
02/04/2025
হামজার সাপ্তাহিক বেতন ৫০ হাজার পাউন্ড। শেফিল্ড ইউনাইটেডে প্রতি সপ্তাহে খেলে বাংলাদেশি প্রায় ৮০ লাখ টাকা পান। এমন একজন টাকার লোভ দেখিয়ে র্যাংকিং এর ১৮৫ নম্বর দেশ যদি নিজেদের হয়ে খেলাতে চায় তাহলে তাদের কত খরচ করতে হবে একবার ভাবুন৷
হামজা বাংলাদেশে আসলেন। প্র্যাকটিস করলেন৷ ভারত গেলেন। ম্যাচও খেললেন। অথচ বাফুফে তাদের কন্ডিশন ক্যাম্পে ডাকা প্রতিটা প্লেয়ারকে ২০ হাজার করে টাকা দিয়েছ। যা হামজা বিমান ভাড়ার থেকেও কম৷
ইতিহাসে হয়তো এই প্রথম সপ্তাহে ৮০ লাখ টাকা কামানো কেউ ২০ হাজার টাকার লোভে ইংল্যান্ড থেকে উড়ে আসলো। তাও আবার বাংলাদেশের হয়ে ফুটবল খেলার জন্য।