চুড়ি পাগলি

চুড়ি পাগলি Assalamu alaikum
Quran is the best medicine for our life❤❤ চুড়ি পড়া আমার দুর্বলতা
চুড়ি আমার সবচেয়ে পছন্দের জিনিস। 🌹🌹😍😍😍
(36)

বাবা মা বলল,বৌ টা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!ছেলের আর টাকা খরচ হবে না।কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের ব...
22/08/2025

বাবা মা বলল,বৌ টা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!
ছেলের আর টাকা খরচ হবে না।

কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে !! সে আমার সব ছিল। তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সবকিছু থেকেও শূন্য হয়ে গেছে

এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি।

ভালোবেসে বিয়ে করেছিলেন বলে,বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনভাবেই এই বিয়ে মেনে নেন নি তার বাবা মা।

উপার্জনের তেমন মজবুত কোন পথ ছিল না বিধায়,ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনেটুনে সংসার করতেন তারা।

স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতেন।

একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারলেন,তার স্ত্রীর ক্যান্সার হয়েছে !!!!

মাথায় যেন আকাশ ভেঙে পরল,এই ভয়ংকর বজ্রপাতের মত কথাটা শুনে!!

একে তো প্রাণপ্রিয় স্ত্রী।
তার উপর নেই কোন উপার্জনের বাহুল্য।
এত ভি আই পি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি?
তবে, যত কষ্ট-ই হোক।স্ত্রী কে চিকিৎসা করতেই হবে!

কি করবেন তিনি??

পাগলের মত ছুটেছেন সব আত্মীয়ের কাছে। কিন্তু কেউ তাকে সাহায্য করে নি।

ডাক্তার বললেন,তার স্ত্রী খুব জোর আড়াই বছর বাঁচতে পারেন,এ কথা জেনে ছেলের বাবা মা একটা পয়সাও দেন নি,

বরং ছেলেকে বলেছেন,মরেই তো যাবে।তাহলে এত পয়সা খরচ করে দরকার কি!!

নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুড়ির মত বিদ্ধ হয়েছে বুকে,

বলেছেন,আড়াইটা বছরও তো তাকে আমি কাছে পাব।এটাই আমার কাছে অনেক!
এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব।তার সাথে কাটানো একটা মুহুর্তও আমার কাছে অনেক দামী!!!

এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই!

অনেক পরিশ্রম করে, স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি।

স্ত্রী দূর্বল হয়ে দিনদিন হাড্ডিসার হয়ে যেতে থাকেন!!

তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া, আয়ু ফুরিয়ে আসা স্ত্রী কে তিনি এতটুকু অযত্ন করেন নি।
বরং পূর্বের তুললাম আরও ভালোবেসেছেন।

খুব করে চেয়েছেন,এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক।তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি।
✌️
কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছু করার নেই!!
হায়াতের উপর মানুষের কোন অধিকার নেই!!

তাই প্রিয়তমা স্ত্রী কে তিনি ধরে রাখতে পারলেন না।
তারই জন্মদিনের দিন, তার স্ত্রী তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল!!

বহুদিন হল, স্ত্রী চলে গেছে। কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসায় গেঁথে আছে সে।

এক মুহূর্তের জন্য, এক রাতের জন্যও স্ত্রী কে ভুলতে পারেন না তিনি !

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন সারারাত,

তার একটাই দুঃখ, তার স্ত্রী যতদিন এ পৃথিবীতে ছিল, ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল,শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য।

আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ। কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার পাশে নেই।

তিনি চান,তার স্ত্রীর নামে একটা এতিমখানা তৈরি করতে।

তিনি কেঁদে কেঁদে বললেন, স্ত্রীর অসুস্থতার সময়,সেই অসহায় মুহূর্তে যাদের দ্বারে দ্বারে দৌঁড়িয়েছি,তাদের সামর্থ্য থাকা সত্বেও তারা কেউ আমাকে সাহায্য করে নি।

স্ত্রী বেশিদিন বাঁচবে না জেনেও নূন্যতম সহানুভূতি টুকুও স্ত্রী কে দেখায় নি।বরং তাচ্ছিল্য করেছে!

আজ তাদের বিপদে আমাকে লাগে!
🙊
কিন্তু আমার অর্থ আজ আর তাদের জন্য ব্যয় করতে চাই না।
আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব। যাতে আমার স্ত্রী এই ওসীলায় পরপারে শান্তিতে থাকতে পারে।
সেখানে যেন তার আর কোন কষ্ট না হয়।
💙🤲
( ভালোবাসা এই জন্যই সুন্দর আমরা কতিপয় মানুষ এটাকে অসুন্দর করে তুলি নিজেদের স্বার্থে.)...
📸কালেক্টেড
#চুড়িপাগলি

     #চুড়িপাগলি
21/08/2025

#চুড়িপাগলি

১৩ বছর পর একটি মাত্র স'ন্তা'ন হয়কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নানের একমাত্র ছেলে ইয়ামিন ১৩ বছর ধৈর্য ধরার পর এই স...
20/08/2025

১৩ বছর পর একটি মাত্র স'ন্তা'ন হয়
কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নানের একমাত্র ছেলে ইয়ামিন ১৩ বছর ধৈর্য ধরার পর এই স'ন্তা'নটা হয় আজকে ২ দিন ধরে ঢাকার বাসাবো থেকে পাওয়া যা'চ্ছে না কে দেখে বাবার দৃ'শ্য আপনাদের আপনজন মনে করে শে'য়া'র ক'রে দিন

Right   #চুড়িপাগলি
18/08/2025

Right
#চুড়িপাগলি

17/08/2025

হয়তো বা স্বপ্ন গুলো হারিয়ে যায় কখনো,
স্মৃতিগুলো মুছে যায়নি কখনো।
আমার এই সময় পেতে তাকে,
নিঃশব্দ এই রাত্রিতে।
শুভরাত্রি

নারিদের শ*ত্রু নারীরাই হয় মেয়েটার বাসা কালিহাতী! মেয়েটা কালিহাতীর এক ছেলের সাথে ৩ বছর প্রেম করার পরে ২ বছর ধ"রে কাবিন আ...
16/08/2025

নারিদের শ*ত্রু নারীরাই হয়
মেয়েটার বাসা কালিহাতী! মেয়েটা কালিহাতীর এক ছেলের সাথে ৩ বছর প্রেম করার পরে ২ বছর ধ"রে কাবিন আর বিয়ে হয়েছে! তাদের এই বিয়ের খবর এলাকার প্রায়ই সবাই জানতো!

কিন্তু ছেলে ও ছেলের মা এই মেয়েকে বাদ রেখেই আরেকজন মেয়েকে পুত্রবধূ করে তাদের ঘরে তুলেছে!
ভিডিওতে দেখলাম, ছেলের বাড়ীতে সেটার প্রতি/বা/দ জানাতে এসেই মেয়েটা শ্বাশুড়ির হা"তে নি/র্যা/ত / ন হয়েছে....
মেয়েটা নিশ্চুপ দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া তার কোনো উপায়ই ছিলো না...
এই যুগে এসেও একজন মহিলা এমন ব্যবহার করতে পারেন এটা বলার বাইরে, কখনো শ্বাশুড়ি মেয়েটার গ*/লা চাপ দিয়ে ধ*/রছে, কখনো বা লা*/ঠি দিয়ে তেড়ে যাচ্ছে!
মেয়েটা ও মেয়েটার পরিবার কোনো উপায় না পেয়ে ছেলের বাড়ী থেকে বের হয়ে আসেন!

প্রথমত, ছেলেটার পরিবার জানে যে তাদের ছেলের আরেকটা বউ আছে তারপরেও আরেকজন মেয়েকে বউ করে ঘরে তোলা অবশ্যই ভুল....
✌️
দ্বিতীয়ত, স্বজ্ঞানে বিয়ে ও কাবিন দুইটাই হইসে, এলাকার বিচারকরাও নাকি এই বিষয়ে অবগত, ধর্মীয়ভাবেও এটা অনুমোদিত তাই মেয়েটাকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া উচিত ছিলো।

তৃতীয়ত, সত্যিই যদি ডকুমেন্টস থেকে থাকে তাহলে ছেলেটার উচিত দুই স্ত্রী নিয়েই সংসার করা!

চতুর্থত, ভিডিওতে যেভাবে দেখলাম মেয়েটার শাশুড়ি মানে ছেলের মা মেয়েটার উপর যা ব্যবহার করছে এমনটা করা উচিত হয়নি বলে মনে করি যদি মেয়েটা ওই সংসারে গিয়েও থাকে তাহলেও মেয়েটা সুখী হতে পারবেন না!
🙊
আর আমাদের সমাজ, মেয়েটার উপর এত কিছু হয়ে যাচ্ছে পাশের লোকগুলো সিনেমা দেখছে!!!
আশা করি কালিহাতি পুলিশ প্রশাসন এটার সুষ্ঠ সমাধান বের করবেন....

( তিতা একটা বাস্তব সত্যি কথা হইলো এই পৃথিবীতে একটি মেয়ে আরেকটি মেয়ের ভালো কখনো চায় না.)...
💙🤲

যাই হোক ৪ সন্তানের জন্য সংসারটা করতেই হবে।মেয়েদের জীবনের মূল্য কি স্বামীর অ.'ত্যাচারে মৃ.’ত্যু?😢নি.’হত কেয়ার দেড় বছরে...
15/08/2025

যাই হোক ৪ সন্তানের জন্য সংসারটা করতেই হবে।মেয়েদের জীবনের মূল্য কি স্বামীর অ.'ত্যাচারে মৃ.’ত্যু?😢নি.’হত কেয়ার দেড় বছরের দুধের শিশু মায়ের কোল ছাড়া থাকেনা😢 ৪ এতিম সন্তান মা মা করে কাঁদছে- মাকে মে.’’রে ফেলেছে বাবা। ফাহমিদা তাহসিন কেয়ার বাবা কাঁদতে কাঁদতে বলে সিফাতের কি ফুটফুটে সন্তানদের জন্য মায়া হলো না। আমার মেয়েটাকে বাঁ.”চতে দিলনা শেষ করে দিল ।“কেয়া আর নেই- স্ত্রীকে খু.’’ন করে শাশুড়িকে ফোন করে পালিয়েছেন স্বামী। ফাহমিদা তাহসিন কেয়ার ৪ টি নিষ্পাপ সন্তান কাঁদছে মায়ের জন্য। রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) এই মৃ.”ত্যু।স্বজনদের অভিযোগ, স্বামী সিফাত আলী (৩০) এই ঘটনা ঘটিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।ফাহমিদা তাহসিন কেয়া পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ৩২২ নম্বর মেট্রো পিলারের উল্টো পাশে ৫৮৩ অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে স্বামী-সন্তান নিয়ে থাকতেন।
#চুড়িপাগলি

সাপ কামড়ালে কি করবেন......!!কোন সাপের বিষ আছে...???বিস্তারিত জানুন.....✅✅ বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে নাচে না।স...
14/08/2025

সাপ কামড়ালে কি করবেন......!!
কোন সাপের বিষ আছে...???

বিস্তারিত জানুন.....✅

✅ বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে নাচে না।
সাপের কান নেই। শোনার জন্য ঘনঘন জিহ্বা বের করতে হয়। সাপ আপনাকে আক্রমণ করবে না। আপনি যদি শব্দ করে হাঁটেন, সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রঙ আলাদা। সেখানে বিশেষ স্নায়ুতন্তু থাকে। মাটির কম্পন বুঝতে পারে। আপনি কত দূরে আছেন, আপনি সাইজে কত বড়, সে বুঝতে পারে। পালিয়ে যায়।

বেলি, হাস্নাহেনার গন্ধে কখনো সাপ আসে না।
কেউ কেউ জীবদ্দশায় বেলি, হাস্নাহেনা, গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো। মনে রাখবেন, সাপের ঘ্রাণশক্তি খুবই দুর্বল। সে গন্ধ পায় না। সুগন্ধি ফুলে পোকামাকড় আকৃষ্ট হয় বেশি। পোকা খেতে ব্যাঙ আসে। ব্যাঙ খেতে মাঝে মাঝে সাপ আসতে পারে। খাবারের পর মানুষের মতো সাপও ক্লান্ত হয়। মানুষ খাবারের পর যেমন আয়েশ করে ঘুমায়, তেমনই সাপও বেলি-হাস্নাহেনার তলায় ঘুমুতে পারে। তবে এসব গাছ যদি বাড়ির ভেতর থাকে, তবে সাপ কম আসে। কারণ মানুষের উপস্থিতি তারা ভয় পায়। তবে বাড়ির সাইডে, ঝোপঝাড়ে এমন গাছ থাকলে সাপ আসা স্বাভাবিক।

একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে দংশন করতে আসবে না।
সাপের স্মৃতিশক্তি খুবই দুর্বল। সাপ বাংলা সিনেমার সর্পরাজ শাকিব খান কিংবা নাগিন মুনমুন নয় যে সঙ্গীহারার প্রতিশোধ নিতে ছুটে আসবে। সাপ নিম্নজাতের প্রাণি। এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছু নেই।
কিন্তু একটা সাপ মারার পর আরেকটা সাপ প্রায়ই একই স্থানে দেখা যায়, কারণ কী?

সিম্পল। মেটিংয়ের সময় তাদের পার্টনার আশেপাশে থাকতেই পারে কিংবা আশেপাশে গর্ত থাকলে তার বাচ্চাকাচ্চা কিংবা আরও সাপ উঠে আসতেই পারে। সে প্রতিশোধ নিতে আসেনি, বরং ভুল করে গর্ত থেকে চলে এসেছে।

“ছোট সাপের বিষ নাই” কথাটা ভুল।
সাপের বাচ্চাও সাপ। কেঁচোর সমান একটা কেউটের কামড়ে আমার চোখের সামনে এক রোগীকে টানা ২৪ ঘণ্টা জীবনের সাথে ফাইট করতে হয়েছে। আইসিইউতে আমরা তিন ডাক্তার তার পাশে ২৪ ঘণ্টা লড়েছিলাম।

আর্টিফিশিয়াল ভেন্টিলেশন থেকে শুরু করে একাধিকবার অ্যান্টিভেনম দিয়েছি। সে সুস্থ হয়ে বাড়িতে গেছে। যাবার আগে আমাদের গালিগালাজ করে গেছে। আমরা নাকি তাকে অনেক দামি ওষুধ দিয়েছি! সে জানে না, এক ডোজ অ্যান্টিভেনমের দাম ১০ হাজার টাকা।
লজিক্যালি, লোকটার দোষ নেই। সে ছিল জেলে। দিনে হয়তো এক-দেড়শ টাকা তার ইনকাম।
রাতে যারা বাজার থেকে অন্ধকারে ঘরে ফেরে তাদের এবং জেলেদের সাপ বেশি কাটে।
জেলেরা বর্ষায় রাতে আইল, বরশি ফেলে, জাল ফেলে মাছ ধরে। নদী বা নালায় মাঝ ধরে। সাপ শুকনো ভেবে সেখানে থাকে। কামড় দেয়।

সিনেমা বলে, সাপ দুধ খায়। গরুর দুধ খেতে গোলাঘরে হানা দেয়। ভুল কথা।
এসব সাপ ক্ষেতের ব্যাঙ-পোকামাকড় খায়। কালো রঙের দাড়াশ সাপ দেখি, এরা আমাদের উপকার করে। ফসল বাঁচায়। এদের না মারা উত্তম।

সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায় কথাটা ভুল।
ভুলেও এই কাজ করবেন না। ব্লেড দিয়ে কাটলে বিষকে রক্তের সাথে নিজহাতে মিশিয়ে দিলেন।

দংশন করা সাপকে উল্টোকামড় দিলে বিষ ফেরত চলে যায় এটাও ভুল।
পায়ে কাটলে বিষ সেখানে। আপনার মুখের দাঁতে তো বিষ নেই। কীভাবে ফেরত দেবেন?
সাপের বিষ তার দাঁতে থাকে না। সে যখন কামড় দেয়, তার মুখের পেশিগুলো টানটান হয়ে যায়। দাঁতের কাছেই থাকে বিষগ্রন্থি। সেখান থেকে বিষ দাঁত বেয়ে শরীরে প্রবেশ করে।

শক্ত করে বাঁধলে বিষ ছড়াতে পারে না এই ধারণাও ভুল।
আপনি নিজেই নিশ্চিত নন সাপটা বিষধর ছিল কি না, তাহলে শক্ত করে বাঁধবেন কেন?
অনেক ডাক্তার সাপে কাটার পর বাঁধতে নিষেধ করেন। কারণ এতে হিতে বিপরীত হয়।
ফুটবলের অ্যাংলেট পায়ে দিলে যেমন আটসাট হয়ে থাকে, তেমনভাবে গামছা বা শার্ট বা শাড়ি দিয়ে দংশনের কিছু উপরে পেঁচিয়ে নিতে পারেন। বাঁধন অবশ্যই ঢিলা রাখবেন দুটো আঙুল ঢুকে যাবে এমনভাবে।
আবার খুব ঢিলাও না। ২০ মিনিট পরপর খুলে আবার লাগাতে পারেন।
ভুলেও লোহার তার, সুতলি, কারেন্টের তার বা অন্য সরু জিনিস দিয়ে বাঁধবেন না। এতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে পচন শুরু হবে। হয়তো আপনাকে বিষধর সাপ কাটেইনি, অথচ আপনি ভয়ে গিট্টু দিয়ে হাত-পা পঁচিয়ে পঙ্গু হয়ে গেলেন। কেমন হবে?

সাপ কাটলে আংটি, চুড়ি, ব্রেসলেট খুলে ফেলবেন।
কারণ কিছু সাপের বিষে হাত-পা ফুলে যেতে পারে। ফলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে পঁচন হতে পারে।

সাপ কখন দংশন করে?
১। মুখোমুখি হলে। পালাতে না পারলে ভয় পেয়ে কামড় দেয়।
২। বর্ষায় গর্তে পানি উঠে গেলে। তখন শুকনো জায়গায় আসে ক্ষেতের আইল, রাস্তা, তোশকের তলা, বালিশের তলা, আলনা, কাঠের স্তূপে।
৩। অন্ধকারে তার শরীরে পা পড়লে।
৪। ইঁদুরের গর্তে পা রাখলে বা সেখানে বসলে।
(বাচ্চাদের গর্তে প্রস্রাব না করতে শেখান)

বাংলাদেশে ৮০ প্রজাতির সাপ আছে। মাত্র ২৭টি বিষাক্ত। অধিকাংশই সামুদ্রিক। স্থলভাগে মাত্র ৫/৬টি।
যেমন:

গোখরা

কালকেউটে

শঙ্খচূড়

চন্দ্রবোড়া

সাপে কাটলে বুঝবেন কীভাবে?

সরাসরি সাপ দেখলে।

বিষদাঁতের চিহ্ন থাকলে।

নিউরোটক্সিন হলে ঝিমঝিম, ঝাঁপসা দেখা, চোখ বন্ধ হয়ে আসা, জিহ্বা-শ্বাসনালী ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, বমি ইত্যাদি।

চন্দ্রবোড়া হলে রক্তবমি, পায়খানায় রক্ত, ক্ষতস্থানে রক্তপাত, ফুলে যাওয়া, ফোস্কা, কালচে হওয়া।

কিছু সাপে হার্ট অ্যাটাক হয়।

নির্বিষ সাপে কামড়েও মানুষ মারা যায় ভয় পেয়ে হার্ট অ্যাটাকে।

চিকিৎসা:

ঘাবড়াবেন না।

দংশনের স্থান ধুয়ে ফেলুন।

নাড়াচাড়া করবেন না।

ব্লেড, অ্যাসিড, মরিচ, তেল, তাবিজ কিছু ব্যবহার করবেন না।

সাপ চিনলে ডাক্তারকে জানান।

ওঝার কাছে যাবেন না।

এক সেকেন্ডও সময় নষ্ট না করে সরকারি হাসপাতালে যান।

রাসেল ভাইপার বাদে সব বিষধর সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে আছে।

সাপ নিরীহ প্রাণি। মেরে ফেলবেন না।
স্নেক রেসকিউয়ারকে জানান। ওঝারা সাপ মেরে তেল বানায় যা বিভ্রান্তিকর চিকিৎসায় ব্যবহৃত হয়।

কার্বলিক অ্যাসিডে সাপ পালায় না।
সাপের ঘ্রাণশক্তি দুর্বল। টোটকা ভুলে যান।

সতর্কতা:

খড়, লাকড়ি, বালিশ, তোশক, আলনা — সব আগে শব্দ করে নিন।

বাড়ির পাশে ঝোপঝাড় কেটে ফেলুন।

ইঁদুরের গর্ত ভরাট করুন।

গ্রামের মানুষদের জানা জরুরি
#চুড়িপাগলি

ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এ...
10/08/2025

ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!

এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ, এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে শিশুরা।

বাবা-মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়, প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ আপনার শক্তিই আপনার সন্তানের সাহস। আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।

অসুস্থ শিশুর সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে, কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।

তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না, অল্প অল্প করে বারবার দিন।
বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।

ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:

হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা, চোখ, পিঠ, জয়েন্ট)
মাথা ঘোরা, দুর্বল লাগা
রক্তচাপ কমে যাওয়া
জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে

কি করবেন? করণীয় ও পরামর্শ:

খাবারে যা রাখবেন:

ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
চিনি পরিহার করুন

ব্যথা ও জ্বর কমাতে:

ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
গরম পানির সেঁক বা ম্যাসাজ
আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়

জ্বরের পর শরীর ব্যথা কমাতে:

গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বারবার জ্বর আসছে,
রক্তচাপ খুব কমে যাচ্ছে,
খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,
হৃদস্পন্দনে অস্বাভাবিকতা

মনে রাখবেন:
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।©

আপনজন বা আশেপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে তাকে সচেতন করুন।
#চুড়িপাগলি

ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলা...
10/08/2025

ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।

শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে!
#চুড়িপাগলি

একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ? তার উত্তরটা খুবই মজার ছিল তাও সত্য... -বিয়ে করে সর্বপ...
09/08/2025

একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ?
তার উত্তরটা খুবই মজার ছিল তাও সত্য...

-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!
-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)
-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি! #চুড়িপাগলি

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when চুড়ি পাগলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share