ব্যর্থতা

ব্যর্থতা ছোট ছোট বিষয়ের ওপর বিশ্বাস রাখা উচিত!
(10)

22/07/2025
Line💔
21/07/2025

Line💔

Line💔
21/07/2025

Line💔

10/07/2025

আমি কিছু করিনি।তবু আজ আমার চারিপাশে এক অদৃশ্য বিচারসভা বসেছে।
সেখানে প্রশ্ন ওঠে তুমি পাল্টে গেলে কেন।
আমি নির্বাক হই কেবল মনে হয়, এ প্রশ্নের জবাব শব্দে দেওয়া যায় না।

আমি খুন করিনি।আমার হাতে কারও রক্ত নেই।
তবুও প্রতিদিন প্রতিক্ষণে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
অপরাধ আমার নয় কিন্তু শাস্তি আমাকেই দেওয়া হচ্ছে। জানি না, এ পৃথিবীতে নির্দোষ বলিয়া কেহ থাকে কি না।তবে আমি জানি, আমার অন্তরে কোনো প্রতিহিংসার স্পর্শ ছিল না।আমি শুধু ভালোবেসেছিলাম,যেমন নদী ভালোবাসে সাগরকে অবিরত, নিরবধি, নিঃস্বার্থভাবে।
কিন্তু সেই ভালোবাসারই প্রত্যুত্তরে একদিন আমি শুনিতে পাই, নীরবতা বিরক্তি এ এক ধরনের শীতল কৌতুক।

সে দিন বুঝিয়াছিলাম আমার ভেতরের যে আলোকধারা ছিল, তাহাকে নিভাইয়া দেওয়া হইয়াছে।
সে নিভান আবার নিষ্ঠুর বায়ুর মতো এসে আমার আত্মাকে আচ্ছন্ন করিয়াছিল।
তারপর ধীরে ধীরে সব অনুভব ঠাণ্ডা হইতে লাগিল,
সব রঙ ম্লান হইয়া গেল, শব্দ হারাইল তার সুর।

তখন একদিন ভোরে, আয়নার সামনে দাঁড়াইয়া ভাবিলাম, আমার আত্মার মৃত্যু হইয়াছে,
এখন যাহা আছে তাহা কেবল চলন্ত দেহমাত্র।

এই জগতে বেঁচে থাকিবার অর্থ বুঝি কেবল শরীরের সচলতা নয়।
যদি হৃদয় নিস্তব্ধ হয়, যদি আত্মা ক্ষীণ ও নিঃশেষ হয়, তবে সে জীবন কি জীবন নামে ডাকা যায়।

আমাকে খুন করা হইয়াছে প্রতিদিনের অবহেলায়, অল্প কথায়, মিথ্যে প্রতিশ্রুতিতে,
তুচ্ছ করে দেওয়ার অসহ্য কৌশলে।

আমি কিছু করিনি, আমি শুধু চেয়েছিলাম একটু জাগ্রত হয়ে বাঁচিতে,একটু আশ্রয় খুঁজিতে
সেই চাওয়াটাকেই পাপ বলিয়া ধিক্কার দেওয়া হইয়াছে।আজ আমি নীরব। কেননা শব্দে সব কথা বলা যায় না।
যা বলা যায় না, তা হয়তো এই নিঃশব্দতাতেই প্রবল হয়ে ওঠে।

@মিঠুন-আহমেদ

06/07/2025

আমি তার প্রেমে পড়ি নাই” আমি তার মায়ায় পড়েছি,,,!

04/07/2025

আমি মৃত মানুষ তাই আত্মহত্যার প্রয়োজন নেই। অনেক আগেই মরে গিয়েছি আমি হয়তো দেহটা এখনো চলাফেরা করে, কথাও বলে মানুষজনের সঙ্গে মিশে থাকার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে সব শেষ। অনুভবগুলো ঝরে গেছে ধুলোর মতো, স্বপ্নগুলো পুড়ে ছাই। সকাল সন্ধ্যার কোনো তফাৎ নেই এখন আর।কারণ বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাই না।

তবু কেউ বলে না আমি মরে গিয়েছি।কারণ শ্বাস চলছে এখনো চোখ খোলে কণ্ঠে শব্দ ওঠে। অথচ আমি জানি আত্মা ফুরিয়ে গেলে মানুষ কেবল চলমান দেহমাত্র। তাই আত্মহত্যার প্রয়োজন হয় না আমার। যে জীবনটা ছিল, সে তো অনেক আগেই নিজেই আত্মহত্যা করেছে। আমি শুধু তার ছায়া হয়ে বেঁচে আছি।🙂

14/06/2025

আমার ভয়ংকর মৃত্যু হোক আমাকে দেখে চিনতে না পারোক আমার শখের নারী।

14/06/2025

জীবন এমন হওয়ার কথা ছিল না।
তুমি আসার আগে আমি একা ছিলাম, একাকীত্ব ছিলো না।
কিন্তু সেই একা থাকার ভেতর এত অস্থিরতা ছিল না, এত কষ্ট ছিল না, এতটা শ্বাসরুদ্ধ পরিস্থিতি বোধ করিনি কখনো।
তখনও দিন কেটেছে, রাতও কেটেছে নিঃসঙ্গতা ছিল, কিন্তু ভেতরে এমন শূন্যতা জমে থাকত না।
কেন জানো।
কারণ তখন জানতাম আমি একা, আর একার মধ্যেই গড়ে নিয়েছিলাম একধরনের শান্তি।

তুমি এলে।
ভাবলাম এই বুঝি জীবনের সেই সব ফাঁকা জায়গাগুলো পূর্ণ হবে।
ভাবলাম অবশেষে কারও ভালোবাসা এসে এই প্রাণটা জড়িয়ে ধরবে।
ভাবলাম আমার অপেক্ষার, ভালোবাসার, স্বপ্নের প্রতিদান তুমি হবে।

কিন্তু বাস্ততা বড় নির্মম।
তুমি এলে আর আমার সবকিছু পাল্টে গেলো।
যেখানে শান্তি আশা করেছিলাম, সেখানে এল অস্থিরতা।
যেখানে ভেবেছিলাম ভালোবাসা হবে আশ্রয়, সেখানে প্রতিদিন বাড়তে লাগল অবহেলা।

তুমি মিথ্যা মিথ্যা পাশে ছিলে।
তুমি আমাকে বুঝেও বুঝলে না।
আমি দিনের পর দিন অপেক্ষায় রইলাম হয়তো আজ বুঝবে, হয়তো আজ বলবে, তুমি আমার।
কিন্তু না তুমি শুধু চুপ করে গেলে।
আমার ভালোবাসা, আমার সমস্তটা তুমি যেন উপেক্ষা করে গেলে।

জানো কেউ না থাকার যন্ত্রণা অনেক পুরনো, অনেক সহজ হয়ে যায় এক সময়।
কিন্তু কেউ থেকে যাওয়ার পরেও, প্রতিদিন চোখের সামনে থেকেও যখন তাকে না পাওয়ার যন্ত্রণা ঘিরে ধরে, তখন সেই কষ্টটা গিলে ফেলে ভিতরটা।

তুমি বুঝলে না তোমাকে পেতে কতটুকু নিজেকে ভেঙেছি, নিজেকে প্রতিদিন তিলে তিলে মেরেছি।
যে পাওয়াকে ঘিরে একসময় জীবন সাজাতে চেয়েছিলাম।
সেই পাওয়াটাই আজ হয়ে গেছে সবচেয়ে বড় অভিশাপ।

ভেবেছিলাম ভালোবাসলে সব ঠিক হয়ে যাবে।
ভেবেছিলাম আমার সাহস, আমার সহনশীলতা, আমার অপেক্ষা একদিন তোমার হৃদয় ছুঁয়ে যাবে।
কিন্তু না তুমি তো সেই মানুষ নও।যে ভালোবাসার ভাষা বোঝে।

আজ বড় আফসোস হয় নিজের জন্য।
তোমার মতো কারও জন্য নিজেকে এত ক্ষয় করলাম!
জীবনের কতটা সময় কতটা মন, কতটা স্বপ্ন উজাড় করে দিয়েছি তুমি জানলে না।
জানার চেষ্টাও করোনি।

তোমার সবকিছু ঠিকঠাক তুমি স্বাভাবিকভাবে হাঁটো, হাসো খুশিতেই জীবন যাপন করো।
আর আমি?
আমি হেরে যাই প্রতিদিন, সেই অদেখা যন্ত্রণার কাছে
যেটা তুমি রেখে গেলে আমার জীবনে।

মানুষ সব পারে জানো।
পারে পাহাড় ডিঙোতে, নদী পার হতে, আকাশ ছুঁতে।
শুধু পারে না সম্পর্কের শুরুতে যেমন থাকে, তেমনই থাকতে সারাজীবন।
মানুষ বদলায়
তুমি বদলে গেছো, খুব সহজে, খুব দ্রুত।

আর আমি?
আমি রয়ে গেছি সেই আগের মতোই ভালোবাসার আশায় ভেসে যাওয়া একটা ছায়া।
এখন প্রতিটি দিনই যেন বিষাদের দীর্ঘ পথ।
আর জীবন?
সে তো কেবল টিকে থাকার চেষ্টা।

জীবন এমন হওয়ার কথা ছিল না।
তুমি এলে আর সব ওলট-পালট হয়ে গেল।
তুমি যদি না-ই আসতে, তবে হয়তো এই একাকিত্বটা এত তীব্র লাগত না।
তোমাকে পেয়ে হারানোর ভয় জন্মাল, আর সেই ভয়টাই শেষমেশ আমাকে ভেতর থেকে শেষ করে দিল।

শেষ কথাটা শুধু নিজের জন্যই
আমি ভালোবেসেছিলাম, সত্যিকারের ভালোবেসেছিলাম।
কিন্তু সে ভালোবাসা হয়তো কোনোদিনই তোমার কাছে কিছুই ছিল না।

✍️মিঠুন আহমেদ

11/06/2025

অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে শুয়ে ছিলাম নিঃসঙ্গতায় ঘেরা এক কক্ষে। চারপাশে যন্ত্রের শব্দ স্যালাইনের ফোঁটা, আর চুপচাপ সময়। এমন সময় এক আশ্চর্য দৃশ্য ঘটলো যাকে শত্রু ভেবেছি বহুদিন, সে হঠাৎ এসে দাঁড়াল আমার শয্যার পাশে। চোখে ছিল সহানুভূতির ছায়া, কণ্ঠে চিন্তিত সুর। তার উপস্থিতি এক অদ্ভুত শান্তি এনে দিল, কিন্তু একই সঙ্গে এক ধরনের তীক্ষ্ণ ব্যথাও।

কারণ যাদের আপন ভেবেছিলাম, যাদের ভালোবাসার স্পর্শে ভরসা খুঁজে নিয়েছিলাম বহুবার, তারা কেউই এসে দাঁড়াল না আমার পাশে। একটি খোঁজের বার্তাও এল না, একটিবারও জিজ্ঞেস করল না
কেমন আছি আমি।

এই অভিজ্ঞতা যেন একটা অদৃশ্য আয়না তুলে ধরল চোখের সামনে। কে আপন, কে পর। এ প্রশ্নের উত্তর কখনো কখনো একবার ভেঙে পড়লেই মিলে যায়। জীবনের মোড় ঘুরে যায় তখনই, যখন নিজের নিঃস্বতার মাঝে দাঁড়িয়ে দেখতে পাই।যে ছিল শত্রু, সে-ই হয়তো সবচেয়ে মানবিক; আর যাদের আপন ভাবি, তারা হয়তো কেবল ছায়া।

11/06/2025

মৃত্যুর কোনো গ্যারান্টি নেই।
তবুও আমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, জেনে বা না জেনে কারও মনে আঘাত দিয়ে থাকি
তবে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।

11/06/2025

অনেক দিন ধরে শরীরটা ভালো নেই। অসুস্থতা এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। পকেট শূন্য,আর নিজের অসহায়তাও দিন দিন প্রকট হয়ে উঠেছে।
শেষ ভরসা হিসেবে গিয়েছিলাম সরকারি হাসপাতালে। চিকিৎসক তিনটি টেস্ট দিলেন মোট খরচ ৭২০ টাকা। এতটুকু অর্থও আমার হাতে নেই। নিরুপায় হয়ে ফিরে এলাম বাসায়। দারিদ্র্য যন্ত্রণা আর হতাশা মিলে বুকটা চেপে বসেছে।

এই যন্ত্রণার মধ্যে শান্তি খুঁজে নিতে আজ ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছি।যদি এই ঘুমটা মরণঘুম হয় তবে মুক্তি পেয়ে যাবো। আর যদি আবার জেগে উঠি তাহলে আবারও দেখা হবে, কথা হবে।

Address

Nalitabari
Mymensingh
2110

Telephone

+8801569157331

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যর্থতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যর্থতা:

Share