Silentツ

Silentツ আমার এই Silentツ পেইজের বেশিরভাগ পোস্ট সংগ্রহ করা। আমার পেইজের পোস্ট নিয়ে যদি কোন সমস্যা থাকে ইনবক্সে এ knock দিবেন.. পোস্ট ডিলিট করে দিবো..

like, comment,shere দিয়ে পাশেই থাকবেন.. এই পেইজ কোনদিন sell হবে না কেউ প্রতারিত হবে না...🌸🖤
ধন্যবাদ.🫶

06/07/2025

এমন একটা বউ তো আমিও ডিজার্ভ করি ভাই🥹

ঘটনা মাস দুয়েক আগে ঘটা আমার বড় বোন নাইট ডিউটি থেকে ফিরেই অনেক বেশি ডিপ্রেসড। জিজ্ঞেস করলাম কি হইছে বলল কাটা আটকেছে প্র...
06/07/2025

ঘটনা মাস দুয়েক আগে ঘটা আমার বড় বোন নাইট ডিউটি থেকে ফিরেই অনেক বেশি ডিপ্রেসড। জিজ্ঞেস করলাম কি হইছে বলল কাটা আটকেছে প্রায় ৭ দিন আগে রোগী ভর্তি হয়েছে ৭ দিন পর সেটাও আবার খুব বাজে লেভেলের ইনফেকশন নিয়ে। রোগীর বয়স বেশি না ২০। আগামীকাল অর্থাৎ আজকেই রোগীর অপারেশন হবে বলা হলো। রোগী ঠিক মত কথা বলতে পারছে না একটু কথা বললে কাশে শুধু আর প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে। ঐদিন আপুর নাইট ডিউটি ছিল নার্সেস রুমের সাথে সেই রোগীর বেড। যতবার কাশে শোনা যাচ্ছিলো। আপু গিয়ে জিজ্ঞেস করলো এতদিন পর কেউ আসে? কাটা যেইদিন আটকেছে পরেরদিন অন্তত আসতেন। ভাঙ্গা ভাঙ্গা গলায় বললো আপা যেদিন কাটা আটকেছে আমি ঐদিনই আমার স্বামীকে শাশুড়ীকে বলেছি কিন্তু তারা বলে এমনি চলে যাবে কোনো গুরুত্ব দিচ্ছিল না। ৫ দিন পর গলা ব্যথায় শেষ একদম থাকা যাচ্ছে না তবুও বলতেছে সবাই যে আমাদেরও হয় এই সবে কিছু হয় না। বারবার বললাম একটু হাসপাতাল নিয়ে চলো কেউ এলো না। আমার কোলের একটা বাচ্চা আছে ওরে নিয়ে আমি একাই এই সব চিনি না গ্রাম থেকে এতদূরে আসবো কিভাবে। পরের দিন আব্বাকে লুকে লুকে কল দিই আব্বা শোনা মাত্র দৌড়ে এসে বলল আব্বা নিয়ে আসবে মেডিক্যালে কিন্তু আমাকে শশুরবাড়ি থেকে ছাড়া হচ্চিল না। মানে আসতে দেবেই না। আব্বা কান্না করে জোর করে একপ্রকার নিয়ে আসছে। এই সব কথা বলার মাঝে রোগীর অনেক কষ্ট হচ্ছিলো কারণ কাশ হচ্চিল বারবার আর ব্যথা। রোগীর সাথে তার বাচ্চা আর বাবা ছিল। আপু ভেবেছে পরের দিন অপারেশন ঠিক হয়ে যাবে এই সব বলে শান্তনা দিল। রোগীর শ্বাস নিতেও সমস্যা হচ্চিল কারণ গলা ফুলে উঠেছে এর কারণে শ্বাসনালীর অনেকটা ব্লক হয়ে গিয়েছে। গভীর রাতে রোগীর অবস্থা একদম খারাপ হতে লাগলো মানে এত খারাপ যে পরেরদিন অপারেশনের সময় অব্দি পাওয়া গেলো না। রোগী দুনিয়া ত্যাগ করলো। বয়স কত মেয়েটার? আর কি এমন হইছে? গলায় কাঁটায় তো বেঁধে গিয়েছিল। আহামরি তো কিছু হয়নি। এই সব ভাবতে ভাবতে আমার বোন ৭ দিনের মতো ওই একটা বিষয় ভুলতেই পারেনি। মানে যার সাথে একটু আগে সুখ দুঃখের কথা শুনলো সে এভাবে চলে গেলো? পরের দিন স্বামীর বাড়ির সবাই এলেও কারো মধ্যে তেমন কোনো অনুশোচনা বোধ ছিল না। মেয়ের বাড়ির লোক বিশেষ করে বাবা শুধু পাগলের মত কান্না করে যাচ্ছিলো।

#ভাইরাল

05/07/2025

99 problems 1 solution ❤️🥀

05/07/2025

সব পরিক্ষা তো ভালোই হয়, কিন্তু রেজাল্টই খারাপ হয়🙂

04/07/2025

এই নাচ দেখে বিয়ে ভেঙ্গে দিলেন বরের বাবা।🙂

04/07/2025

Speechless..!!😅😅
স্বামীকে কিডনি দিয়েও টিক`লো না সংসার!!😌🥺©️ বিষাক্ত আবেগ

03/07/2025

Game Celebrate 2025 🫶😊

21/04/2025

মহিলা হোস্টেলে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেয়ে কট খেলো আমার বন্ধু কুদ্দুস 😂
#কট

21/04/2025

জীবনে শেষ প্রযন্ত এরকম মানুষটি চাই 💗

21/04/2025

মানুষ কতটা নিচে নামবে নিজের বউ দিয়ে এমন ব্যাবসা করাবে ভাই🙄
দুনিয়াতে লজ্জা সরম বলতে আর কিছু নাই🤔

21/04/2025

ক্লাস করিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এমন দৃশ্য, খুবই দুঃখজনক। দেখে মর্মাহত হয়েছি। যখন দেখেছি আমার মতো পাঞ্জাবি, টুপি পরা। লেবাস দেখে আমাদের কওমী মাদ্রাসা সন্তানের মতো লাগে, সঙ্গে সঙ্গে তার কাছে যেয়ে পরিচয়, কোথায় পড়াশোনা করে ইত্যাদি খোঁজ খবর নেই।

সে একটা মাদ্রাসায় পড়ে। ফজরের পর থেকে ৯ টা পর্যন্ত এবং ঈশারের পর রাত যতক্ষণ মনে চায় রিকশা চালিয়ে নিজের খরচ ও পরিবারের জন্য খরচ পাঠায়। এক ভাই, তিন বোন। মা- বাবা বেঁচে আছেন। এমন দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারলাম না!

©খাইরুল বাসার কাটখালী

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Silentツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silentツ:

Share

Category