Nabil online

Nabil online ..

01/07/2025

মোজাহের ভাই 5M #মোজাহেরভাই5mmoment

ঈদের দিন ঘুরতে বের হবার পর নদীর ছবি।
08/06/2025

ঈদের দিন ঘুরতে বের হবার পর নদীর ছবি।

শৈশবের কারা এই গাড়িতে চড়ে বেড়াইচ্ছ। জানাও
03/06/2025

শৈশবের কারা এই গাড়িতে চড়ে বেড়াইচ্ছ। জানাও

27/05/2025

“অপেক্ষা”

শাহীন আর রুবিনার বিয়ে হয়েছিল ভালোবাসা করে। একটা সময় ছিল, যখন ওদের ছোট্ট বাসাটা ছিল হেসে খেলে ভরা। সন্ধ্যা হলে রুবিনা বারান্দায় বসে থাকতো, শাহীন ফিরলেই দুজনে একসাথে চা খেত।

কিন্তু ধীরে ধীরে সময় পাল্টাতে লাগল। শাহীন অফিসের ব্যস্ততায় ডুবে গেল, আর রুবিনা হয়ে উঠল একলা। দিনের পর দিন সে অপেক্ষা করত—একটু কথা, একটু চোখে চোখ রাখার, এক কাপ চায়ের।

একদিন, হঠাৎ রুবিনা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের ভাষায়, “হার্ট প্রোবলেম। বেশি দেরি হলে...!”

শাহীন খুব চমকে উঠেছিল, ছুটে এসেছিল হাসপাতালে। সে রুবিনার হাত ধরে বলেছিল,
– “আমি বুঝতে পারিনি, আমি তো সব করতে চেয়েছিলাম তোমার জন্য।”

রুবিনা শুধু মৃদু হাসলো, বলল,
– “তুমি যা করেছিলে, তা হয়তো সংসারের জন্য ঠিক ছিল। কিন্তু আমি শুধু তোমার সময়টুকু চেয়েছিলাম।”

সেদিন রাতে রুবিনা চিরতরে ঘুমিয়ে গেল।

এরপর থেকে শাহীন প্রতিদিন ঠিক সন্ধ্যায় বারান্দায় এক কাপ চা নিয়ে বসে থাকে—যেমন রুবিনা বসত। কিন্তু এখন তার পাশে কেউ নেই। কেবল নিঃশব্দে বয়ে চলে এক গভীর অনুতাপের সময়।

27/05/2025

কিছু কথা শেয়ার করলাম গল্প টা শেষ পর্যন্ত পড়বে শেষের আনন্দ টা পাবে না।আমি বিড়াল ছানা সিম্বা।আমার একটাই দোষ আমি যেখানে সেখানে পটি পি করি।তাই আমাকে লাঠি জুতো দিয়ে ইচ্ছা মত ভয় দেখাও। কতো ভয়ে ভয়ে আমার পটি করতে হয় সেটা যদি তোমরা জানতে তাহলে আর এমন করতে না।আমিতো বাইরে পটি করতে পারি না কুকুর এর কারণেই। তাই নরম জায়গা বিছানায় পি পটি করি। আমার ভাগ্যরে আমার যদি নিজের একটা টয়লেট বানাতে পারতাম নরম করে তাহলে আর কারো কাছে যেতে হতো না।যাহোক কি আর করা সুযোগ বুঝে কাজ সাড়তে হবে। দিনে পাঁচ বেলা পি পটি করি বেশিতো না।তোমরা কিন্ত এই অপবাদ থেকে বাঁচার একটা পথ দেখিয়ে দেবে কমেন্টস করে।

25/05/2025

আমার মনের মত কিছু বন্ধুর দরকার। যাতে সময়ে অসময়ে কষ্ট গুলো শেয়ার করতে পারি। কে কে আছো আমার মনের মত বন্ধু হবে। কমেন্টস করো প্লিজ ।

সবার কাছে দোয়া চাই  ।আমাদের প্রতিষ্ঠান এর জন্য।
29/07/2023

সবার কাছে দোয়া চাই ।আমাদের প্রতিষ্ঠান এর জন্য।

25/06/2023
19/06/2023
18/06/2023

I AM A FREE FIRE PLAYER. PLEASE SUBSCRIBE MY CHANNEL.

15/06/2023

কেন্দুয়া উপজেলার প্রাকৃতিক দৃশ্য।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabil online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share