ন্যায়ের বাণী

ন্যায়ের বাণী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ন্যায়ের বাণী, Digital creator, Mymensingh, Mymensingh.

রথ যাএার ৫ম দিনে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দিব্য দর্শন।রাজভোগ দর্শন করুন রাজভোগ দর্শন করলে পাপ ক্ষয় হয়।জয়...
01/07/2025

রথ যাএার ৫ম দিনে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দিব্য দর্শন।রাজভোগ দর্শন করুন রাজভোগ দর্শন করলে পাপ ক্ষয় হয়।জয় জগন্নাথ।

যারা আসে নীলা চলে, ভক্তি নিয়ে মনে,প্রভুর কৃপা পায় যে তারা, সারাটি জীবন।জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে সবার মন,প্রভু তুমি দি...
27/06/2025

যারা আসে নীলা চলে, ভক্তি নিয়ে মনে,
প্রভুর কৃপা পায় যে তারা, সারাটি জীবন।
জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে সবার মন,
প্রভু তুমি দিও সকলকে আনন্দেরই ধন।

সকল পূর্ণার্থীরা যোগ দিন এই মহোৎসবে। রথযাত্রার এই পবিত্র উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার আশীর্বাদে জীবন থেকে সব বিপদ মুক্ত হোক।

সবাইকে রথযাত্রার শুভেচ্ছা

Joy Jagannath🚩

একদিন খেলার সময় লোকনাথ ছেলেদের এক এক জনের হাত টেনে নিয়ে হাত দেখতে থাকেন।এক একটা হাত দেখে বলতে থাকেন, না, তোর ভাগ্যে সন্ন...
25/06/2025

একদিন খেলার সময় লোকনাথ ছেলেদের এক এক জনের হাত টেনে নিয়ে হাত দেখতে থাকেন।এক একটা হাত দেখে বলতে থাকেন, না, তোর ভাগ্যে সন্ন্যাসী হওয়া নেই। তোর কপাল খারাপ।

সন্ন্যাসী হওয়াটা কি করে মহাভাগ্যের কথা হবে, তা বুঝতে না পেরে ছেলেরা হাসাহাসি করতে থাকে। এমন সময় বেণীমাধব নামে একটি ছেলে আগ্রহের সঙ্গে হাতটা বাড়িয়ে দেয়। বলে, দেখ দেখি, আমার হাতটা, আমি সন্ন্যাসী হতে চাই।

লোকনাথ তার হাতটা ভাল করে দেখে বললেন, তোর সন্ন্যাসী হওয়ার যোগ রয়েছে। তোর শিবদর্শন হতে পারে।

বেণীমাধব বলল, তুই যেদিন ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবি, আমি সেদিন তোর সঙ্গী হব। সেদিন যেন তাড়িয়ে দিস নে আমায়।লোকনাথ বললেন-
ঠিক আছে, তাই হবে।

আজকাল মাঝে মাঝে চোখ বুজে ধ্যান করতে বসেন লোকনাথ। একদিন তা দেখে মা জিজ্ঞাসা করলেন, অমন করে কি করছিস?লোকনাথ বিরক্ত হয়ে চোঁচিয়ে উঠলেন, আমার ধ্যানটা ভঙ্গ করে দিলে তো?
চোখ বুজে ধ্যান করলেই মাথায় জটা গজাবে।

অর্জুন যখন বলেছিলো, "ওরা সংখ্যায় বেশী" মাধব..............পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলো, "ওরা সবাই হারবে, পার্থ।'🚩...
19/06/2025

অর্জুন যখন বলেছিলো, "ওরা সংখ্যায় বেশী" মাধব..............

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলো, "ওরা সবাই হারবে, পার্থ।'🚩

হে পার্থ! উঠে দাঁড়াও। লড়াই করো।
সত্যের পথ যারা আঁকড়ে ধরে,
অবশেষে তাদেরই জয় হয়।🚩

- শ্রীমদভগবদগীতা।

"ঈশ্বর একমাত্র সদগুরু। আমার চরন ধরিস না আচরন ধর। প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব -নিকাশ করবি অর্থাৎ ভাল কা...
12/06/2025

"ঈশ্বর একমাত্র সদগুরু। আমার চরন ধরিস না আচরন ধর। প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব -নিকাশ করবি অর্থাৎ ভাল কাজ কী - কী করেছিস আর খারাপ কাজ কীকী করেছিস ?
যে সকল খারাপ বলে বিবেচনা কররি সে কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি"।

" সূর্য উঠলে যেমন আঁধার পালিয়ে যায়,গৃহস্তের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়,ঠিক তেমনি বার বার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যাইবে"।
--বাবা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর!

️'রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতেঃঅর্থাৎ, রথযানে অধিষ্ঠিত বামনরূপ দর্শনে পুনর্জন্ম হয় না। তাই রথযাত্রা দর্শনে ভ...
11/06/2025

️'রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতেঃ

অর্থাৎ, রথযানে অধিষ্ঠিত বামনরূপ দর্শনে পুনর্জন্ম হয় না। তাই রথযাত্রা দর্শনে ভক্তদের এই অসীম উন্মদনা। ব্রহ্মর্ষি সত্যদেব বলেছেন, রথস্থ বামনদেবকে দর্শন করলে পুনর্জন্ম হয় না;অর্থাৎ মোক্ষ হয়। রথ দেহেরই প্রতিরূপ। উপনিষদ দেহকেই রথরূপে কল্পনা করেছেন। 'বামন' শব্দের অর্থ পরমাত্মা। যারা সেই পরমাত্মাকে দেখার সৌভাগ্য লাভ করতে পারেনি, তারা বছরে একদিনের জন্য সেই রূপ দর্শনের চেষ্টা করেন। আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া সেই নির্দিষ্ট দিন। এই তিথিতে শ্রী জগন্নাথ মূর্তিও আর্বিভাব হয়েছিল। এই তিথি পরমাত্মার সঙ্গে মিলনের অনুকূল তিথি।

🙏❤️জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলভদ্র❤️🙏

জয় বাবা লোকনাথ আমি কে জানার দরকার নেই🙏শুধু অন্তর দিয়ে প্রাণভরে আমার দয়া ভিক্ষা চাইবি,তাহলে আমি 🙏তোদের সব কষ্ট থেকে মুক্ত...
05/06/2025

জয় বাবা লোকনাথ

আমি কে জানার দরকার নেই🙏
শুধু অন্তর দিয়ে প্রাণভরে আমার
দয়া ভিক্ষা চাইবি,তাহলে আমি 🙏
তোদের সব কষ্ট থেকে মুক্তি দিব।
যে যখন যেভাবে আপদে-বিপদে
আমার স্মরণ নেবে 🙏
সেই ক্ষণে আমার কৃপা লাভ করবে।

মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না।কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই।অর্থাৎ যে কাজের দ্বারা তুমি তাপগ্রস্ত হও তাই প...
31/05/2025

মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না।কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই।অর্থাৎ যে কাজের দ্বারা তুমি তাপগ্রস্ত হও তাই পাপ কাজ।

আমরা হলাম🌾🌾          সনাতন জাতি🌿🌿কৃষ্ণ ছাড়া 🤗🤗         নাই যে গতি🌼🌼            কৃষ্ণ ই প্রাণ🥰🥰       কৃষ্ণই জান💖💖       ...
24/05/2025

আমরা হলাম🌾🌾
সনাতন জাতি🌿🌿
কৃষ্ণ ছাড়া 🤗🤗
নাই যে গতি🌼🌼
কৃষ্ণ ই প্রাণ🥰🥰
কৃষ্ণই জান💖💖
তাই তো জপি🌺🌺
হরে কৃষ্ণ নাম 🌾🌾
হরে কৃষ্ণ🌿🌿
রাধে রাধে 🌼🌼
.......🌸.........🤍...........🌼...........💜.........🌺

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🥰🙏🙏

প্রশ্ন যতই হোক..!              উত্তর তুমি..             রাস্তা যতই হোক...!                    লহ্ম তুমি..✌️             ...
20/05/2025

প্রশ্ন যতই হোক..!
উত্তর তুমি..
রাস্তা যতই হোক...!
লহ্ম তুমি..✌️
কষ্ট যতই হোক..!
সুখ তুমি..!
তোমার উপর যতই
রাগ অভিমান করি না কেনো🙏
🤗 তার পরেও আমার প্রিয় ভগবান তুমি

🕉হরে কৃষ্ণ🤗

বাবা লোকনাথ কেবল ভক্তি প্রেমের কাঙ্গাল-তিনি বারবার বলেছেন স্মরণ যোগের কথা,অর্থাৎ সর্ব অবস্থাতে তাকে মন প্রাণ দিয়ে স্মরণ...
18/05/2025

বাবা লোকনাথ কেবল ভক্তি প্রেমের কাঙ্গাল-

তিনি বারবার বলেছেন স্মরণ যোগের কথা,অর্থাৎ
সর্ব অবস্থাতে তাকে মন প্রাণ দিয়ে স্মরণ করলে তিনি ভক্তকে তার অহেতুক কৃপার মাধ্যমে কৃতার্থ করেন,
জানবে শরণাগতির মত পথ আর নেই।কেবল তার চরণ ধরে আর্ত হয়ে ডাকতে থাকা।তিনি ঠিক টেনে নিবেন।
মনস্কামনা পূর্ণ করেন, তিনি যে ভক্তগত প্রাণ।

তিনি এক জায়গায় অবস্থিত,তবুও চলমান,আবার তিনি চলৎশক্তি রহিত।তিনি অতি দূরে আবার নিকটে।তিনি সমস্ত জগতের অন্তরে ও বাহিরে সর...
09/05/2025

তিনি এক জায়গায় অবস্থিত,তবুও চলমান,আবার তিনি চলৎশক্তি রহিত।তিনি অতি দূরে আবার নিকটে।
তিনি সমস্ত জগতের অন্তরে ও বাহিরে সর্বস্থানে পরিব্যাপ্ত।অর্থাৎ তিনি জ্ঞানীগুণীর অতি নিকটে
এবং অজ্ঞানের পক্ষে অতি দূরে।

Address

Mymensingh
Mymensingh
2051

Telephone

+8801780352631

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন্যায়ের বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share