22/11/2022
রাস্তাঘাট এ লোক সমাগম কমে এসেছে!!যানবাহন চলছে তার আপন গতিতে,কর্মব্যস্ত মানুষগুলো কর্মের দিকে ঝুকছে!!ওদিকে সংখ্যাগরিষ্ঠ মানুষেরা ব্যস্ত খেল-তামাশা নিয়ে!!এক দৃষ্টিতে চেয়ে আছে খেলার দিকে!!চোখের পলক পড়ছেনা!!ঈমান ও কুফরের লড়াইয়ে সকলেই কুফর নিয়ে ব্যস্ত,ঈমানকে আজ বিক্রি করে দিয়েছে কুফরের কাছে!!
মুফতি মাহমুদুল হাসান জাবেদ হাফি. বলেন,❝এইযে আপনারা গো....ল বলে চিৎকার করে উল্লাস করেন এটা কুফুরি!!❞ ভাবতে পারতেছেন আমরা কোথায় ছুটছি!!একটিবারও চিন্তা করেছেন ভাই?আচ্ছা সৌদি আরব তো হালাল বার খুলেছে তাহলে কি সেটা হালাল হয়ে গেছে?ভাই,একটিবার চিন্তা করুন যে ইহুদি আমাদের নবীদেরকে হত্যা করেছে সেই তাদের জন্য ভালোবাসা বিলিয়ে দিচ্ছি!!আমাদের ঈমান কি এখনো অন্তরে আছে নাকি ঝুলন্ত অবস্থায় রয়েছে!!
ভাই,কোথায় ছুটছেন!!!!আমি যদি এখন মেসি/নেইমারকে কটুক্তি করি আমাকে আপনারা ধুয়ে দিবেন এখনই কিন্তু তারা যখন নবীজী(সা.) কে কটুক্তি করে তখন আমরা কি করি ভাই!!শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলতেন,❝ওরা ইহুদি,ওরা খ্রিষ্টান!!ওরা যখন শুনে তুমি পায়খানায় পড়েছো তখন ওরা উচ্চস্বরে হাসে!!❞ভাই,একটিবার চিন্তা করুন কিসের পিছনে ছুটছেন!!
জানেন ভাই,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন?তিনি(সা.) বলেন,❝দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, আখিরাতে সে তাদেরই সঙ্গী হবে!!❞ ভাবতে পারতেছেন কি বলেছেন আমাদের প্রিয় নবীজী(সা.)!!ভাই আমাদের টনক কবে নড়বে!!আপনি জানেন এই খেলার ব্যাপারে কি ফতোয়া?আমার উস্তায মুফতি ত্বলহা হাফিজাহুল্লাহ বলেন,❝প্রোফেশনাল ক্রিকেট/ফুটবল ইত্যাদি খেলাধুলা হারাম এবং এর উপার্জিত টাকা হারাম!!❞জানেন মুমিন মুসলমান কারা?তারাই মুমিন মুসলমান যারা ফতোয়া অর্থাৎ আল্লাহর বিধান শোনার পর তা সাথে সাথেই মেনে নেয়!!
গত শুক্রবার উস্তায মুফতি আলামিন হাফিজাহুল্লাহ আক্ষেপ করে বলতেছিলেন,❝পতাকাটা(আর্জেন্টিনা/ব্রাজিল.......) যখন লাগাবেন তখন খাড়া করে লাগিয়েন,যাতে ফেরেশতাদের ছবি তুলতে সমস্যা না হয়!!আহ,কত বড় কথা আন্দাজ করতে পারেন!!কিসের পিছনে ছুটছি আমরা ভাই?খেল-তামাশার পিছনে তাইনা!!এরজন্যই আল্লাহ তায়ালা বলেছিলেন,
❝দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া বৈ কিছুই নয়!❞
#লাতাহযান_latahzan_لاتحزن