10/01/2026
বয়স বাড়ে, চুল সাদা হয়, শরীর দুর্বল হয়—কিন্তু দায়িত্ব আর মায়া কমে না একটুও। হাসপাতালে এই দৃশ্যটি দেখে মনে হলো, ভালোবাসা কখনো জাঁকজমক নয়, বরং পাশে থাকা, খেতে তুলে দেওয়া, যত্ন নেওয়া—এটাই তার সবচেয়ে গভীর রূপ।