Saruwar Hossain

Saruwar Hossain Establishing yourself in society as a good person is a great achievement.
(3)

শিক্ষা মানুষকে উন্নত করে, আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে।একদিন আগে হসপিটালে
30/11/2025

শিক্ষা মানুষকে উন্নত করে, আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে।
একদিন আগে হসপিটালে

আমাদের আরশি টুটে ব্যথা পেয়েছে।
30/11/2025

আমাদের আরশি টুটে ব্যথা পেয়েছে।

30/11/2025

**অসহায় মানুষের গল্প: “ছায়ার পাশে”**

রাত প্রায় দশটা। শহরের ব্যস্ততা থমকে গেছে, কিন্তু ফুটপাতের শেষ প্রান্তে বসে আছে রহিম—aছোট্ট বাচ্চা, বয়স হবে বারো-তেরো। হাত দুটোতে শীতের কাঁপুনি, আর চোখে যেন অগাধ ক্লান্তি।

দিনে দিনে তার কাজ—ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি। কারও হাতে ফুল তুলে দিলে কেউ হাসে, কেউ বিরক্ত হয়, কেউ আবার ভান করে দেখে না। তবুও রহিম প্রত্যাশায় চোখ রেখে বলে,
“নেন ভাই, একটা ফুল নেন। আজ আম্মার ওষুধ লাগবে।”

কিন্তু সেই সন্ধ্যায় তার বিক্রি খুব খারাপ গেছে। পকেটে মাত্র ত্রিশ টাকা। ঘরে মা অপেক্ষা করছে—শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে, হাঁটতেও পারে না। ওষুধের দাম কমপক্ষে সত্তর।

ফুটপাতের পাশে বসে রহিম আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে হয়, যেন চাঁদটাও তাকে আজ দেখতে চায় না—মেঘের আড়ালে লুকিয়ে গেছে।

হঠাৎ, কেউ একজন তার পাশে এসে দাঁড়ায়।

—“বাবা, ফুল কত?”
রহিম চমকে উঠে। একজন মধ্যবয়স্ক মানুষ, পরনে সাধারণ পোশাক, চোখে মায়া।

—“চাচা, ফুল তো নেই… সব বিক্রি হয়ে গেছে,”
রহিম লজ্জা পেয়ে বলে।

লোকটি মৃদু হেসে জিজ্ঞেস করল,
—“তাহলে বসে আছো কেন?”

এক মুহূর্ত চুপ করে থাকে রহিম। তারপর ভেঙে ভেঙে সব কথাই বলে—মায়ের অসুখ, ওষুধের দাম, আর আজকের বিক্রি না-হওয়া দিনের গল্প।

লোকটি কিছুক্ষণ চুপ করে থাকার পর পকেট থেকে একটি নোট বের করে তার হাতে দিল।

—“এটা রাখো। ওষুধটা নিয়ে যাও। মা ভালো হয়ে উঠুক।”

রহিম হতভম্ব। চোখ ভিজে আসে—কথা বের হয় না। শুধু বলে,
—“চাচা, আমি কীভাবে শোধ করব?”

লোকটি হেসে বলে,
—“কখনো যদি বড় হও, আর কাউকে এমন অসহায় দেখো… তাকে সাহায্য করো। তাতেই শোধ হয়ে যাবে।”

লোকটি চলে যায়। রহিম নোটটি শক্ত করে ধরে—এটা শুধু টাকা নয়, আশার মতো কিছু।

সেই রাতে প্রথমবার রহিম অনুভব করে—
দুনিয়া পুরোটা অন্ধকার নয়।
কোথাও কোথাও ছায়ার পাশে আলোও থাকে।

বিকালে ঘুরতে গিয়ে...
29/11/2025

বিকালে ঘুরতে গিয়ে...

কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা।
28/11/2025

কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা।

28/11/2025

আসুন আমরা যাঁরা নতুন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি এতে সবারই লাভ হবে।

অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোদ।
28/11/2025

অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোদ।

শুভ রাত্রি
27/11/2025

শুভ রাত্রি

সময়, কলিজা থেকে দেহ দূরে রাখে...😢😢
26/11/2025

সময়, কলিজা থেকে দেহ দূরে রাখে...😢😢

26/11/2025

শুভ সকাল
সবাইকে শুভেচ্ছা।

শুভ রাত্রি...
25/11/2025

শুভ রাত্রি...

25/11/2025

বনের ভিতর দিয়ে চলার পথে...

Address

Elashpur, Purbadhola, Netrokona
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Saruwar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saruwar Hossain:

Share