24/07/2023
ালোয়েশিয়া
আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসিরান ত্বয়্যিবান মুবারকান ফিহ।
আলহামদুলিল্লাহ! আরশের রবের অপার অনুগ্রহে দেশের আকাশ পেরিয়ে শৃংখলার দেশ মালেশিয়ার জমিনে এবারের মত দাওয়াতি সফর সমাপ্ত হল! ফালিল্লাহিল হামদ।
রাসুলুল্লাহ (স)'র সিরাতের আলোকে সমসাময়িক প্রেক্ষাপটে আবিসিনিয়ার ভুমিকা পালনকারী দেশটি থেকে শেখার আছে অনেককিছুই। প্রকৃতপক্ষে নিদর্শন তো জ্ঞানীদের জন্যই!
একেকজন প্রবাসী ভাইদের কাছে যে অনন্য মুহাব্বাত, আতিথেয়তা ও আন্তরিকতা পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে না পারার দায় আমার নিজেরই! বিশেষ করে উক্ত দাওয়াতি সফরের আয়োজক "মালয়েশিয়ান মুসলিম কমিউনিটি'র এক একজন ভাইয়ের প্রতি রইল প্রাণখোলা দুয়া ও কৃতজ্ঞতা। এগিয়ে যান, প্রবাসের মাটিতে এগিয়ে যাক দ্বীন ইসলাম।
আরও কৃতজ্ঞতা ও দুয়া আমাদের সকলের প্রিয় ভালবাসার মানুষ ড.মিজানুর রহমান আজহারী (হাফি) ভাইয়ের প্রতি। একজন উন্নত রুচিবোধের পরিপাটি মানুষ তিনি। জ্ঞানি, নম্র এবং অসম্ভব রকমের বিনয়ী। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হায়াতিক ইয়া আখি।
আর আজ থেকে প্রায় ১০ বছর আগে যে মানুষটিকে প্রেরণা হিসেবে নিয়ে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছিলাম সৌভাগ্য আমার তার সাথে পুরো এক বিকেল জীবনের অন্যতম সেরা ইলমি মোজাকারার তাওফিক লাভে ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ।
ড. জাকির অসম্ভব রকমের জামাতে নামাজের পাবন্দ, তাহাজ্জুদ গুজার, বিনয়ী ও নম্র একজন আল্লাহর বান্দা। লেখাপড়া ও গবেষণায় ডুবে থাকা, দ্বীন প্রতিষ্ঠার চুড়ান্ত জাযবা ওয়ালা একজন মুতাওয়াল্লিক তিনি।
আমরা সবাই রব্বে কারীমের কাছে তার সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াতের দুয়া করি। সাথে বাপ কা বেটা ফারিক নায়েকের জন্যও।
সে বিকেলের অনেক কথা। সফরের ৩য় লেকচারে উপস্থাপনের চেষ্টা করেছি। অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ।
উপসংহারে সেই মহান যুল জালালি ওয়াল ইকরমের নিকট জানাই তার সন্তুষ্টির সমপরিমাণ শুকরিয়া যিনি আমার মত অধমকে এহেন তাওফিক লাভে ধন্য করেছেন।
বক্ষজগতে এক বিন্দুও সন্দেহ রাখি না যে একদিন তার পবিত্র দ্বীন পৃথিবীর এক একটি ঘরের চারদেয়াল ভেদ করবেই ইনশাআল্লাহ। হে রব্ব আমার! আমাদের সেই কাফেলার খালিদ,উমার ও আলি বানিয়ে দিন। আমিন।
ফা সল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ !!
Follow on 👉 মাশাআল্লাহ-Mashaallahツ