EDUCATION TV বাংলা

EDUCATION TV বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EDUCATION TV বাংলা, TV Channel, Mymensingh.

EDUCATION TV বাংলা | The Official Page
🎯 Mission: Discover the Joy of Learning
➡️ Subscribe on YouTube:
https://youtube.com/.bangla
➡️ Join our Community:
EDUCATION TV BANGLA
➡️ Contact Us:
📱 WhatsApp: 01970-906360
📨 Telegram: 01640-906360 🎓 EDUCATION TV বাংলা-র অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম!
শেখার আনন্দকে ছড়িয়ে দিতে এবং আপনার জ্ঞানার্জনের পথকে আরও সহজ ও আনন্দময় করতে আমরা আছি আপ

নার পাশে।
আমাদের মূলমন্ত্র - Discover the Joy of Learning! ✨

📚 আমাদের পেজে যা যা পাবেন:
✅ একাডেমিক ক্লাসের সেরা প্রস্তুতি
✅ চাকরির পরীক্ষা ও ভাইভার সাজেশন
✅ স্পোকেন ইংলিশ ও ভাষা শিক্ষা কোর্স
✅ শিক্ষা সংক্রান্ত সকল নির্ভরযোগ্য আপডেট
আমাদের এই জ্ঞানার্জনের যাত্রায় সঙ্গী হতে যুক্ত থাকুন!

🔗 আমাদের ইউটিউব চ্যানেল:
https://youtube.com/.bangla
👥 ফেসবুক কমিউনিটি:
www.facebook.com/groups/educationtvbengali

📞 যোগাযোগ:
WhatsApp: 01970-906360
Telegram: O1640-906360
Email: [email protected]

-learningschool -learning

09/09/2025

১৮+ বয়স #জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। এ সময়টায় সঠিক #অভ্যাস, #দক্ষতা আর চিন্তাভাবনা তৈরি করতে পারলে #ভবিষ্যৎ অনেক সুন্দর হতে পারে। নিচে ১৮টি #পরামর্শ দিলাম —

1. #যোগাযোগ দক্ষতা (Communication Skills) – সুন্দরভাবে কথা বলা, লেখার অভ্যাস গড়া।

2. #ডিজিটাল স্কিল – যেমন: Microsoft Office, Excel, Google Workspace, AI টুলস,বেসিক গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং।

3. #ভাষা শেখা – ইংরেজি ভালো করা (অথবা তৃতীয় ভাষা শিখতে চেষ্টা করা যেমন জাপানিজ/চাইনিজ/আরবি/কোরীয়)।

4. #আর্থিক সচেতনতা (Financial Literacy) – আয় করা, বাজেট বানানো, #সঞ্চয় করা, ব্যাংকিং বেসিক জানা। ব্যাংকে স্টুডেন্ট সেভিংস একাউন্ট খুলে প্রতি মাসে অল্প হলেও টাকা জমা করা।

5. সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তা (Problem Solving & Critical Thinking) – জটিল বিষয় নিয়ে চিন্তা করে সমাধান বের করার চেষ্টা। এক্ষেত্রে নিয়মিত পত্রিকার কলাম পড়া যেতে পারে।

6. #পাবলিক স্পিকিং – ছোট ছোট জায়গায় হলেও কথা বলার অভ্যাস।

7. স্বনির্ভরতা – রান্না, ঘরের কাজ (কাপড় কাঁচা, বাথরুম পরিষ্কার করা,রুম গোছানো প্রভৃতি), ভ্রমণ ম্যানেজ করার মতো বেসিক লাইফ স্কিল।

8. ড্রাইভিং -বাইসাইকেল, বাইক ও প্রাইভেটকার ড্রাইভ করা শিখতে হবে। এগুলো যেকোনো সময় কাজে লাগতে পারে।

9. #পাসপোর্ট - ১০ বছর মেয়াদি পাসপোর্ট তৈরি করে ফেলুন। সুযোগ পেলে বিদেশে ঘুরে আসুন।

10. বাজার করা- বাজার করা, শপিং করা শিখতে হবে। কাঁচামাল কেনাকাটা সবাই করতে পারে না। কিন্তু এটা শেখা উচিত। তাহলে নেগোসিয়েশন করার দক্ষতা বাড়বে।

11. বই পড়া (Self-development & Knowledge)- বাংলা, ইংরেজি ও অনান্য ভাষার বিখ্যাত কমপক্ষে ১০০ বই পড়ে ফেলা। যেমন, আহমদ ছফা,হুমায়ুন আহমেদ, বিভূতিভূষণ, কাজী নজরুল। এছাড়া Atomic Habits, Rich Dad Poor Dad, The 7 Habits of Highly Effective People, How to Win Friends and Influence People, Psychological of Money প্রভৃতি বইগুলো পড়ে ফেলা।

12. রুটিন তৈরি করা – পড়াশোনা, স্কিল শেখা আর বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখা।

13. স্বাস্থ্য সচেতনতা – নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, ঘুম ঠিক রাখা।

14. নেটওয়ার্ক তৈরি – ভালো বন্ধু, সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখা।

15. সোশ্যাল মিডিয়া ব্যবহার – সময় নষ্ট না করে শেখার কাজে ব্যবহার করা (LinkedIn, YouTube Learning, Coursera ইত্যাদি)।

16. ছোট ছোট প্রজেক্ট করা – যেমন: ব্লগ লেখা, ভিডিও বানানো, ছোট ব্যবসা শুরু করা।

17. স্বেচ্ছাসেবক কাজ – সামাজিক সংগঠন/ক্লাব/এনজিওতে যুক্ত হয়ে কাজ শেখা।

18. ডায়েরি লেখা – প্রতিদিন নিজের চিন্তা, কাজ আর অগ্রগতি লিখে রাখা।

👉, ১৮ বছর বয়সে নিজেকে জানো, নতুন দক্ষতা শেখো, আর অভ্যাসকে গুছিয়ে নাও।
এখন যদি এগুলো শুরু করো, ২৫ বছর বয়সের মধ্যে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবে। 🚀

✍️এম এম মুজাহিদ উদ্দীন

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা: দেখে নাও ২০২৬ সালের সিলেবাসক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালে ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসে...
06/09/2025

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা: দেখে নাও ২০২৬ সালের সিলেবাস

ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালে ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হবে সপ্তম শ্রেণিতে। ভর্তি পরীক্ষার সিলেবাস নিচে দেখে নাও।

ভর্তি পরীক্ষার সিলেবাস—

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর দেখে নাও—

ভর্তি পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের ।

১. ইংরেজি-১০০ নম্বর,

২. গণিত-১০০ নম্বর,

৩. বাংলা-৬০ নম্বর,

৪. বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা-৪০ নম্বর।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: সিলেবাস ও মানবণ্টন-২০২৬
১. বিষয়: ইংরেজি- নম্বর ১০০ —

# Grammar

1. Sentence.

2. Parts of Speech.

3. Gender.

4. Number.

5. Punctuation and use of Capital Letters.

6. Tense.

7. Subject and Predicate.

8. Agreement of Subject and Verb.

9. Transformation of Sentences.

10. Right Form of Verbs.

11. Contractions.

12. Rearrange Jumbled Words to Make Sentences.

13. Spelling.

14. Phrases & Idioms.

২. বিষয়: গণিত-নম্বর ১০০ —

প্রথম অধ্যায়: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।

দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা।

তৃতীয় অধ্যায়: পূর্ণসংখ্যা।

চতুর্থ অধ্যায়: বীজগণিতীয় রাশি।

পঞ্চম অধ্যায়: সরল সমীকরণ।

ষষ্ঠ অধ্যায়: জ্যামিতির মৌলিক ধারণা।

সপ্তম অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি।

অষ্টম অধ্যায়: তথ্য ও উপাত্ত।

৩. বিষয়: বাংলা-নম্বর ৬০ —

# ব্যাকরণ

১. ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি।

২. শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।

৩. লিঙ্গ।

৪. বচন।

৫. ক্রিয়ার কাল: শ্রেণিবিভাগ ও প্রয়োগ।

৬. কারক।

৭. বাগধারা।

৮. এককথায় প্রকাশ।

৯. বিরাম চিহ্ন।

# নির্মিতি/রচনা রীতি

১. ভাব-সম্প্রসারণ।

২. অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।

৩. অনুধাবন।

৪. বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা: নম্বর-৪০—

১. বিজ্ঞান।

২. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান।

৩. ডিজিটাল প্রযুক্তি।

৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।

৫. বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ।

৬. বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি।

৭. বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি।

৮. খেলাধুলা।

৯. বুদ্ধিমত্তা (আইকিউ)।

#পরীক্ষা

05/09/2025

💥 জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে?

ক) অধ্যাপক আলী রিয়াজ
খ) ড. মুহাম্মদ ইউনুস
গ) সাহাবুদ্দিন চুপ্পু
ঘ) আসিফ নজরুল
সঠিক উত্তরটি ঝটপট জানিয়ে দাও কমেন্ট সেকশনে!

এইচএসসি পরীক্ষা ২০২৬: অর্থনীতি প্রথম পত্রে ভালো নম্বর পেতে হলে অর্থনীতি বিষয়টি শুধু মুখস্থ না করে, বুঝে প্রাসঙ্গিক উদাহর...
05/09/2025

এইচএসসি পরীক্ষা ২০২৬: অর্থনীতি প্রথম পত্রে ভালো নম্বর পেতে হলে

অর্থনীতি বিষয়টি শুধু মুখস্থ না করে, বুঝে প্রাসঙ্গিক উদাহরণ ও সূচি আকারে কিংবা চিত্রের সাহায্যে উপস্থাপন করাই ভালো নম্বর পাওয়ার মূল চাবিকাঠি। সাফল্যের এই পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আবশ্যক সঠিক পরিকল্পনা, রিভিশন ও মানসিক প্রস্তুতি।

তোমাদের জন্য পরামর্শ হলো—

১. প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর বুঝে উত্তর দেবে। কী জানতে চাওয়া হয়েছে: সংজ্ঞা, কারণ, প্রভাব, তুলনা না বিশ্লেষণ, তা আগে নির্ধারণ করার চেষ্টা করবে। প্রশ্নের মূল চাহিদা না বুঝে ও অপ্রাসঙ্গিক তথ্য লেখার কারণে নম্বর পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না।

২. প্রশ্নের নম্বর অনুযায়ী সময় ভাগ করে নেবে।

৩. প্রতিটি অধ্যায়ের চিত্রগুলো আঁকার অভ্যাস করো। অর্থনীতিতে সমীকরণ, সূচি ও চিত্রের ব্যবহার উত্তরকে অনেক শক্তিশালী করে তোলে।

৫. চিত্র অঙ্কনের ক্ষেত্রে 2B অথবা 4B পেনসিল ব্যবহার করবে।

৬. দীর্ঘ অনুচ্ছেদে পুরো উত্তর না লিখে, প্যারা আকারে লেখার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকলে তা স্পষ্ট করবে, যেন পরীক্ষকের নজরে আসে।

৭. উপযুক্ত উদাহরণ, চিত্র ইত্যাদি দেওয়ার চেষ্টা করবে। উত্তর দীর্ঘ করার জন্য অপ্রাসঙ্গিক আলোচনা করবে না।

৮. উত্তরের শেষে সংক্ষিপ্ত উপসংহার লিখবে। এতে লেখার ধারাবাহিকতা বজায় থাকে। উপসংহার ছাড়া উত্তর অসম্পূর্ণ থেকে যায়।

৯. নিজের ভাষায় লিখবে, বই মুখস্থ করে নয়। এতে পরীক্ষকের কাছে তুমি ভালো মূল্যায়ন পাবে।

১০. বানান ও ভাষার দিকেও খেয়াল রাখবে। পরিষ্কার হাতের লেখা ও সুশৃঙ্খল উপস্থাপন নম্বর বাড়াতে সাহায্য করে।

নির্বাচিত ছয়টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে মোট ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে ৭০। এতে প্রতি অধ্যায় থেকে প্রায় দুটি করে সৃজনশীল প্রশ্ন থাকছে। অন্যদিকে ৩০ নম্বরের ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, যেখানে প্রতি অধ্যায় থেকে প্রায় পাঁচটি করে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। বহুনির্বাচনিতে ভালো নম্বর পেতে অবশ্যই ছয়টি অধ্যায়ের সব কটির ওপর ভালো প্রস্তুতি নিতে হবে।

প্রথম অধ্যায়

অর্থনীতির প্রথম অধ্যায় থেকে অর্থনীতির সংজ্ঞা, মৌলিক অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সমস্যা, উত্পাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়, অর্থনৈতিক ব্যবস্থাসমূহ, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো পড়বে।

দরকারি টিপস

১. ওপরের ধারণাগুলো এমনভাবে আয়ত্ত করো, যেন উদাহরণসহ নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারো।

২. কাল্পনিকভাবে কিংবা সংখ্যাসূচক তথ্যের আলোকে PPC অঙ্কন এবং এ রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি অনুশীলন করবে।

দ্বিতীয় অধ্যায়

অর্থনীতির দ্বিতীয় অধ্যায় থেকে মোট, প্রান্তিক উপযোগ ও গড় উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, চাহিদা বিধি (সূচি ও রেখাচিত্রে প্রকাশ), চাহিদার নির্ধারকসমূহ, চাহিদা অপেক্ষক (স্বাধীন ও নির্ভরশীল চলক), চাহিদা সমীকরণ গঠন (চলক, ধ্রুবক ও ঢাল), যোগান বিধি (সূচি ও রেখাচিত্রে প্রকাশ), যোগানের নির্ধারকসমূহ, যোগান অপেক্ষক (স্বাধীন ও নির্ভরশীল চলক), যোগান সমীকরণ (চলক, ধ্রুবক ও ঢাল), দাম, আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা ও পরিমাপ, চাহিদা ও যোগানের সাহায্যে দাম ও পরিমাণ নির্ধারণ, চাহিদা ও যোগান পরিবর্তনে ভারসাম্যের ওপর প্রভাব বিষয়গুলো পড়বে।

দরকারি টিপস

১. এ অধ্যায়ের পরিধি বড় হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ের ধারণাগুলো সূচি বা চিত্রনির্ভর। সুতরাং চিত্র অঙ্কন করার কৌশলগুলো অনুশীলন করবে।

২. গাণিতিক সমস্যাগুলো অনুশীলন করবে।

৩. সমীকরণ থেকে সূচি তৈরির কৌশলগুলোও চর্চা করবে, যেমন : চাহিদা রেখা অঙ্কন।

৪. চাহিদা ও যোগান সমীকরণ ও রেখার সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণের গাণিতিক সমস্যা অনুশীলন করো।

তৃতীয় অধ্যায়

অর্থনীতির তৃতীয় অধ্যায় থেকে উত্পাদন অপেক্ষক, মোট উত্পাদন, গড় উত্পাদন ও প্রান্তিক উত্পাদন, উত্পাদনের সূত্রগুলো, উপকরণের পরিবর্তন ও উত্পাদন, মাত্রাগত উত্পাদন, উত্পাদন ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়, আয়, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় ভালোভাবে পড়বে।

দরকারি টিপস

১. TP, AP ও MP–এর মধ্যে সম্পর্ক ও পার্থক্য যেন তুলে ধরতে পারো, সেভাবে প্রস্তুতি নেবে।

২. TP, AP ও MP তিনটির যেকোনো একটি সূচক দেওয়া থাকলে অপর দুটি মান নির্ণয় এবং তা থেকে চিত্র অঙ্কনের ভালো প্রস্তুতি নিয়ে রাখবে।

৩. বিভিন্ন প্রকারের ব্যয় রেখা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে রাখবে। যেন সূচি থেকে কিংবা সূচি ব্যতীত চিত্র আঁকতে পারো, যেমন TFC, TVC, AFC, AVC, TC, AC, MC ইত্যাদি।

৪. আয় অংশ থেকে মূলত TR, AR ও MR—এ তিনটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখবে। এ ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ বা একচেটিয়া বাজারের রেখাগুলোর যে পার্থক্য রয়েছে, তা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবে। যেমন পূর্ণ প্রতিযোগিতায় AR ও MR রেখাদ্বয় ভূমি অঙ্গের সমান্তরাল। অন্যদিকে অপূর্ণ বা একচেটিয়া বাজারে AR ও MR রেখাদ্বয় ডান দিকে নিম্নগামী এবং AR > MR।

চতুর্থ অধ্যায়

অর্থনীতির চতুর্থ অধ্যায় থেকে বাজারের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্যসমূহ, পূর্ণ প্রতিযোগিতা ও বাজারের মধ্যে পার্থক্য, পূর্ণ প্রতিযোগিতা বাজারে দাম নির্ধারণ (স্বল্পকালীন বা দীর্ঘকালীন), অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া বাজারে দাম নির্ধারণ (স্বল্পকালীন বা দীর্ঘকালীন) সম্পর্কে ভালো ধারণা রাখবে।

দরকারি টিপস

১. প্রতিযোগিতার ভিত্তিতে বিভিন্ন বাজারের শ্রেণিবিভাগ অনুশীলন করবে, যেন বাজারগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারো।

২. মুনাফা সর্বোচ্চকরণের শর্তের আলোকে চিত্রের সাহায্যে কীভাবে পূর্ণ বা অপূর্ণ—উভয় বাজারের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য অর্জিত হয়, তা অনুশীলন করবে।

পঞ্চম অধ্যায়

অর্থনীতির পঞ্চম অধ্যায় থেকে সামগ্রিক আয়ের ধারণা: জিডিপি, জিএনআই, এনএনআই, সামগ্রিক ব্যয়: ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ, সরকারি ব্যয়; আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ (গাণিতিক ও চিত্রভিত্তিক ব্যাখ্যা) সম্পর্কে ভালো ধারণা রাখবে।

দরকারি টিপস

১. জাতীয় আয়ের বিভিন্ন ধারণা, যেমন GDP, GNP, NDP, NNP, PI, DC ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা নেবে।

২. ভোগ ও সঞ্চয় অপেক্ষক, সূচি ও চিত্র অঙ্কনের বিষয়টি ভালোভাবে আয়ত্ত করবে।

৩. সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে জাতীয় আয় নির্ধারণ এবং বদ্ধ অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের গাণিতিক সমস্যা অনুশীলন করবে।

৬ষ্ঠ অধ্যায়

অর্থনীতির ৬ষ্ঠ অধ্যায় থেকে মুদ্রার কার্যাবলি, মুদ্রার পরিমাণ তত্ত্ব (ফিশার ও ক্যামব্রিজ সমীকরণ), কেন্দ্রীয় ব্যাংক ও এর কার্যাবলি, বাণিজ্যিক ব্যাংক ও এর কার্যাবলি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে গুরুত্ব দেবে।

দরকারি টিপস

১. এ অধ্যায় থেকে বিভিন্ন প্রকার মুদ্রা ও মুদ্রার কার্যাবলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেবে।

২. মুদ্রার পরিমাণ তত্ত্ব, বিশেষ করে ফিশার ও ক্যামব্রিজ সমীকরণের ওপর ভালো প্রস্তুতি রাখবে, যেন সাংখ্যিক মান দেওয়া থাকলে সূত্রের আলোকে ফলাফল নির্ণয় করতে পারো।

৩. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, কার্যাবলি ও পার্থক্য অনুশীলন করবে।

অর্থনীতি প্রথম পত্রের ছয়টি অধ্যায়ের প্রতিটি থেকেই ভালো নম্বর পাওয়া সম্ভব। কারণ, প্রতিটি অধ্যায়েই সূচি, সমীকরণ, চিত্র ইত্যাদি যুক্ত করার সুযোগ রয়েছে। এ উপাদানগুলোর একমাত্র সঠিক প্রয়োগই ভালো নম্বর পেতে ভূমিকা পালন করে। অর্থনীতি একটি যুক্তিনির্ভর বিষয়, তাই বুঝে বুঝে পড়লে এটি সহজেই আয়ত্ত করা সম্ভব। মনে আত্মবিশ্বাস রাখো আর ভালোভাবে রিভিশন দাও।

লেখক: শেখ আবু সাঈদ আবদুল্লাহ
প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

#পরীক্ষা ゚viralシfypシ゚viralシalシ

04/09/2025

ভূমির আয়তনে বাংলাদেশ পৃথিবীতে ৯৪তম স্থানে, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। পৃথিবীর মোট ভূমির মাত্র ০.০৮৭% জুড়ে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে রাশিয়া ভূমির আয়তনে প্রথম এবং কানাডা দ্বিতীয় স্থানে রয়েছে। পৃথিবীর মোট ভূমির প্রায় ১১% রাশিয়ার আর প্রায় ৬.১১% কানাডার দখলে। অন্যদিকে বাংলাদেশ, রাশিয়া এবং কানাডার প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব যথাক্রমে প্রায় ১,৩৫০ জন/বর্গকিমি, ৯ জন/বর্গকিমি এবং ৪.২ জন/বর্গকিমি। অর্থাৎ রাশিয়া ও কানাডার বিশাল ভূখণ্ডে কার্যত জনশূন্য পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে ১,৩৫০ জন। এত মানুষের চাপ নিয়ে কিভাবে একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়া সম্ভব? জনসংখ্যার এই ঘনত্বের কারণে টিকে থাকার লড়াই চরম আকার ধারণ করেছে। জমি দখল, প্রতারণা, বেঈমানি—সবকিছুই মূলত জীবনের ন্যূনতম চাহিদা মেটাতে মানুষে মানুষে প্রতিযোগিতা ও সংঘাতের বহিঃপ্রকাশ। আমাদের দেশের আদালতে জমি ও বাড়ি নিয়ে মামলার সংখ্যা যে সর্বাধিক, তা একেবারেই অযৌক্তিক নয়। নদী, খাল, বিল থেকে শুরু করে উন্মুক্ত জমি দখল—সবই জনসংখ্যার চাপেরই প্রতিফলন।

কিন্তু বিস্ময়কর হলো, সিঙ্গাপুর ও হংকং-এ যথাক্রমে ৮,১২০ জন/বর্গকিমি এবং ৭,০৬২ জন/বর্গকিমি মানুষ বাস করে—যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি ঘনত্ব। তবুও সেখানে কেন আমাদের মতো হানাহানি নেই? কেন জমি নিয়ে মারামারি নেই? কেন বেকারত্ব সমস্যা এত প্রকট নয়? এর মূল কারণ হলো মানুষ। সেখানে মানুষ সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠেছে। আর মানুষ গড়ে তোলে শিক্ষা ব্যবস্থা। এই অঞ্চলগুলিতে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা নাগরিকদের জ্ঞান, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্বশীলতায় পরিণত করেছে।

বাংলাদেশের দুর্ভাগ্য হলো, এখানে মানুষের পরিবর্তে অমানবিক প্রবৃত্তিই বেশি প্রবল। শিক্ষার মাধ্যমে মানুষ তৈরির যে প্রক্রিয়া, সেটি এখনো সঠিকভাবে শুরুই হয়নি। ফলে আমাদের সমাজে মব সংস্কৃতি, গালাগালি, মারামারি আর তুচ্ছ কারণে ঝগড়াঝাটি চলতেই থাকে। এই অবস্থা বদলাবে না যতদিন না শিশুদের সুশিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ বানানোর কাজ আমরা শুরু করি। চীন কি করেছে? প্রথমে মানুষের জন্ম হার কমিয়েছে এবং একই সাথে মানুষ বানানোর প্রকল্প হাতে নিয়েছে। আমরা এখনো এই সমস্যাকে সমস্যা হিসাবেই চিহ্নিত করতে পারিনি। সমাধান আসবে কোথা থেকে? সুন্দর বাংলাদেশ বানাতে হলে হয় মানুষ কমান নাহয় সুশিক্ষিত মানুষ বানান।

© Kamrul Hasan Mamun

কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
02/09/2025

কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।

পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০...
01/09/2025

পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে আল–জাজিরা।

আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারে।

এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।

31/08/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল।
আজ রবিবার
৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

🔥ব্রেকিং💥প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা প্রকাশ!! পরীক্ষা ১০০ নাম্বারের এমসিকিউ!! ৯০ নাম্বারের লিখিত (MCQ) + ভাইভা ১০! ...
28/08/2025

🔥ব্রেকিং💥
প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা প্রকাশ!! পরীক্ষা ১০০ নাম্বারের এমসিকিউ!! ৯০ নাম্বারের লিখিত (MCQ) + ভাইভা ১০!
📌মোট সাবজেক্ট ৪টি–
✅নাম্বার বণ্টন:
বাংলা ২৫। ইংরেজি ২৫।
গণিত ও সাধারণ বিজ্ঞান ২০।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি ২০।

28/08/2025

#ব্রেকিং

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত।

MCQ-90
Viva-10

👉১২ বছর পর প্রধান শিক্ষক হ‌তে পার‌বেন।

‌👉কোটা_পদ্ধ‌তি
মেধা-৯৩%, এখা‌নে আবার বিজ্ঞান-২০%
মু‌ক্তিযুদ্ধা-৫%
প্রতিবন্ধী+উপজা‌তি-২%

28/08/2025

টিউটরিয়াল: কোথায় কোন Preposition (পর্ব-১)

Under, Below বা Down—এ ৩টি Preposition এর অর্থ নিচে হলেও এদের ব্যবহারে ভিন্নতা রয়েছে।



♦ সাধারণত কোনো কিছুর নিচে বুঝাতে Under বসে।

Example

i. বৃদ্ধা আমগাছের নিচে বসলেন।

The old man sat under the mango tree.

i. বলটি টেবিলের নিচে।

The ball is under the table.


♦ সাধারণত ওপর থেকে নিচে বোঝাতে Below ব্যবহার করা হয়। বিশেষ করে নির্দিষ্ট কোনো লাইন, রেখা নিচে অবস্থান অর্থে এর ব্যবহার বেশি।

Example

i. বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

Most of the people live in Bangladesh below poverty line.

ii. শহরের নিচে একটি হ্রদ আছে।
There is a lake below the town.

♦ ওপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে। এ ক্ষেত্রে গতি বিদ্যমান থাকে।

Example

i. ছেলেটি ছাদ থেকে পড়ে গেছে।

The boy has fallen down from the roof.

ii. মেয়েটি হঠাৎ সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে যায়।

The girl ran down the stairs suddenly.



Between | among এর মধ্যে পার্থক্য
দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়। দুইয়ের অধিক হলে among বসে।

Example

i. তিনি তার দুই ভাইয়ের মাঝে দাঁড়িয়েছিলেন।

He stood between his two brothers.

ii. তিনটি ছেলের মধ্যে আম ভাগ করে দিলেন।

Divided the mangoes among the three boys.



Across | along এর মধ্যে পার্থক্য

♦ আড়াআড়িভাবে বা এক পাশ থেকে অন্য পার্শ্বে—এমনটা বুঝাতে across বসে।

Example
i. রাস্তার ওপারে যাও।

Go across the street.

ii. আমার বাড়ি রাস্তার ঠিক ওপারে।

My house is just across the road.



♦ বরাবর বা ধরে বুঝাতে along বসে।

Example

i. আমি রাস্তায় হাঁটছিলাম।

I was walking along the street.

ii. আমি সৈকতে হাঁটতে পছন্দ করি।

I like to walk along the beach.

27/08/2025

জীবন বদলাতে চান?
প্রতিদিন এই কাজগুলো করুন;
১। প্রতিদিন কমপক্ষে ১০জন মানুষকে সালাম দিন।
২। ভোরে ঘুম থেকে উঠুন।
৩। সকালের নাশতায় ডিম, কাজু বাদাম, কাঠবাদাম, কিসমিস, কাঁচা রসুন,খেজুর, কাঁচা ছোলা ভিজানো, কলা,শসা এগুলো খান। সবগুলো না পারলেও যা পারেন তাই খান।
৪। প্রতিদিন কমপক্ষে ৩ কি.মি দৌড়ান।
৫। প্রচুর টাকা ইনকাম করুন আর ইনভেস্ট করুন।
৬। ফাইনানসিয়াল লিটারেচার বাড়ান। এজন্য এ সম্পর্কিত বিভিন্ন বই,পডকাস্ট, ভিডিও, আর্টিকেল পড়তে পারেন, দেখতে পারেন।
৭। এমন একটা স্কিল অর্জন করার চেষ্টা করুন,যা সেল করা যায়।
৮। বিভিন্ন জায়গায় ঘুরতে যান। পৃথিবীর পথে পথে শেখার আছে অনেক কিছু। তাই কৌতুহলী মন নিয়ে সবকিছু দেখুন।

© এম এম মুজাহিদ উদ্দিন

Address

Mymensingh

Telephone

+8801608615208

Website

Alerts

Be the first to know and let us send you an email when EDUCATION TV বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EDUCATION TV বাংলা:

Share

Category