27/09/2024
শান্তিটা আসলে কোথায়?
স্কুল-কলেজ জীবনে আমরা অনেক কিছু ভেবেছিলাম। কেউ উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল, কেউ তাড়াতাড়ি কিছু করে ফেলার ইচ্ছা। কলেজ জীবন শেষের ৭ বছর শেষ হতে যাচ্ছে , বন্ধুবান্ধব এক এক জন এক একদিকে চলে গেছে। যে বন্ধুরা HSC এর পর আর পড়াশোনা করেনি, তারা কেউ এখন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, বা ভিডিও এডিটিং-এ প্রফেশনাল কাজ করছে। তাদের আয় লাখ টাকা ছাড়িয়ে গেছে। কেউ বিয়ে করে বউ বাচ্চা নিয়ে লাইফটাকে গুছিয়ে নিয়েছো। কেউ কেউ এখনো graduation শেষ করতে পারে নাই। যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে, কেউ ফুলটাইম চাকরির সঙ্গে মাস্টার্স করছে, কেউ চাকরি পাচ্ছে না, কেউ ইউরোপ/ আমেরিকায় পড়াশোনা করছে।
আবার, অনেকের জীবন চলছে মানসিক পেশারে। আবার কেউ পাহাড়-সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, কেউ দিশাহীন।
এই বৈচিত্র্য দেখে মনে হয়, আসলে শান্তি কোথায়?
কয়দিন আগে হুমায়ূন আহমেদের এর আমার আছে জল বইটা পড়লাম।
বইয়ের এক যায়গায় লিখা আছে-
"মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। আজকে যা পেয়ে আনন্দ হয়, কাল তা ফুরিয়ে গেলে আবার নতুন কিছু চাই। এই চক্রে মানুষ সারাজীবন ঘুরপাক খায়।"
লেখাটা পড়ার সময়ই হাইলাইটার দিয়ে মার্ক করে রেখেছিলাম।
এই লাইনটা খুব গভীর একটা সত্যি প্রকাশ করে। শান্তি আমাদের বাহ্যিক চাওয়া-পাওয়ার মধ্যে নেই। এটা একটা অভ্যন্তরীণ অনুভূতি, যা আমরা কখনো বাহ্যিক অর্জনের মধ্য দিয়ে খুঁজে পাই না। আমাদের প্রত্যেকের জীবনের পথ আলাদা, সাফল্যের সংজ্ঞাও আলাদা। শান্তি হয়তো কারো কাছে টাকা-পয়সার ভেতরে, আবার কারো কাছে একটা নির্ভেজাল ছুটির দিনে।
তাই, নিজের ভেতরের সুখ খুঁজে নেয়াই আসল লক্ষ্য হওয়া উচিত। শান্তি না হয় একটা অনুভব, যেটা আমাদের চাহিদা মেটানোর চক্র থেকে বের হয়ে নিজেদের ভেতর থেকেই খুঁজে নিতে হয়।
© Naimul Haque