22/12/2022
আজকাল নিজেকে বড় অসহায় লাগে., মাঝে মাঝে মনে হয় সবকিছু থেকে আমার দূরত্ব বাড়ছে। বাড়ছে নিজের প্রতি অনিহা..! একটা সময় ছিলো, আমি মেয়েটা একটুতেই রেগে গিয়ে ঘর মাথায় তুলে ফেলতাম, অভিমানে..! কতো বায়না কতো অভিযোগ কিন্তু এখন কেমন জানি শান্ত হয়ে গেছি ..! নিজেই আমি আমিটা কে খোঁজে পাইনা..! মন খোলে কেনো জানি হাসতেই ইচ্ছে করেনা..। অথচ একটা সময় ছিলো.. আমার হাসিটাই আমার প্রিয় বন্ধু ছিলো..!.এখন কেনো তবে আমার হাঁসি টা থেকে গেলো...?? আমি কি আমার অস্তিত্ব কে হারিয়ে ফেলেছি এই কঠিন বাস্তবতার মাঝে..!?? তবে কি আমি বাঁধা পরে গেছি নিয়মের বেড়াজালে..! আমি কি আর মন খোলে কারণে অকারণে হাসতে পারবোনা ..?? যদিও অন্ধকার সবসময় ভালো লাগতো কিন্তু এখন একটু বেশিই ভালো লাগে..!অন্ধকারে গুটিসুটি হয়ে বসে থাকতে..! অন্ধকার এখন কেন জানি আমার খুব বেশি কাছের মনে হয়..! আমার নিরব কান্নার সাক্ষী..! গভীর রাতে একাকিত্ব দূর করতে চাঁদের সাথে, বকবক করতাম..! আর আজ অল্প বিরক্ত হই..! মনে হয় চুপচাপ, নিরবতা শান্তি দেয়..! কথায় কথায় কেমন জানি রেগে যাই..! যার কিনা বদমেজাজি মানুষ পছন্দ ছিলো না,সে নিজেই আজ বদমেজাজি..!💗✨