
31/07/2025
হালুয়াঘাটে এসইডিপি’র পুরস্কার বিতরণ-
ময়মনসিংহের হালুয়াঘাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (এসইডিপি) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আলীনূর খানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২০২২-২০২৩ সনের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।