মুক্ত মেজাজシ︎

মুক্ত মেজাজシ︎ আমার রব নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন ☝️🌸

29/07/2025

টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়া সেই জ্যোতি কে মৃত্যু উদ্ধার করে ফায়ার সার্ভিস.!!

গতকালের এই ঘটনা শুনে আমি হতবাক! এই পৃথিবীতে বিশ্বাস করবে কাকে নিজের আপন ছোট ভাই এমন কাজ করতে পারলো..? বাহ! এই জাতি সব কর...
16/07/2025

গতকালের এই ঘটনা শুনে আমি হতবাক! এই পৃথিবীতে বিশ্বাস করবে কাকে নিজের আপন ছোট ভাই এমন কাজ করতে পারলো..?

বাহ! এই জাতি সব করতে পারে।

দুইটা সন্তান। মেয়েটা বড়, বয়স ছয় আর ছোট ছেলেটার বয়স মাত্র দুই। সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে সেই নেত্রকোনার কেন্দুয়ার প্রত্যন্ত গ্রাম থেকে স্ত্রী সন্তানদের নিয়ে ভালুকা চলে আসেন রফিকুল। একটি স্পিনিং মিলে শুরু করেন কাজ। নিয়েছেন দুই রুমের ছোট্ট একটা বাসা৷ ভালোই যাচ্ছিলো দিন। কিন্তু ছোট ভাইটার জন্য মন কাঁদে রফিকুলের। ছোট ভাই নজরুল দুই বছরের বেশি সময় ধরে জেল খাটছে জয়দেবপুর থানার একটি হ*ত্যা মামলায়।

বড় ভাই রফিকুল ৪০ হাজার টাকা ঋণ করে ছোটভাইয়ের জামিনের ব্যবস্থা করেন। নিজের ভাড়া বাসায় একটি কক্ষ ছেড়ে দিয়ে থাকতে দেন ছোট ভাইটাকে। রিকশা চালাচ্ছিলো সে। কদিন ধরে বলছিলো একটু বেশি করে কামাই করতে, সংসার যে চলে না তাই...

রোববার রাতে নাইট ডিউটিতে চলে যায় রফিকুল। রাত ১০ টার দিকে নজরুলের মোবাইলে কল দিয়ে স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলেন তিনি।

সকাল ৯ টা। কারখানা থেকে বাসায় ফেরেন রফিকুল। এ কি বাসা কেন তালাবদ্ধ। সবাই কোথায়। ডাকাডাকি করছে রফিকুল। কারো কোনো সাড়াশব্দ নেই। তালা ভেঙে ঢুকেন ভেতরে। তিনজন বিছানায় শুয়ে আছে। কম্বল দিয়ে পুরো শরীর ঢাকা। একটা অংশ তুলতেন মেয়ের গ-লাকা-টা লা*শ। স্তব্ধ হয়ে যান রফিকুল।

এ দৃশ্য দেখেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন মা-ছেলে-মেয়ে তিনজনকেই গ*লা কেটে হ*ত্যা করা হয়েছে। এদিকে পালিয়েছে সেই ছোটভাই নজরুল। যাকে আগলে রাখতে চেয়েছিলেন রফিকুল। সে-ই সব তছনছ করে পালিয়ে গেছে।

রফিকুল কাঁদছে, চোখের পানি শুকিয়ে গেছে। তবুও তার বুকফাটা কান্না থামছে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে।
এক রাতের মধ্যেই ঝড়ে উঠে গেছে তারসব স্বপ্ন।
যাদের জন্য জীবনটা ছিলো, তারা এখন আর নেই.......

©️ Md. Obaidul Haque ভাই।

15/07/2025

মিটফোর্ডের পর এবার রংপুরে এক দোকানদারকে, নিজ বাসার উঠনে ফেলে, পূর্ব শত্রুতার জের ধরে
স/ন্ত্রা/সীর একজন বুকের উপর বসে চেপে ধরেছে, বাকিরা নির্মমভাবে মারতে মারতে মে/রে ফে/লছে।

14/07/2025

ভালুকায় ভাড়া বাসায় মা সন্তানসহ তিন জনকে জবাই করে হত্যা।
তারা কেন্দুয়া উপজেলার বাসিন্দা ছিল।

আমি ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি।সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠিকভাবে পড়তেও পারছ...
18/06/2025

আমি ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি।
সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠিকভাবে পড়তেও পারছে।।।
তারপর উনি আমাকে এইটাও বললেন যে আমাকে কি কি পরীক্ষা দিয়েছে ডাক্তার।।।
তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম মামা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? সে বললো মামা আমার ডিপার্টমেন্ট তো ছিলো ফার্মেসী।।
তারপর আমি বল্লাম কোন ভার্সিটি মামা সে বলে এখন কি আর ভার্সিটি দিয়া লাভ আসে মামা🙂
এই কথা বলে একটা সুন্দর হাসি দিয়ে লোকটা রিক্সা নিয়ে চলে গেলেন🙂 💔
- Ratish Saha.

টমেটো বেচতে না পেরে, অভাবে খালা দিন দিন শুকায় যাইতেছে
11/05/2025

টমেটো বেচতে না পেরে, অভাবে খালা দিন দিন শুকায় যাইতেছে

মেয়ের হাতে বাবা খু*ন হওয়ার ঘটনা।একেতো মেয়েটি বাম দ্বিতীয়ত, সে একজন লে*স*বি*য়ান (তার দেওয়া স্বীকারোক্তি)সাবলেটের নামে পা...
10/05/2025

মেয়ের হাতে বাবা খু*ন হওয়ার ঘটনা।
একেতো মেয়েটি বাম
দ্বিতীয়ত, সে একজন লে*স*বি*য়ান (তার দেওয়া স্বীকারোক্তি)
সাবলেটের নামে পাশের রুমেই তার সঙ্গী নিয়ে অ*নৈ*তিক কাজ করতো মেয়েটি।
এতে বাধা দিলে,
বাবাকে ঘুমের ঔষধ খাইয়ে ছু*রি*কা*ঘা*ত করে নির্মমভাবে হ*ত্যা করে মেয়েটি।
এবং বাবাকে ধ*র্ষ*ক হিসেবে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
পুলিশের জিজ্ঞেসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য🌺
এর আগেও নিজের বাবাকে ধ*র্ষ*ক বলে অভিযোগ করে অনেকদিন জেল খাটায় সে,
আদলত অভিযোগের প্রমান না পাওয়ায় তাকে জামিন দেয়🌺

"ঐ*শি নামে এক মা*দ*কা*স*ক্ত মেয়ের হাতে আপন মা বাপ খু*নে*র ঘটনা মনে আছে🌺
দয়াকরে দায় দেওয়ার আগে অন্তত কিছু সময় অপেক্ষা করুন🍁
ছেলে মেয়ে বড় হওয়ার আগে অন্তত নুন্যতম ধর্মীয় শিক্ষা দিন!
মনে রাখবেন,পৃথিবীর কোন ধর্ম মানুষকে খারাপ এবং সহিংসতা শেখায়না😭😭
@কপি পোস্ট....

ধ'র্মে  নিষেধ না থাকলে ৬০-৭০ টাকার দ'ড়ি কেনার সাধ্য আমারও ছিলো! 🖤
02/05/2025

ধ'র্মে নিষেধ না থাকলে ৬০-৭০ টাকার দ'ড়ি কেনার সাধ্য আমারও ছিলো! 🖤

01/05/2025

পহেলা মে — বিশ্ব শ্রমিক দিবসে হৃদয়ের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।
শ্রমই উন্নয়নের বুনিয়াদ, শ্রমিকই সভ্যতার নির্মাতা। তাদের ঘামে ভেজা হাতেই গড়ে ওঠে কারখানা, সড়ক, অট্টালিকা আর সুন্দরের স্বপ্ন।
শ্রমিকের মূল্য অপরিসীম — কারণ তাদের পরিশ্রম ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। তাই শ্রমের সম্মান এবং শ্রমিকের অধিকার রক্ষাই হোক আমাদের অঙ্গীকার।
আসুন, আজকের এই দিনে আমরা আরও একবার স্মরণ করি, শ্রমিকের মর্যাদা রক্ষা করাই জাতির গৌরব।
শুভ হোক বিশ্ব শ্রমিক দিবস, শক্তিশালী হোক শ্রমের প্রতি আমাদের শ্রদ্ধা।

30/04/2025

📢 সতর্ক বার্তা⚠️⚠️
বর্তমানে বৈশাখ মাসের বৈরি আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানি ঘটছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আপনাদের সকলের প্রতি অনুরোধ:

✅মেঘের গর্জন বা বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

✅খোলা মাঠ, ধানক্ষেত, জলাশয় বা উঁচু গাছের নিচে অবস্থান করবেন না।

✅বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন এবং ধাতব বস্তু স্পর্শ করবেন না।

✅ঘরের ভিতরে থাকলে দরজা-জানালা বন্ধ রাখুন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন।

✅বৃষ্টির মধ্যে ভিজে বা ছাতা নিয়ে হাঁটবেন না, বিশেষ করে ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না।

✅গবাদিপশু রাখলে তাদেরও নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন।

নিজে সতর্ক থাকুন, পরিবার ও আশেপাশের সবাইকে সতর্ক করুন।
একটি সতর্কতা বাঁচাতে পারে একটি জীবন।

কৃষ্ণচূড়ার লালে লাল কিশোরগঞ্জ মুক্তমঞ্চ
26/04/2025

কৃষ্ণচূড়ার লালে লাল কিশোরগঞ্জ মুক্তমঞ্চ

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when মুক্ত মেজাজシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category