06/02/2025
হালুয়াঘাটের কৃষক মোঃ শহীদ মিয়ার "বল সুন্দরী কূল" দেশ জুড়ে সমাদৃত-
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১নং ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র কৃষক মোঃ শহীদ মিয়ার কুলবাগানের বল সুন্দরী আপেল কুল এখন দেশ জুড়ে সমাদৃত।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডগায় ডগায় ঝুলছে বল সুন্দরী আপেল কূল। কূলের ভারে নুয়ে পড়া গাছগুলোতে মাটি ছুঁই ছুঁই ঝুলে পড়া ডালে মনমুগ্ধকর চোখ জুড়ানো চমৎকার এ দৃশ্য বাঘাইতলা বাজার সংলগ্ন কৃষক মোঃ শহীদ মিয়ার কুলবাগানের।
দেখতে অনেকটা আপেলের মতো হওয়ায় এ জাতীয় কূলকে আপেল কুলও বলা হয়। এ কূল বেশি মিষ্টি ও সুস্বাদু হাওয়ায় এর চাহিদা প্রচুর এবং দামও একটু বেশি।
অনুকূল আবহাওয়ায় ফলনও হয় ভালো। এবার বন্যার কারণে বাগানের অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হলেও যা আছে তাতেই খুশি কৃষক মোঃ শহীদ মিয়া।
সাক্ষাৎকার গ্রহণকালে হাস্যজ্জল মুখে মোঃ শহীদ মিয়া বলেন, এবার বন্যার কারণে আমার বাগানের অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যা আছে, আমি তাতেই খুশি। গত বছর পাইকারি বিক্রি করায় পাইকারগনের মাধ্যমে দেশের ভিন্ন অঞ্চলে আমার বল সুন্দরী কুল ছড়িয়ে পড়ে এবং মানুষ আমার বল সুন্দরী কুলের মিষ্টি স্বাদ গ্রহণ শেষে যখন খুশি মনে আমাকে উৎসাহ দিয়ে ফোন দেয় তখন আমার খুবই ভালো লাগে।
গত বছর আমি মাত্র ১৫ শতক জমিতে এ কুলের চাষ করেছিলাম। আমার আর্থিক অবস্থা ভালো না থাকায় ধার কর্য করে এ বছর জমির পরিমাণ বাড়িয়ে এক একর জমিতে এ বাগান করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমি আশা করি ফলন ভালো হওয়ায় এ ক্ষতি পুষিয়ে নিতে পারবো। এবার পাইকারি বিক্রি না করে খুচরা বিক্রি করার মনস্থির করেছি। পরিপক্ক ফল গাছ থেকে তুলে ১২০ টাকা কেজি ধরে খুচরা বিক্রি করতে শুরু করেছি। মানুষজন আনন্দচিত্তে আমার বাগানের বল সুন্দরী কুল নিজেরা খেয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনদের বাড়িতেও পাঠাচ্ছেন।
বল সুন্দরীকুল অন্য কুলদের চেয়ে মিষ্টি বেশি হওয়ায় বেচাকেনা বেশি হয়। যদিও এ বাগান করতে প্রচুর অর্থ ব্যয়ের প্রয়োজন, তারপরও তরুণ প্রজন্মকে বলবো, "আপনারা অবশ্যই নিজে কিছু করার উদ্যোগ নিন এবং দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হোন।"
বল সুন্দরী আপেল কুল সংগ্রহ ও যে কোন প্রয়োজনে আমার নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
মোবাইল-০১৭৩৬-১৬৭৮১৯