হালুয়াঘাট সংবাদ

হালুয়াঘাট সংবাদ হালুয়াঘাটে সংঘটিত সংবাদ

হালুয়াঘাটে এসইডিপি’র পুরস্কার বিতরণ-ময়মনসিংহের হালুয়াঘাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যা...
31/07/2025

হালুয়াঘাটে এসইডিপি’র পুরস্কার বিতরণ-

ময়মনসিংহের হালুয়াঘাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (এসইডিপি) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আলীনূর খানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২০২২-২০২৩ সনের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।

হালুয়াঘাটের কৃষক মোঃ শহীদ মিয়ার "বল সুন্দরী কূল" দেশ জুড়ে সমাদৃত-ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১নং ভুবনকুড়া ইউনিয়ন...
06/02/2025

হালুয়াঘাটের কৃষক মোঃ শহীদ মিয়ার "বল সুন্দরী কূল" দেশ জুড়ে সমাদৃত-

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১নং ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র কৃষক মোঃ শহীদ মিয়ার কুলবাগানের বল সুন্দরী আপেল কুল এখন দেশ জুড়ে সমাদৃত।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডগায় ডগায় ঝুলছে বল সুন্দরী আপেল কূল। কূলের ভারে নুয়ে পড়া গাছগুলোতে মাটি ছুঁই ছুঁই ঝুলে পড়া ডালে মনমুগ্ধকর চোখ জুড়ানো চমৎকার এ দৃশ্য বাঘাইতলা বাজার সংলগ্ন কৃষক মোঃ শহীদ মিয়ার কুলবাগানের।
দেখতে অনেকটা আপেলের মতো হওয়ায় এ জাতীয় কূলকে আপেল কুলও বলা হয়। এ কূল বেশি মিষ্টি ও সুস্বাদু হাওয়ায় এর চাহিদা প্রচুর এবং দামও একটু বেশি।

অনুকূল আবহাওয়ায় ফলনও হয় ভালো। এবার বন্যার কারণে বাগানের অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হলেও যা আছে তাতেই খুশি কৃষক মোঃ শহীদ মিয়া।

সাক্ষাৎকার গ্রহণকালে হাস্যজ্জল মুখে মোঃ শহীদ মিয়া বলেন, এবার বন্যার কারণে আমার বাগানের অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যা আছে, আমি তাতেই খুশি। গত বছর পাইকারি বিক্রি করায় পাইকারগনের মাধ্যমে দেশের ভিন্ন অঞ্চলে আমার বল সুন্দরী কুল ছড়িয়ে পড়ে এবং মানুষ আমার বল সুন্দরী কুলের মিষ্টি স্বাদ গ্রহণ শেষে যখন খুশি মনে আমাকে উৎসাহ দিয়ে ফোন দেয় তখন আমার খুবই ভালো লাগে।

গত বছর আমি মাত্র ১৫ শতক জমিতে এ কুলের চাষ করেছিলাম। আমার আর্থিক অবস্থা ভালো না থাকায় ধার কর্য করে এ বছর জমির পরিমাণ বাড়িয়ে এক একর জমিতে এ বাগান করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমি আশা করি ফলন ভালো হওয়ায় এ ক্ষতি পুষিয়ে নিতে পারবো। এবার পাইকারি বিক্রি না করে খুচরা বিক্রি করার মনস্থির করেছি। পরিপক্ক ফল গাছ থেকে তুলে ১২০ টাকা কেজি ধরে খুচরা বিক্রি করতে শুরু করেছি। মানুষজন আনন্দচিত্তে আমার বাগানের বল সুন্দরী কুল নিজেরা খেয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনদের বাড়িতেও পাঠাচ্ছেন।

বল সুন্দরীকুল অন্য কুলদের চেয়ে মিষ্টি বেশি হওয়ায় বেচাকেনা বেশি হয়। যদিও এ বাগান করতে প্রচুর অর্থ ব্যয়ের প্রয়োজন, তারপরও তরুণ প্রজন্মকে বলবো, "আপনারা অবশ্যই নিজে কিছু করার উদ্যোগ নিন এবং দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হোন।"

বল সুন্দরী আপেল কুল সংগ্রহ ও যে কোন প্রয়োজনে আমার নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
মোবাইল-০১৭৩৬-১৬৭৮১৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডিতে নবনিযুক্ত সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান...
18/01/2025

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডিতে নবনিযুক্ত সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান শামীম ভাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হোক এই কামনায়।

22/12/2024

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ-

অদ্য ২২ ডিসেম্বর-২৪ হালুয়াঘাট উপজেলায় এমপিওভুক্ত মাদ্রাসা সমূহে কর্মরত শিক্ষকদের সম্মেলনে আমাকে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করায় মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

16/12/2024

দয়া করে শুনুন, দেখুন এবং বেশি বেশি শেয়ার করে মানবতার সেবায় এগিয়ে আসুন।

দৈনিক আজকের ময়মনসিংহে প্রকাশিত সংবাদ
26/11/2024

দৈনিক আজকের ময়মনসিংহে প্রকাশিত সংবাদ

হালুয়াঘাটে যুবকের গলা কেটে উঠুক বাইক ছিনতাই বৃহস্পতিবার সকালে উপজেলারবরদাস পাড়া সড়কের পাথরিয়া খালের ব্রিজ এলাকা থেকে ...
30/03/2023

হালুয়াঘাটে যুবকের গলা কেটে উঠুক বাইক ছিনতাই

বৃহস্পতিবার সকালে উপজেলারবরদাস পাড়া সড়কের পাথরিয়া খালের ব্রিজ এলাকা থেকে বালিচান্দা গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে অটোবাইক চালক বাদশা মিয়া ( ২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন প্রাচীনতম ঐতিহ্যবাহী ভুবনকুড়া দাখিল মাদ্রাসায় শূন্য পদে ০৯ জন শিক্ষক নিয়োগে NTRCA কর...
28/12/2022

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন প্রাচীনতম ঐতিহ্যবাহী ভুবনকুড়া দাখিল মাদ্রাসায় শূন্য পদে ০৯ জন শিক্ষক নিয়োগে NTRCA কর্তৃক ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদের জন্য বিধি মোতাবেক অত্র মাদ্রাসায় আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন।

শূন্য পদসমুহ নিম্নরূপঃ

১। সহকারী মৌলভী পদে - ০৩ জন
২। সহকারী শিক্ষক, ইংরেজি পদে- ০১ জন
৩। সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান পদে- ০১ জন
৪। সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পদে-০১ জন
৫। ইবতেদায়ী মৌলভী পদে ০২ জন
৬। ইবতেদায়ী ক্বারী পদে ০১ জন

★★ভর্তি চলিতেছে-                     ★★ভর্তি চলিতেছে-ঐতিহ্যবাহী ভূবনকুড়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী প্রথম শ্রেণী হতে দাখিল...
28/12/2022

★★ভর্তি চলিতেছে- ★★ভর্তি চলিতেছে-

ঐতিহ্যবাহী ভূবনকুড়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী প্রথম শ্রেণী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে।

প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য সমূহঃ

নব-নির্মিত চারতলা বিশিষ্ট বিল্ডিং এ সকল সুবিধাদি- সহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা।

★★ দক্ষ, অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠ-পরিকল্পনার ভিত্তিতে পাঠদান।

★★ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা-বেতনে পাঠদান সুবিধা ও উপবৃত্তির ব্যবস্থাসহ দুর্বল শিক্ষার্থীদের মানোন্নয়নে বিশেষ যত্ন নেয়া।

★★ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা মাধ্যমে ভালো ফলাফলের নিশ্চয়তা প্রদান।

★★ সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব বিদ্যমান।

★★ পঞ্চম ও অষ্টম শ্রেণীর স্পেশাল বৃত্তি কোচিং এবং দাখিল পরীক্ষার্থীদের বিশেষ যত্নে ভালো ফলাফলের প্রত্যাশায় অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত।

★★ অভিভাবক সমাবেশের মাধ্যমে পরীক্ষার সমূহের ফলাফল প্রদান।

★★ বাৎসরিক শিক্ষা সফর, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সুব্যবস্থাসহ যথাযথ মর্যাদায় জাতীয় দিবস সমূহ উদযাপন।

★★ সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত।

যোগাযোগঃ

সুপার - ০১৭১০-৬৭২০১৯
অফিস - ০১৯৩০-১৩৯৯১০

Address

Haluaghat
Mymensingh
2260

Telephone

+8801714921246

Website

Alerts

Be the first to know and let us send you an email when হালুয়াঘাট সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হালুয়াঘাট সংবাদ:

Share

Category