
03/05/2025
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এআইএস ডিপার্টমেন্টের ২য় ব্যাচের শিক্ষার্থী রাহাজ হাসান আ/ত্ম/হ/ত্যা করেছে।তার আ/ত্নহ/ত্যা/র চিরকুট।
হায়রে জীবন?একজন মা ,তাঁর আlত্মহ * করা ছেলের নিথর দেহের পাশে বসে প্রশ্ন করছিলেন ... ' বাবা , যার জন্য তুমি এই দুনিয়া ছেড়ে গেলে , সে কি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসতো?
আমি ত ১০ মাস ১০ দিন কস্ট করে এবং তুমারে ছোট থেকে এ পর্যন্ত বড় করলাম কোনো দিন কি অবহেলা করেছি।
👉যারা হারাম অlবৈধ রিলেশন এর জন্য আ/ত্ম/হ/ত্যা করতে চান আপনারা এক বার নিজের মা বাবার কথা চিন্তা করিয়েন।সামান্য কয়েকদিনের পরিচয়ে মেয়ের জন্য জীবন দিতে হয়, দেশে কি মেয়ের অভাব পরছে।
তাছাড়া ধর্মীয় দৃষ্টি কোন থেকে এটা মহা পা*প।মৃ*ত্যুর পর এজন্য কঠিন শাস্তি ভোগ করতেই হবে।
✅অভিবাবকদের বলি আপনার ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেই বিয়ে দিয়ে দিন তাহলে এট লিস্ট হারাম রিলেশনে জড়াবে না এবং মরবেও না।
হয়তো আপনি জানেন আপনার ছেলে মেয়ে সাদু তারা গোপনে গোপনে এমন কাজ করে ফেলবে যা আপনার মান ইজ্জত ধূলিসাৎ করে ফেলবে এবং মাঝে মধ্যে তাদের কে হারাতেও হবে।তাই, অভিভাবক দের বলি প্রাপ্ত বয়স্ক হলে ছাত্র অবস্থায়ই বিয়ে দিয়ে দিন, বিয়ার পরেও তারা পড়াশোনা করতে পারবে।।