Sanwar Hossain 2.0

Sanwar Hossain 2.0 Thoughts, stories & lessons from Qur'an & Sunnah. Heart-touching Islamic reminders
Inspiring faith & seeking Allah’s pleasure
A new inspiration every day.

18/08/2025

পুকুর 🫰

আগে 💚
18/08/2025

আগে 💚

💚
18/08/2025

💚

এ মেসেজটা প্রতিটা ক্যাস্পাসে পৌঁছে দিন। ছাত্রছাত্রী ভাই ও বোনেরা! তোমাদের দুইজন সম্মানিত শিক্ষককে প্রকাশ্যে হত্যার হুমকি...
18/08/2025

এ মেসেজটা প্রতিটা ক্যাস্পাসে পৌঁছে দিন।

ছাত্রছাত্রী ভাই ও বোনেরা!

তোমাদের দুইজন সম্মানিত শিক্ষককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে,
বামপন্থীরা সংঘবদ্ধভাবে তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে।

তোমরা চুপ কেন?
প্রতিটা ক্যাস্পাসে কেন প্রতিবাদ হচ্ছে না?
মানববন্ধন, বিক্ষোভ মিছিল - এসব কর্মসূচীর মাধ্যমে তাদের পাশে দাঁড়াও।

মনে রাখবা, অবক্ষয় প্রতিরোধে আমাদের সবার দায়িত্ব আছে।

18/08/2025

ঢাকা শহর 💚

#ঢাকাবাংলাদেশ

Allah 💚
18/08/2025

Allah 💚

💚😇🌺
17/08/2025

💚😇🌺

একজন এলজি টিভি অ্যাকটিভিস্ট ড সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসের কাটা মাথার ছবি একেছে। ক্যাপশনে লিখেছে সে এদের মাথা দিয়ে...
17/08/2025

একজন এলজি টিভি অ্যাকটিভিস্ট ড সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসের কাটা মাথার ছবি একেছে। ক্যাপশনে লিখেছে সে এদের মাথা দিয়ে ফুটবল খেলতে চায়।
ফুটবলপ্রেমী এই লোক নাকি বিশ্ববিদ্যালয়ে সাথে ছুরি নিয়ে ঘোরে। ফেইসবুকে অস্ত্র বানানোর টিউটোরিয়াল জাতীয় পোস্ট দেয়।
এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সেক্যুলাঙ্গাররা কী করলো?
ছাত্র ইউনিয়ন, জোনায়েদ সাকি, আনু মুহাম্মাদ, সামিনা লুৎফারা সবাইঃ
- এলজি টিভি অ্যাক্টিভিস্টের পক্ষে অবস্থান নিল

- মাথা কেটে ফুটবল খেলার ইচ্ছাকে ‘কার্টুন আঁকা’ এবং ‘শিল্পের স্বাধীনতা’ হিসেবে ফ্রেইম করলো

- হুমকির শিকার ড সরোয়ার এবং আসিফ মাহতাবকে উল্টো ক্ষমা চাইতে বললো

- এবং, এই চান্সে এলজি টিভি অধিকারের পক্ষেও বিবৃতি দিয়ে দিলো।
ড সরোয়ার এবং আসিফ মাহতাব উৎস দু’জনই রাষ্ট্রযন্ত্রের ভায়োলেন্স ও নিপীড়নের শিকার। হাসিনার আমলে একজন চাকরি হারিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেলে গেছেন। অন্যজনকে অসংখ্য হুমকি-ধামকি সহ্য করতে হয়েছে। গণঅভ্যুত্থানের সময় যেতে হয়েছে আত্মগোপনে।
পশ্চিমা বিশ্ব আর আন্তর্জাতিক এনজিও-মাফিয়ার সাথে যুক্ত অ্যাক্টিভিস্ট আর সুশীলরা এই মযলুমদের জীবনের হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। যে হুমকি দিচ্ছে তাকে বলছে ভিকটিম। আর যারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন তাদের বলছে ক্ষমা চাইতে।
সেক্যুলাঙ্গারদের অডাসিটির প্রশংসা করতেই হয়। এরা এদের জমিদারি নিয়ে এতোটাই কনফিডেন্ট যে খোলাখুলি হত্যার হুমকি, এবং এলজি-র পক্ষে অবস্থান নিতে এরা দু’বার ভাবে না।
আজ যারা এ ঘটনাটা উপেক্ষা করছেন, কাল তারা আফসোস করবেন। এভাবেই হত্যা ও নির্যাতনের ক্ষেত্র তৈরি হয়। সেক্যুলাঙ্গারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেমন শাপলা থেকে আয়নাঘর পর্যন্ত রক্ত ঝরিয়েছে, এখন তেমনি ব্রেইনওয়াশড, মানসিকভাবে অসুস্থ তরুণদের দিয়ে সহিংসতার ক্ষেত্র তৈরি করছে।
বাংলাদেশের সেক্যুলাঙ্গাররা ইসলামপন্থী জনগোষ্ঠীর জান-মালের ওপর প্রকাশ্য হুমকিকেও বৈধতা দিতে প্রস্তুত। হত্যার-ইচ্ছাকে শিল্প, আর মযলুমকে অপরাধী বানানোই এদের রাজনীতি, সুশীলতা এবং নৈতিকতার প্রকৃত চেহারা।

– আসিফ আদনান 💚

আগের 🫰
17/08/2025

আগের 🫰

Old version 🫰
17/08/2025

Old version 🫰

এই বদমাশটা একজন নারী সাজা পুরুষ। নয়া বাংলাদেশে এদের অনেক পাওয়ার। এরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েও পার পেয়ে যায়। অথচ ফেসব...
17/08/2025

এই বদমাশটা একজন নারী সাজা পুরুষ। নয়া বাংলাদেশে এদের অনেক পাওয়ার। এরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েও পার পেয়ে যায়। অথচ ফেসবুকের একটা পোস্টের কারণে ফারাবির একযুগ কেটে গেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।

ইউনুসের বাংলাদেশে এই নারী সাজা পুরুষের ফেতনা মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। পশ্চাৎ-কামিতার বিরুদ্ধ সবচেয়ে সরব দুই শিক্ষককে টার্গেট করা হচ্ছে।

এলার্মিং।

আজকের সেরা ছবি -----------'🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল...
17/08/2025

আজকের সেরা ছবি -----------
'🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️

দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ

Address

Sherpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanwar Hossain 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share