ন্যায়ের বাণী

ন্যায়ের বাণী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ন্যায়ের বাণী, Digital creator, Mymensingh, Mymensingh.

মহাদেব কোনো নাম নয়, মহাদেব এক পরম অনুভূতি । নিয়ম, উপচার নয়, শুধুমাত্র একনিষ্ঠ ভক্তি দিয়েই এই পরমানুভূতিকে লাভ করা যা...
22/09/2025

মহাদেব কোনো নাম নয়, মহাদেব এক পরম অনুভূতি । নিয়ম, উপচার নয়, শুধুমাত্র একনিষ্ঠ ভক্তি দিয়েই এই পরমানুভূতিকে লাভ করা যায়।
🙏ওঁ নমঃ শিবায় ।🙏

মা দূর্গার নবপত্রিকার নয়টি উদ্ভিদ:কলাগাছ:দেবী ব্রহ্মাণীর প্রতীককচুগাছ:দেবী কালিকার প্রতীক হলুদ:দেবী উমার প্রতীক(মা দূর্...
21/09/2025

মা দূর্গার নবপত্রিকার নয়টি উদ্ভিদ:

কলাগাছ:দেবী ব্রহ্মাণীর প্রতীক

কচুগাছ:দেবী কালিকার প্রতীক

হলুদ:দেবী উমার প্রতীক(মা দূর্গার প্রতীক)

জয়ন্তী:দেবী কার্তিকীর প্রতীক

বেলপাতা:দেবী শিবার প্রতীক(মহাদেবের প্রতীক)

ডালিমফুল:দেবী রক্তদন্তিকার প্রতীক

অশোক বৃক্ষ:দেবী শোকরহিতার প্রতীক

মানগাছ:দেবী চামুন্ডার প্রতীক

ধান গাছ:দেবী লক্ষ্মীর প্রতীক

20/09/2025

‘মহ’ শব্দটির দুইটি অর্থ আছে। ‘মহ’ বলতে বোঝায় পূজা, আবার 'মহ' বলতে বোঝায় উৎসব। আবার মহালয় বলতে বোঝায় মহান+আলয় = মহালয়। তার সঙ্গে স্ত্রীকারান্ত 'আ। মহালয় হচ্ছে পূজা বা উৎসবের আলয় বা আশ্রয়। আলয় শব্দটির একটি অর্থ হচ্ছে আশ্রয়। আন্যদিকে পুরাণ অনুসারে 'মহালয়' বলতে 'পিতৃলোককে' বোঝায়, যোখানে বিদেহী পিতৃপুরুষ অবস্থান করছেন। তা যদি হয়, তাহলে পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই মহালয়া।

কিন্তু তাহলে স্ত্রীলিঙ্গ হলো কেন? পিতৃপক্ষের অবসানে, অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি, তখনই সেই মহা লগ্নটি আমাদের জীবনে ‘মহালয়ার’ বার্তা বহন করে আনে। এক্ষেত্রে স্বয়ং দেবীই হচ্ছে সেই মহান আশ্রয়, তাই উত্তরণের লগ্নটির নাম মহালয়া।
শুভ মহালয়া

"ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে
16/09/2025

"ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে

দেবী দূর্গার দশ হাতে থাকে দশটি ভিন্ন অস্ত্র যা তাকে দেবতারা দিয়েছিল মহিষাসুর বধের জন্য:ডান হাতে থাকে চক্র,খড়গ,অগ্নি, ত্র...
15/09/2025

দেবী দূর্গার দশ হাতে থাকে দশটি ভিন্ন অস্ত্র যা তাকে দেবতারা দিয়েছিল মহিষাসুর বধের জন্য:

ডান হাতে থাকে চক্র,খড়গ,অগ্নি, ত্রিশূল ও গদা......🚩

বাম হাতে থাকে:শঙ্খ,বজ্র,তীর-ধনুক,
নাগ(সাপ)পাশা ও পদ্ম...🚩

বৃষ্টি ভেজা শরৎের আকাশশিউলি ফুলের গন্ধ 🌸মা আসছে আবার ঘরে🙏🏻দরজা কেন বন্ধ 🤔পূজো মানেই মনের ভিতর দারুন উথাল পাতাল🫠পূজো মানে...
12/09/2025

বৃষ্টি ভেজা শরৎের আকাশ
শিউলি ফুলের গন্ধ 🌸
মা আসছে আবার ঘরে🙏🏻
দরজা কেন বন্ধ 🤔

পূজো মানেই মনের ভিতর দারুন উথাল পাতাল🫠
পূজো মানেই মিষ্টি সাজে সিগধ শরৎ সকাল♪
কাশ ফুলের হাতটি ধরে ঢাকে পড়বে কাঠি ♥
গুনে দেখো পুজো আসতে আর কত দিন বাকি?

জয় মা দূর্গতিনাশিনী-
স্পর্শ পাল ✍️

পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কি? ১২মাসে ২৪টি পক্ষ রয়েছে, তার মধ্যে ২টি পক্ষ বিশেষ তাৎপর্য্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি ...
08/09/2025

পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কি?
১২মাসে ২৪টি পক্ষ রয়েছে, তার মধ্যে ২টি পক্ষ বিশেষ তাৎপর্য্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণ পক্ষের অমাবস্যার তিথীকে বলা হয় মহালয়া। এই কৃষ্ণ পক্ষকে বলা হয় অপরপক্ষ কিংবা পিতৃপক্ষ।
পিতৃপক্ষে স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বন শ্রাদ্ধ ও তর্পন করা হয়। যমালয় থেকে মর্ত্যলোকে এ সময় পিতৃ পুরুষেরা আসেন। তাদেরকে তৃপ্ত করার জন্য তিল, জল, দান করা হয়। এবং তাহাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কাদান করা হয়।
মহাভারতে বলা হয়েছে যে, মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাঁকে খেতে দেওয়া হল শুধুই সোনা আর ধনরত্ন। ‘ব্যাপার কী?’ কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে । ইন্দ্র বললেন, ‘তুমি সারাজীবন সোনাদানাই দান করেছো, পিতৃপুরুষকে জল দাও নি। তাই তোমার জন্যে এই ব্যবস্থা।’ কর্ণ বললেন, ‘আমার কী দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে ।মা কুন্তী আমাকে এসে বললেন, আমি নাকি তাঁর ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো।
পিতৃত্বর্পণের সময়ই তো পেলাম না ।’ ইন্দ্র বুঝলেন, কর্ণের দোষ নেই। তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্ত্যে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্ত্যে অবস্থান করে পিতৃপুরুষকে অন্নজল দিলেন। তাঁর পাপ স্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্ত্যে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে।
এই অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবীপূজায় প্রবৃত্ত হতে হয়। তাই দেবীপূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ, মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের শুরুর পূর্ব দিন পিতৃপক্ষে আত্নসংযম করে দেবী পক্ষে শক্তি সাধনায় প্রবেশ করতে হয়। দেবী শক্তির আদিশক্তি, তিনি সর্বভূতে বিরাজিত। তিনি মঙ্গল দায়িনী করুনাময়ী। সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য, দেবীর মহান আলয়ে প্রবেশ করার সুযোগ করেন বলেই এ দিনটিকে বলা হয় মহালয়া।
মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয়। কোন কোন অঞ্চলে দেবীর আরাধনা প্রতিপদ থেকে শুরু হয়।আমাদের এখানে ষষ্ঠ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয়। দুই মতেই দেবী পূজার রীতি প্রচলিত আছে।(সংগৃহীত)

কাল হর,দুঃখ হর,দারিদ্র্য হর,রোগ হর,কষ্ট হর সোমেশ্বর মহাকাল সবার মঙ্গল করুনহর হর মহাদেব(উওম)নমঃ শিবায়🔱
25/08/2025

কাল হর,দুঃখ হর,দারিদ্র্য হর,রোগ হর,কষ্ট হর সোমেশ্বর মহাকাল সবার মঙ্গল করুন
হর হর মহাদেব(উওম)নমঃ শিবায়🔱

Jay Jagannath 🙏❤️
11/08/2025

Jay Jagannath 🙏❤️

09/08/2025

জয় বাবা লোকনাথ

08/08/2025

রাধে রাধে🪶

Address

Mymensingh
Mymensingh
2051

Telephone

+8801780352631

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন্যায়ের বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share