MONOWAR HOSEN

MONOWAR HOSEN Hello friends,
I'm Monowar Hosen, this is my personal page. I'll promote my daily Lifestyle by blog or post. Please keep me in your support.

Thanks you.!

21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

21/07/2025

কি আজব দেশে বসবাস করছি আমরা, জনবহুল শহরের আকাশে বিমান প্রশিক্ষণ দেয়😡
বিমান দূর্ঘটনায় প্রতিটি মানুষের হৃদয় কেপে উঠলো🥲
আল্লাহ সহায় হোন🤲

16/07/2025

গোপালগঞ্জ পুনরায় স্বাধীন করতে হবে, এখনো ফ্যাসিস্ট এর বীজ পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে এখানে। এই ফ্যাসিস্ট এর বীজ সুযোগ পেলেই দেশকে ছো*বল মারতে ভূল করবে না।

13/07/2025

যেখানেই চাদাবাজী হবে সেখানেই গোপন ভিডিও করে ছড়িয়ে দিন। সবাই প্রতিবাদ করলে চাদাবাজদের লেজ গুটিয়ে পালাতে হবে, ইনশাআল্লাহ👊

হয়তো বাংলাদেশে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের চেয়েও ভয়াবহ দুঃশাসন অপেক্ষা করছে। আগামীতে কি ঘটবে তা পূর্বাভাসে স্পষ্ট ভেসে উঠ...
11/07/2025

হয়তো বাংলাদেশে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের চেয়েও ভয়াবহ দুঃশাসন অপেক্ষা করছে। আগামীতে কি ঘটবে তা পূর্বাভাসে স্পষ্ট ভেসে উঠছে!

দুর্নীতি, চান্দাবাজী, টেন্ডারবাজী, ঘুষ সহ অন্যায় যেখানেই দেখা যাবে সম্মিলিত ভাবে রুখে দিতে হবে, সে যে দলেরই হোক কিংবা নেতা বা সরকারি কর্মকর্তা কিংবা স*ন্ত্রাস।

ফ্যাক্ট: চান্দাবাজীর_জন্য_মিডফোর্ড_এর_হ*ত্যাকান্ড।

সারা পৃথিবী যখন নিজেদের অস্তিত্ব মজবুত, শক্তিশালী সার্বভৌমত্ব, সুদৃঢ় অর্থনীতি, সকল হুমকির প্রতিরক্ষা এবং জনশক্তিকে বিশ্ব...
21/06/2025

সারা পৃথিবী যখন নিজেদের অস্তিত্ব মজবুত, শক্তিশালী সার্বভৌমত্ব, সুদৃঢ় অর্থনীতি, সকল হুমকির প্রতিরক্ষা এবং জনশক্তিকে বিশ্ব সম্পদে পরিণত করতে ব্যাস্ত, আর বাংলাদেশ তখন নিজেদের রাজনীতির পরিধি মজবুত করার জন্য সভাপতি/সহ-সভাপতি উৎপাদনে প্রচুর ব্যাস্ত।

বাংলাদেশের রাজনীতিবিদের মনোভাব হলো- দেশের অর্থ কে বিদেশে পাচার করা, দূর্নীতি, ঘোষ, চান্দাবাজী, টেন্ডারবাজী, স*ন্ত্রাসী কায়েম করে দীর্ঘমেয়াদি হওয়া।

রাজনীতি যে পর্যন্ত রাজনীতিবিদের সংসার চালানোর কারণ কিংবা অর্থনৈতিক পরিধি বৃদ্ধির কারণ থাকবে বা দলের ক্ষমতা রক্ষার কারণ হবে সে পর্যন্ত বাংলাদেশ কোন দিন আন্তর্জাতিক ভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবে না, বাংলাদেশ বাংলাদেশই থেকে যাবে।

এদেশে চু*র-ব*দমা*ইশ ছাড়া ভালো মানুষের কদর নাই। এদেশে ফিসিস্ট হাসিনাই ভালো ছিলো এবং তাকে গভীর ভাবে স্মরণ করছি, কারণ সামনে...
23/05/2025

এদেশে চু*র-ব*দমা*ইশ ছাড়া ভালো মানুষের কদর নাই। এদেশে ফিসিস্ট হাসিনাই ভালো ছিলো এবং তাকে গভীর ভাবে স্মরণ করছি, কারণ সামনে ফেসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের চেয়ে হয়তো কঠিন সময় পার করতে হবে আমাদের।
sir🫡🇧🇩

06/04/2025

বো*,মা, আ*গুন, নিষ্ঠুরতা|, কোনো কিছুই তাদের ঈমান ভাঙতে পারেনি!
তারা জানে, শহীদী মৃ*ত্যুই শ্রেষ্ঠ সম্মান, তারা জানে বিজয় আসবেই, কারণ আল্লাহর ওয়াদা সত্য।
কিন্তু আজ, যখন গা'"জা -রা"ফাহর আকাশে ধোঁয়া আর মৃ*ত্যু ছড়িয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, আমরা নিশ্চুপ। কিছুই করতে পারছি না তাদের জন্য।
নিশ্চয়ই ওরা ধিক্কার দিচ্ছে আমাদের। এই ধিক্কার নিয়ে বেচে থাকা খুব কষ্টের।
এক সাংবাদিক বলল রা''ফা শেষ হয়ত কয়েক ঘণ্টা পর গাঁ"'জাও থাকবে না পৃথিবীতে।
হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন আমাদের যে কোন রাস্তা নাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন তাদেরকে সাহায্য করুন, আমিন 🤲🥲😡

" মানুষ কল্পনার মধ্য দিয়েই অজানা এক জগতে বেঁচে থাকে"
24/01/2025

" মানুষ কল্পনার মধ্য দিয়েই অজানা এক জগতে বেঁচে থাকে"

টাকার পিছে দৌড়ানোর পাশাপাশি নিজেকে প্রাকৃতিক সেরা সৌন্দর্যে উপস্থাপন করার সৌভাগ্য কতজনের হয়?!🥰
20/01/2025

টাকার পিছে দৌড়ানোর পাশাপাশি নিজেকে প্রাকৃতিক সেরা সৌন্দর্যে উপস্থাপন করার সৌভাগ্য কতজনের হয়?!🥰

"Allah does not burden a soul beyond that it can bear" --- (Al Quran)
02/01/2025

"Allah does not burden a soul beyond that it can bear" --- (Al Quran)

“Life is like the ocean, it goes up and down.”
26/12/2024

“Life is like the ocean, it goes up and down.”

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when MONOWAR HOSEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MONOWAR HOSEN:

Share