের জন্য। জীবনে অনেক বড় হ ভাই আমার,...
22/02/2022

ছোট ভাই Arafat Hossain আবির Memory Maker এর কর্ণধার।

অনেক অনেক শুভ কামনা রইলো আজকের দিনের জন্য। জীবনে অনেক বড় হ ভাই আমার, জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে পাবি, আল্লাহ পাক তোর সকল সৎ ইচ্ছা পূর্ণ করুন আমিন।

শুভ জন্মদিন ভাই আমার।

আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারি;আমি কি ভুলিতে পারি!সকল ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা।।।🙏অমর একুশে।
21/02/2022

আমার ভাইয়ের রক্তে রাঙানো,
একুশে ফেব্রুয়ারি;
আমি কি ভুলিতে পারি!

সকল ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা।।।🙏

অমর একুশে।

শুভ জন্মদিন ভাই আমার। অনেক অনেক শুভ কামনা গুড্ডু ভাই। ♥️♥️
20/02/2022

শুভ জন্মদিন ভাই আমার। অনেক অনেক শুভ কামনা গুড্ডু ভাই। ♥️♥️

শুভ জন্মদিন বন্ধু। জীবনের প্রতিটি ধাপে আল্লাহ পাক তোমাকে সফলতা দান করুক। সকল বাঁধা সহজভাবে সমাধান করার তৌফিক দান করুন। অ...
20/02/2022

শুভ জন্মদিন বন্ধু। জীবনের প্রতিটি ধাপে আল্লাহ পাক তোমাকে সফলতা দান করুক। সকল বাঁধা সহজভাবে সমাধান করার তৌফিক দান করুন। অনেক শুভ কামনা আজকের দিনের জন্য।

আমি তোমাকে শুধু আজকের দিনের জন্য ভালোবাসি না। আমার ভালোবাসা তোমার জন্য আমরণ। আমি কোনো ভ্যালেন-টাইন্স ডে তে বিলিভ করি না।...
14/02/2022

আমি তোমাকে শুধু আজকের দিনের জন্য ভালোবাসি না। আমার ভালোবাসা তোমার জন্য আমরণ। আমি কোনো ভ্যালেন-টাইন্স ডে তে বিলিভ করি না।

আমাদের ডে শুধু আমাদের নামে হবে।

"Happy KAZIMONI's day" my love. Love you so much. শুধু দেখাতে পারি না। 😁😁😁

13/02/2022

মাথা ব্যাথা, জ্বর, নাক বন্ধ, গায়ে ব্যাথা, ঘারে ব্যাথা, আল্লাহ রহম কর।😭😭

  Bubu's kitchen খাদকঃ Khai Khai Mymensingh ঠিকানাঃ মেডিকেল কলেজ গেইটের বিপরীতে, আল-বারাকা কমিউনিটি সেন্টারের পাশের নয়াপ...
08/02/2022



Bubu's kitchen

খাদকঃ Khai Khai Mymensingh

ঠিকানাঃ মেডিকেল কলেজ গেইটের বিপরীতে, আল-বারাকা কমিউনিটি সেন্টারের পাশের নয়াপাড়া রোডে ঢুকে প্রথম মোড়ে।

গতকাল বুবুস কিচেনে বুবুর নিমন্ত্রনে গিয়েছিলাম।

বুবুর আপ্যায়ন সবসময়ই অসাধারণ।

স্মোকি বিফ
চিকেন রোস্ট
টিকিয়া
সালাদ
বুটের ডাল

অসাধারণ প্রতিটি খাবারের টেস্ট, দুপুরে দেরীতে লাঞ্চ করে যাবার পরেও অনেকটা খেয়েছি।

বুবুর রান্না করা খাবার মানেই বেস্ট। বেস্ট ইন ময়মনসিংহ মানেই বুবু। এমন এক মানুষ বুবু যা কাস্টমার কে সে ঠুসে ঠুসে খাওয়ায়। বুবুস কিচেনে দ্বিতীয়বার রাইস নিলে কোনো পেমেন্ট লাগে না। আসলে বুবুর রেস্টুরেন্ট না ওটা, বড় বোনের বাড়ি।

অনেক অনেক শুভ কামনা রইলো বুবু তোমার জন্য।

Recommend করছি অন্তত একবার গিয়ে ট্রাই করবেন।

07/02/2022

আজ ৫৩ বছর বয়সের আমার এক কলিগের সাথে পরিচিত হলাম। জীবনের সব অর্জন দিয়ে একটা আড়াই কাঠার প্লট কিনেছেন ঢাকায়। নিজের টাকা না থাকায় ডেভেলপার কম্পানিকে দিয়েছেন বাড়ী বানাতে৷ তাকে ৩ টি ফ্ল্যাট দিয়েছে কম্পানি যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
কথায় কথায় বললাম আমি একটা বড় বাসা খুঁজতেছি। তিনি জানতে চাইলেন কি দরকার বড় বাসার। বললাম বাবা মায়ের থাকতে কষ্ট হয়৷ বড় বাসাটা আসলে তাদের জন্যই দরকার৷ শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন৷
নীরবতা ভেঙ্গে বলতে শুরু করলেন, " আমারও একসময় থাকতে কষ্ট হতো৷ বাবা মা ছোটবোন নিয়ে থাকতাম,বড় বাসা নিতে পারিনি। এখন আমার নিজের নামে ৩ টা ফ্ল্যাট। বাবা মা মারা গিয়েছে জমি কেনার পরপরই৷ ফ্ল্যাটে তাদের থাকার ভাগ্য হয়নি৷ আজ অনেক বড় বাসা কিন্তু শূন্য মনে হয় সব৷ "
সব শেষে তিনি যা বললেন আমি নিজেই বেশ আবেগপ্রবণ হয়ে গেলাম৷ আমাকে বললেন " এই মুহূর্তে কেউ যদি আমাকে বলতো আমার সম্পত্তি এই ৩ কোটি টাকার ফ্ল্যাট এর বিনিময়ে হলেও একবার শুধু বাবা মা কে দেখতে পারবো আমি সব দিয়ে দিতাম, সব৷ " তিনি আর কথা বলতে পারেন নি৷ আমিও আর কিছু জানতে চাইনি। তবে শেষে যাওয়ার আগে বারবার বলছিলেন " বাবা মা থাকতে থাকতে যত্ন করেন, এমন জান্নাত আর পাবেন না। "
বেচে থাকতে বাবা মা কে ছয় মাসে অন্তত একবার একজন ডাক্তারের পরামর্শ নিয়ে শারীরিক চেকআপ করান। বসা থেকে উঠতে গেলে হাটুতে ব্যাথা লাগে কিনা, ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, ঠিকমতো খাবারগুলো খেতে পারছে কিনা, রাতে ঘুম হয় কিনা, মনটা ভালো আছে কিনা - আপনার শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিন৷এরপর জীবনে হয়তো অনেক সময় পাবেন কিন্তু যত্ন করার মানুষগুলো একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মায়েরা।

-সংগৃহীত।

🌸রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিস সাগিরা🌸

    খাদকঃ Khai Khai Mymensingh ময়মনসিংহ শহরের গাংগিনারপার এলাকায়, আজাদ ফুটওয়্যারের সামনে বিক্রি করছিলেন।রাত তখন ১০ঃ১৫ মি...
06/02/2022





খাদকঃ Khai Khai Mymensingh

ময়মনসিংহ শহরের গাংগিনারপার এলাকায়, আজাদ ফুটওয়্যারের সামনে বিক্রি করছিলেন।

রাত তখন ১০ঃ১৫ মিনিট, এতো রাতে মুড়ি মাখা পাবো আশা করিনি, উনারও প্রায় চলে যাবার সময়, এর পরেও বানিয়ে দিলেন।

অনেক ভালো লেগেছে,

টেস্ট - ৭/১০

উনার আচরণও অনেক ভালো।

আন্তরিকতায় উনাকে ১০/১০ দেয়া যায়।

Recommend করছি ট্রাই করচে পারেন।

শুভ জন্মদিন ছোট্ট বন্ধু, জীবনে অনেক বড় মনের মানুষ হও। নিজের বাবা মা এর স্বপ্ন পূরণ করো। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ত...
05/02/2022

শুভ জন্মদিন ছোট্ট বন্ধু, জীবনে অনেক বড় মনের মানুষ হও। নিজের বাবা মা এর স্বপ্ন পূরণ করো। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তোমার জন্য ছোট্ট বন্ধু। 🥰🥰🥰

Address

74, Daulatmunshi Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Khai Khai Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khai Khai Mymensingh:

Videos

Share


Other Digital creators in Mymensingh

Show All