07/10/2025
ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ময়মনসিংহ
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে রাখবো আগলে’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাজু আহমেদ, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী প্রমুখ। এসময় প্রবীণ হিতৈষী সংঘের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। তাই তাদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। # #