EDUCATION TV বাংলা

EDUCATION TV বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EDUCATION TV বাংলা, TV Channel, Mymensingh.

EDUCATION TV বাংলা | The Official Page
🎯 Mission: Discover the Joy of Learning
➡️ Subscribe on YouTube:
https://youtube.com/.bangla
➡️ Join our Community:
EDUCATION TV BANGLA
➡️ Contact Us:
📱 WhatsApp: 01640-906360
📨 Telegram: 01640-906360 🎓 EDUCATION TV বাংলা-র অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম!
শেখার আনন্দকে ছড়িয়ে দিতে এবং আপনার জ্ঞানার্জনের পথকে আরও সহজ ও আনন্দময় করতে আমরা আছি আপ

নার পাশে।
আমাদের মূলমন্ত্র - Discover the Joy of Learning! ✨

📚 আমাদের পেজে যা যা পাবেন:
✅ একাডেমিক ক্লাসের সেরা প্রস্তুতি
✅ চাকরির পরীক্ষা ও ভাইভার সাজেশন
✅ স্পোকেন ইংলিশ ও ভাষা শিক্ষা কোর্স
✅ শিক্ষা সংক্রান্ত সকল নির্ভরযোগ্য আপডেট
আমাদের এই জ্ঞানার্জনের যাত্রায় সঙ্গী হতে যুক্ত থাকুন!

🔗 আমাদের ইউটিউব চ্যানেল:
https://youtube.com/.bangla
👥 ফেসবুক কমিউনিটি:
www.facebook.com/groups/educationtvbengali

📞 যোগাযোগ:
WhatsApp: 01640-906360
Telegram: O1640-906360
Email: [email protected]

-learningschool -learning

23/10/2025

পড়ালেখা

বাংলা : বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি
জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘করতল’ শব্দের অর্থ কী?

উত্তর : হাতের তালু।

২। ‘কেঁচো গণ্ডূষ’—শব্দের অর্থ কী?

উত্তর : পুনরায় আরম্ভ।

৩। ইউরোপীয়রা ভারতে এসেছিল কী করতে?

উত্তর : ব্যবসা-বাণিজ্য করতে।

৪। একুশের কৃষ্ণচূড়া আমাদের --- রং।

শূন্যস্থানে কী বসবে?

উত্তর : চেতনারই।

৫। ‘আমার পণ’—প্রবন্ধের মূল উপজীব্য কী?

উত্তর : আত্মবিশ্বাস জাগ্রত করা।

৬। সিরাজদ্দৌলা নাটকে ‘তাম্রকূট’ শব্দের অর্থ কী?

উত্তর : তামাক।

৭। ‘ঋতুর জান্নাত’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর : ঋতুরাজ বসন্তকে

৮। মজিদ পূর্বে বাস করত কোথায়?

উত্তর : গারো পাহাড়ে।

৯। ‘চাঁদের অমাবস্যা’—কার লেখা?

উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ।

১০। জমিলাকে দেখে রহিমার মধ্যে কী জেগে উঠেছিল?

উত্তর : মাতৃস্নেহ।

১১। বাংলার সাহিত্যে ‘কিশোর কবি’ কে?

উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্য।

১২। হাসুনির মা মজিদের কাছে গিয়েছিল কী করতে?

উত্তর : নালিশ করতে।

১৩। ঈশ্বরে বিশ্বাস হারানো পাপ—‘ঈশ্বরে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর : অধিকরণে সপ্তমী।

১৪। মহৌষধ—শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?

উত্তর : মহা + ঔষধ।

১৫। জবসবফু-শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

উত্তর : প্রতিকার।

১৬। ঋধৎপব-শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

উত্তর : প্রহসন।

১৭। ‘যে বিদ্যা লাভ করেছে’—এককথায় প্রকাশ
কী হবে?

উত্তর : কৃতবিদ্যা।

১৮। ‘যুগান্তর’ কোন সমাস।

উত্তর : নিত্য সমাস।

১৯। ‘তুমি এলে তবে আমি যাব’, কোন ধরনের বাক্য?

উত্তর : যৌগিক বাক্য।

২০। ‘মুরিদ’ কোন ভাষার শব্দ?

উত্তর : আরবি।

২১। ‘গোলাপ’ কোন ধরনের শব্দ?

উত্তর : মৌলিক শব্দ।

২২। ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : ভারতী পত্রিকায়।

২৩। ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।

২৪। ‘সংশয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর : প্রত্যয়।

২৫। ‘মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম’—কোন রচনার উক্তি?

উত্তর : আমার পথ।

২৬। ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

উত্তর : মাত্রাবৃত্ত।

২৭। ‘সওগাদ’ শব্দের অর্থ কী?

উত্তর : উপঢৌকন।

২৮। ‘যার কিছু নেই’—এককথায় প্রকাশ কী হবে?

উত্তর : অকিঞ্চন।

২৯। ‘ঢাকঢাক গুড়গুড়’—বাগধারাটির অর্থ কী?

উত্তর : কথা গোপন রাখার চেষ্টা।

৩০। ‘যথারীতি’—কোন সমাস?

উত্তর : অব্যয়ীভাব সমাস।

23/10/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল।
আজ বৃহস্পতিবার
২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৩০ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

22/10/2025

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাব....

20/10/2025

মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন:
■ জীববিজ্ঞান-৩০
■ রসায়ন-২৫
■ পদার্থবিজ্ঞান-১৫
■ ইংরেজি-১৫
■ সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-১৫

19/10/2025

পরীক্ষার ফল মনমতো হয়নি? এই লেখা তোমার জন্য

পরীক্ষার ফল খারাপ হলে মন ভেঙে যায়। আর যদি বেশি খারাপ হয়, তবে চারদিক শূন্য শূন্য লাগে। মনে হয়, পাশে কেউ নেই। মা-বাবা বকতে শুরু করেন। আশপাশের কারও দিকে তাকানো যায় না। মনে হয়, এই জীবনের মানে কী?

এসো, তোমাকে এ সময়ের একজন ব্যর্থ মানুষের গল্প শোনাই। সত্যি গল্প। জ্যাক মার নাম জানো তো? চীনের ব্যবসায়ী। পৃথিবীর সবচেয়ে বড় উদ্যোক্তাদের একজন। অথচ চীনের জাতীয় কলেজে ভর্তির জন্য তাঁকে তিনবার পরীক্ষা দিতে হয়েছে। দশবার চেষ্টা করেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও সফল হননি। কিন্তু জ্যাক মা হাল ছেড়ে দেননি। দিলে আজ তিনি আলীবাবার মতো এত বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারতেন না।

এটা ঠিক, প্রতিটি ব্যর্থতার সঙ্গে কষ্ট থাকে। সেই কষ্টটা কখনো কখনো গভীর হয়। সহজে ভোলা যায় না। এটাকেই জীবনে কাজে লাগাতে হয়। ভুলতে না পারা সেই কষ্টকে জীবনের উদ্যম আর প্রেরণা করে তুলতে হয়। তা ছাড়া প্রতিটি ব্যর্থতা থেকেই কিছু না কিছু শেখার থাকে।

আচ্ছা, মনে করো, এবারের এইচএসসি পরীক্ষায় তুমি জিপিএ-৫ পেয়েছ। তাতে কী হতো? মা-বাবা খুব খুশি হতেন। বুক ফুলিয়ে আত্মীয়দের এই রেজাল্ট বলে বেড়াতেন। আশপাশের বাসায় হয়তো মিষ্টি পাঠাতেন। এই রেজাল্ট নিয়ে তোমারও খুব গর্ব হতো। গর্বে মাটিতে পা পড়ত না। এর কিছুদিন পরের কথা ভাবো। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তুমি হয়তো সেসব জায়গায় ভর্তির সুযোগ পেলে না। তখন মনে হতো, এই জিপিএ নিয়ে লাভ কি হলো!

জিপিএ-৫ পাওয়া কখনোই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। তা ছাড়া জিপিএর ওপর ক্যারিয়ারও নির্ভর করে না। এটা ঠিক, ভালো জিপিএ চলার পথকে সহজ করে। কিন্তু সেটা গন্তব্যকে নিশ্চিত করে না। ক্যারিয়ার নির্ভর করে আরও অনেক কিছুর ওপর। সেগুলো বুঝে এগিয়ে যেতে হয়।

আজ তুমি যথেষ্ট ভালো ফল করতে পারোনি। আশপাশের সবাই কেমন যেন সরু চোখে তোমার দিকে তাকাচ্ছে। সেটা দেখে আরও হতাশ হচ্ছো। কয়েক দিন আগেও ভেবেছিলে ইঞ্জিনিয়ারিং পড়বে, ডাক্তারি পড়বে। এখন দেখছ, এই জিপিএ দিয়ে সেটি সম্ভব নয়। সেসব আশা এখন ছাড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয়তো আছে। কিন্তু সেখানেও ভর্তি হতে পারবে কি না, বুঝতে পারছ না।

বলো দেখি, চলার পথ কি একটাই? এক পথ ছেড়ে অন্য পথে হাঁটতে সমস্যা কোথায়? এত দিন যেটাকে তোমার পথ ভেবেছ, সেটি তোমার পথ না-ও হতে পারে। কারও বিজ্ঞানের বিষয় পড়তে ভালো লাগে। কারও ভালো লাগে মানবিক বা বাণিজ্য শাখার বিষয়। তুমি এখন নতুন করে আরেকবার ভাবো, কোন শাখায় তুমি থাকবে। মা-বাবা কিংবা অন্য কারও দিকে তাকিয়ো না। তোমার মন কী বলে, সেটা দেখো।

অভিভাবকদের বলি, আপনি হয়তো আপনার সন্তানকে বিজ্ঞান শাখায় দিয়েছিলেন। দিয়েছিলেন, কারণ মনে করেছিলেন মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞানে পড়ে। এমন ধারণা তৈরি হওয়ার পেছনে আমাদের স্কুলগুলোও দায়ী। ভালো রেজাল্ট করা শিক্ষার্থীদের বিজ্ঞান শাখায় ভর্তি হতে বলে। অথচ যার যেটি পড়তে ভালো লাগে, তাকে সেটি পড়তে দেওয়ার দরকার ছিল।

এইচএসসি পরীক্ষার ফল দেখে যারা নিজেকে ব্যর্থ ভাবছ, তারা সামনের দিকে তাকাও। আর কয়েক বছর পর তুমি বাংলাদেশের প্রথম শ্রেণির চাকরির জন্য লড়াই করবে। সেখানে প্রায় ক্ষেত্রেই তোমার এই রেজাল্ট কোনো প্রভাব রাখবে না। এমনকি উচ্চতর পড়াশোনা শেষ করেও অনেকে স্বাধীন পেশায় নামে। সেখানেও এই ফল সরাসরি কোনো ভূমিকা রাখে না।

তোমার সামনে এখন নতুন সুযোগ এসেছে। পিছিয়ে পড়ার এই কষ্টকে সামনে এগোনোর শক্তিতে রূপান্তরিত করো। পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয়। অনেক সময় উচ্চ লাফ দেওয়ার জন্য একটু পেছনে এসে দৌড় শুরু করতে হয়।

দেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ তোমার রয়েছে কি না। থাকলে পুরোনো প্রশ্ন দেখে প্রস্তুতি নাও। এখন ভর্তি পরীক্ষার ওপরই বাকিটা নির্ভর করবে। সুযোগটাকে কাজে লাগাও। আর যদি তোমার ফল আরও খারাপ হয়ে থাকে, তাতেও নিরাশ হওয়ার কিছু নেই। পরের বছরের এইচএসসি পরীক্ষার জন্য নতুন করে সবকিছু শুরু করো।

তোমার চেষ্টা ও উদ্যম তোমাকে সফল করবে। পৃথিবীতে যাঁরা বড় হয়েছেন, সফল হয়েছেন, তাঁদের কেউই চেষ্টা আর উদ্যম হারাননি। তাঁরা কখনো পরীক্ষার ফলের দিকে তাকাননি। তাঁরা অনেক দূর থেকে ভবিষ্যৎকে দেখতে পেতেন। গন্তব্যকে ছোট ছোট ভাগে ভাগ করে সামনে এগোতেন। তাই তাঁদের গন্তব্যে পৌঁছাতে সমস্যা হয়নি। তবে তাঁদের চলার পথেও বাধা ছিল, কষ্ট ছিল। এগুলোকে বিবেচনায় নিয়েই তাঁরা এগিয়েছেন। থেমে যাননি। বাধা সরানোর কষ্ট তাঁরা উপভোগ করেছেন। জীবনকে বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখতে শিখেছেন।

আরেকটা কথা। তুমি কি নিজেকে ভালো মানুষ করে তুলতে পেরেছ? ভালো মানুষ শুধু নিজের দিকে তাকায় না। ভালো মানুষ অন্যের দিকেও তাকায়। অন্যকে ভালোবাসে। ভালো মানুষ তার চারপাশকে ভালো রাখে। ভালো মানুষ নিজেকে নিষ্ক্রিয় রাখে না। সে সব সময় ভালো কাজ করতে থাকে। তুমি ভালো মানুষ হয়ে ওঠো। তবে অন্যদের কাছ থেকেও ভালোবাসা পেতে থাকবে।

19/10/2025

🟥 বাংলা ব্যাকরণ অংশের সবচেয়ে কমন ৫টি প্রশ্ন।

১️⃣ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন?

(ক) ম্যানোয়েল দ্যা আসসম্পুসাও
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
(ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্

২️⃣ The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেছেন—

(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
(খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) স্যার জর্জ হ্যারিসন

৩️⃣ ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

(ক) রূপতত্ত্ব
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব
(ঘ) অর্থতত্ত্ব

৪️⃣ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?

(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৮টি

৫️⃣ শব্দতত্ত্বের অপর নাম কী?

(ক) রূপতত্ত্ব
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) পদক্রম
(ঘ) বাক্যতত্ত্ব

18/10/2025

এক মার্ক নিশ্চিত কমন!

জুলাই সনদ স্বাক্ষরিত হয় ১৭ অক্টোবর ২০২৫

17/10/2025

এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। পাসের হার এবং জিপিএ-৫ আগের বছরের তুলনায় কম এবং প্রশ্ন উঠেছে-কেন? এর উত্তর জটিল নয় বরং সহজ, কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরুর দিকেই। প্রাথমিক স্তর থেকেই শেখার ঘাটতি তৈরি হয় এবং সেই ঘাটতি বছরের পর বছর সঞ্চিত হয়। কিন্তু আমরা দীর্ঘদিন এই বাস্তবতার মুখোমুখি হতে চাইনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল-পাসের হারই সাফল্যের প্রতীক, জিপিএ-৫-এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ‘‘ভালো’’ দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি সেই সংস্কৃতির পরিবর্তন চাই।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ : প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন কীভাবেজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ...
17/10/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ : প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন কীভাবে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বণ্টন প্রকাশ করা করেছে। এটি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর হবে। বৃত্তি পরীক্ষার ৫টি বিষয়ের বিস্তারিত প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য নির্বাচিত নিচের ৫টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করা হলো।

বিষয়:
১. বাংলা—পূর্ণমান: ১০০ নম্বর, পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।

২. ইংরেজি—পূর্ণমান: ১০০ নম্বর, পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।

৩. গণিত—পূর্ণমান: ১০০ নম্বর, পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।

৪. বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়—পূর্ণমান: (৫০ + ৫০) = ১০০ নম্বর, পরীক্ষার সময়: (১.৩০ + ১.৩০) ৩ ঘণ্টা।

# প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো:

১.

বিষয়: বাংলা-––

পূর্ণ নম্বর: ১০০, সময়: ৩ ঘণ্টা।

প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:

বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর এবং নির্মিতি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ। সব প্রশ্নের উত্তর দিতে হবে।

# বহুনির্বাচনী প্রশ্ন—১ x ২০ = ২০ নম্বর

গদ্য থেকে ৫টি, কবিতা থেকে ৫টি ও ব্যাকরণ অংশ থেকে ১০টি করে মোট ২০টি প্রশ্ন থাকবে।

# সৃজনশীল প্রশ্ন—১০ x ৪ = ৪০ নম্বর

গদ্য থেকে ২টি ও কবিতা থেকে ২টি করে মোট ৪টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

# বর্ণনামূলক প্রশ্ন—১ x ২০ = ২০ নম্বর

আনন্দপাঠ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।

[প্রশ্নের ২টি অংশ থাকবে। ‘ক’ অংশের জন্য ৩ নম্বর এবং ‘খ’ অংশের জন্য ৭ নম্বর বরাদ্দ থাকবে।]

# নির্মিতি অংশ:

পত্র রচনা—১ x ৫ = ৫ নম্বর

সারাংশ/সারমর্ম—১ x ৫ = ৫ নম্বর

ভাবসম্প্রসারণ—১ x ৫ = ৫ নম্বর

প্রবন্ধ রচনা (২টি থেকে ১টি)—১ x ১৫ = ১৫ নম্বর

২.

বিষয়: ইংরেজি---

পূর্ণ নম্বর: ১০০, সময়: ৩ ঘণ্টা।

প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:

# Part-A: Reading (40 marks)

Seen Passage-1:

Test Items:

1. MCQ—0.5 x 10 = 5 Marks

2. Answering questions—2 x 4 = 8 Marks

Seen Passage-2:

Test Items:

3. Gap filling—0.5 x 5 = 2.5 Marks

4. Vocabulary (Synonyms & Antonyms)— 0.5 x 5 = 2.5 Marks

Unseen Passage:

Test Items:

5. Information Transfer—1 x 5 = 5 Marks

or. True/False

6. Writing Summary—5 Marks

7. Matching—1 x 4 = 4 Marks

Poems:

Test Items:

8. Answering question from poems in English for Today (any 4 out of 7)—2 x 4 = 8 Marks

# Part-B: Grammar (30 marks)

Test Items:

9. Gap filling activities with clues/without clues (parts of speech, use of articles, prepositions etc.)—0.5 x 10 = 5 Marks

10. Substitution table—1 x 5 = 5 Marks

11. Right form of Verbs—0.5 x 10 = 5 Marks

12. Changing Sentences (Tense, Affirmative, Negative, Assertive, Interrogative. Optative, Imperative, Exclamatory)—1 x 10 = 10 Marks

13. Punctuation and Capitalization—0.5 x 10 = 5 Marks

# Part-C: Writing (30 marks):

Test Items:

14. Letter/E-mail (Formal/Informal)—8 Marks

15. Completing stories/Writing dialogues—10 Marks

16. Writing short composition in 200 words—12 Marks.

৩.

বিষয়: গণিত---

পূর্ণ নম্বর: ১০০,সময়: ৩ ঘণ্টা।

প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:

সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ২০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে।

# বহুনির্বাচনী প্রশ্ন—১ x ৩০ = ৩০ নম্বর

পাটিগণিত অংশ থেকে ৮-১০টি,

বীজগণিত অংশ থেকে ৮-১০টি,

জ্যামিতি অংশ থেকে ৬-৮টি এবং

তথ্য ও উপাত্ত অংশ থেকে ৩-৪টি প্রশ্ন নিয়ে মোট ৩০টি বহুনির্বাচনী থাকবে।

# সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন—২ x ১০ = ২০ নম্বর

১০টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে।

# সৃজনশীল প্রশ্ন—১০ x ৫ = ৫০ নম্বর

পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে ১টি করে মোট ৫টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

জেনে রাখো: প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ১টি প্রশ্ন (সৃজনশীল প্রশ্ন/সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন/বহুনির্বাচনী প্রশ্ন) থাকতে হবে।

৪.

বিষয়: বিজ্ঞান---

পূর্ণ নম্বর: ৫০, সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট।

প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:

বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১০ নম্বর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ১০ নম্বর ও সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে। সব প্রশ্নের উত্তর দিতে হবে।

# বহুনির্বাচনী প্রশ্ন—১ x ১০ = ১০ নম্বর

১০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

# সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন—২ x ৫ = ১০ নম্বর

৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে।

# সৃজনশীল প্রশ্ন—১০ x ৫ = ৩০ নম্বর

৩টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

জেনে রাখো: প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ১টি প্রশ্ন (সৃজনশীল প্রশ্ন/সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন/বহুনির্বাচনী প্রশ্ন) থাকতে হবে।

৫.

বিষয়: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়---

পূর্ণ নম্বর: ৫০, সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট।

# প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:

বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১০ নম্বর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ১০ নম্বর ও সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে। সব প্রশ্নের উত্তর দিতে হবে।

# বহুনির্বাচনী প্রশ্ন—১ x ১০ = ১০ নম্বর

১০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

# সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন—২ x ৫ = ১০ নম্বর

৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে।

# সৃজনশীল প্রশ্ন—১০ x ৫ = ৩০ নম্বর

৩টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

জেনে রাখো: প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ১টি প্রশ্ন (সৃজনশীল প্রশ্ন/সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন/বহুনির্বাচনী প্রশ্ন) থাকতে হবে।

#অষ্টম_শ্রেণি #বৃত্তি_পরীক্ষা

16/10/2025

সাধারণ জ্ঞান: বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তর : ভি ভি গিরি।

২। বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ?

উত্তর : আমেরিকা।

৩। শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালি?

উত্তর : পক প্রণালি।

৪। কারা ‘বর্গী’ নামে পরিচিত?

উত্তর : মারাঠি জনগোষ্ঠী।

৫। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কবে?

উত্তর : ১৯৯৩ সালে।

৬। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে?

উত্তর : ৮ আগস্ট, ২০২৪।

৭। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

উত্তর : পূর্ব জার্মানি।

৮। সম্প্রতি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কোন পদকে ভূষিত হয়েছে?

উত্তর : একুশে পদক।

৯। ‘ম্যাগনাকার্টা’ কোন ধরনের চুক্তি?

উত্তর : শান্তিচুক্তি।

১০। আল মাহমুদের ‘সোনালি কাবিন’ কোন ধরনের রচনা?

উত্তর : কবিতা।

১১। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে?

উত্তর : ১১টি।

১২। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ধারণাটির জনক কে?

উত্তর : জন ম্যাকার্থি।

১৩। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত?

উত্তর : ৬৬ ফুট।

১৪। কোন মাটির পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি?

উত্তর : এঁটেল মাটি।

১৫। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : রূপপুর, পাবনা।

১৬। দাবা খেলার আদি নাম কী?

উত্তর : চতুরঙ্গ।

১৭। কে বঙ্গভঙ্গ রহিত করেন?

উত্তর : লর্ড হার্ডিঞ্জ।

১৮। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আগত হয়?

উত্তর : উত্তর-পশ্চিম।

১৯। যমুনা নদীর উৎপত্তি কোথায়?

উত্তর : মানস সরোবর।

২০। বাংলাদেশের কোন অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়?

উত্তর : রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে।

২১। দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?

উত্তর : সাঈদা খানম।

২২। ‘বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী’—কার উক্তি?

উত্তর : আব্রাহাম লিংকন।

২৩। স্বীকৃতি প্রাপ্ত প্রথম বাংলাদেশি জিআই পণ্য কোনটি?

উত্তর : জামদানি শাড়ি।

২৪। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?

উত্তর : ১০:৫।

২৫। কমনওয়েলথের সদর দপ্তর কোথায়?

উত্তর : লন্ডন।

16/10/2025

গত বছর (২০২৪ সাল) পাসের হার = ৭৭.৭৮%
এ বছর গড় (২০২৫ সাল) পাসের হার = ৫৮.৮৩%
---------------------------------------------------------------
কমেছে = ১৮.৯৫%

এ বছর জিপিএ–৫ পেয়েছে = ৬৯,০৯৭ জন
গত বছর জিপিএ–৫ ছিল = ১,৪৫,৯১১ জন
-------------------------------------------------------------
কমেছে = ৭৬,৮১৪ জন

16/10/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
আজ বৃহস্পতিবার
১৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
২৩ রবিউস সানি ১৪৪৭ হিজরি

Address

Mymensingh

Telephone

+8801608615208

Website

Alerts

Be the first to know and let us send you an email when EDUCATION TV বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EDUCATION TV বাংলা:

Share

Category