Md Suhag

Md Suhag Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Suhag, Digital creator, Mymensingh.
(1)

আমার এই ছোট্ট পেইজে সকলকে স্বাগতম❤️পেইজটি ভাল লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন 🙏🙏সবাইকে পাশে থেকে পেইজে লাইক, কমেন্ট এবং শেয়ার দেয়ার অনুরোধ রইলো❤️❤️❤️ ভালবাসা অবিরাম❤️🇧🇩❤️

Insistant Mr. Noodles.  I made noodles
20/07/2025

Insistant Mr. Noodles. I made noodles

20/07/2025

📣📣আসুন প্রানের স্পন্দনে ফিরে যাই শৈশবে,এই শ্লোগানকে সামনে রেখে রেজিষ্ট্রেশন নিশ্চিত করে অনুষ্ঠানে অংশগ্রহণ করি।সকলের অংশগ্রহণের মাধ্যমে পূর্নতা পাবে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই মিলনমেলা ২০২৫(সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর)।

ইতিমধ্যে আমরা অনেকগুলো খুশির সংবাদ পেয়েছি আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের স্কুলের সভাপতি মহোদয় মো:জাহাঙ্গীর আলম ও আমাদের পূর্নমিলনী বাস্তবায়ন কমিটির প্রধান শ্রী পিযূষ চন্দ্র সূত্রধর মাধ্যমে।ইতিমধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেশবরেণ্য সঙ্গীত শিল্পী বেবী নাজনীন আপা এর সাথে স্বাক্ষর করেছেন আমাদের আয়োজক কমিটি।আমি অন্তরের অন্তস্থল হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ ফুলবাড়িয়া উপজেলার সবচেয়ে বৃহৎ আয়োজন হবে ইনশাআল্লাহ।
আমি আল আমিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১৯৬৬ সাল হতে বর্তমান ২০২৫ সালের সকল ছাত্রছাত্রীদের বিনীত অনুরোধ করছি রেজিষ্ট্রেশন নিশ্চিত করার জন্য।

রেজিষ্ট্রেশন জন্য যোগাযোগ করুণ
১/শ্রী পিযূষ চন্দ্র সূত্রধর 01716-412964 বিকাশ
২/শ্রী প্রদীপ চন্দ্র পাল 01758838486 নগদ
৩/মোঃ রবিউল আউয়াল 01919531817 রকেট

রেজিষ্ট্রেশন ফি
শিক্ষার্থীদের জন্য ১০২০ টাকা এবং গেস্ট প্রতিজনের জন্য ৫১০ টাকা।

19/07/2025

আলহামদুলিল্লাহ আগাী ২৬শে ডিসেম্বর ২০২৫ই রোজ শুক্রবার আমাদের আল-আমিন উচ্চবিদ্যালয়ে এই প্রথম প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীর অনুষ্ঠান হতে যাচ্ছে।

18/07/2025

পাবলিক প্রাইভেট ভাই ভাই সৈরাচারের ঠাঁই নাই

18/07/2025

যে পিআর পদ্ধতি বুঝে না সে রাজনিতি করে কিভাবে??

১৮ জুলাই আবু সাঈদ দিবস উপলক্ষে সকল অপারেটর গ্রাহকরা ১ জিবি ইন্টারনেট  ফ্রী পাবেন। ফ্রী ইন্টারনেট পেতে নিম্নোক্ত নাম্বারে...
17/07/2025

১৮ জুলাই আবু সাঈদ দিবস উপলক্ষে সকল অপারেটর গ্রাহকরা ১ জিবি ইন্টারনেট ফ্রী পাবেন। ফ্রী ইন্টারনেট পেতে নিম্নোক্ত নাম্বারে ডায়াল করুন।

17/07/2025

শুভ সকাল

নোয়াখালীর ভয়াবহ বন্যার সময় একটি হরিণশিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর উত্তাল স্রোতের অপর পারে আটকে পড়ে, ছোট্ট ও দুর্বল...
16/07/2025

নোয়াখালীর ভয়াবহ বন্যার সময় একটি হরিণশিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর উত্তাল স্রোতের অপর পারে আটকে পড়ে, ছোট্ট ও দুর্বল হরিণছানার বেঁচে থাকার কোনো উপায় ছিল না।
এমন সময় বেলায় নামের এক কিশোর নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে ছুটে যায় হরিণছানাকে বাঁচাতে।

এক মুহূর্তও দেরি না করে বেলায় ঝাঁপ দেয় ফুলে ওঠা নদীতে, কখনো কখনো প্রবল স্রোতে বেলায় পুরোপুরি তলিয়ে যায়, শুধু হাতটাই দেখা যাচ্ছিল—যে হাতে সে চার পা একসাথে ধরে রেখেছিল হরিণ ছানাটিকে। অবশেষে নিজের জীবন বাজি রেখে সে ফিরে আসে নিরাপদে এবং হরিণছানাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

এই কাজে মাধ্যমে বুঝা যায় যে সত্যিকারের নায়ক হতে বয়স বা অবস্থানের প্রয়োজন নেই -প্রয়োজন শুধু সাহস ও দয়ার মন।

16/07/2025

গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় আ,লীগ নিঃশেষ হয়ে যায়নি। প্রশাসন তাদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে এটা এনসিপি দেখিয়ে দিলো।

এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেইমেয়েটির বাবা-মার কথা ভাবছি। নিশ্চয় বুকে জমানোসবটুকু আবেগ, ভালোবাস...
16/07/2025

এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই
মেয়েটির বাবা-মার কথা ভাবছি। নিশ্চয় বুকে জমানো
সবটুকু আবেগ, ভালোবাসা ও মমতা দিয়ে তারা মেয়েটিকে
বড় করছিলেন।
ছোটবেলায় মেয়েটি যখন জ্বরে পড়েছে, বাবা-মার অসংখ্য
নির্ঘুম রাত নিশ্চয় মেয়ের শিয়রে বসে কেটেছে। মেয়েটি
কোনো কিছু পাওয়ার আব্দার করলে বাবা-মা হয়তো হৃদয়
উজাড় করে তা দেয়ার চেষ্টা করেছেন। নিজেদের কষ্টার্জিত
উপার্জন নিশ্চয় তারা ব্যয় করেছেন মেয়েটির সুস্থ-সবল ও
হাসি-আনন্দে বেড়ে ওঠার জন্য। নিজেদের চেয়ে মেয়েকে
অগ্রাধিকার দিয়েছেন সবকিছুতে।
মেয়ে বাবা-মার চক্ষু শীতলকারী সন্তান হবে— আর দশজন
বাবা-মার মতো এমন স্বপ্ন তারাও নিশ্চয়ই লালন করতেন।
কিন্তু কে জানত, জীবনের মাঝপথে এসে ডানাভাঙা পাখি
মতো তাদের সকল আশা লুটিয়ে পড়বে মাটিতে!
সন্তানের করা মামলায় সেই বাবা-মাকে যখন জনাকীর্ণ
আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, অসংখ্য মিডিয়ার
সামনে তীর্যক গলায় মেয়েটি যখন বাবা-মাকে ক্রিমিনাল বলছিল, তাদের মনের অবস্থা কেমন হয়েছিল? নিশ্চয় তারা
বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। বড় বেশি মায়া হচ্ছে ওই হতবাক
বাবা-মার জন্য।
আমরা প্রায় সকলেই ছোটবেলায় মা-বাবার শাসনের মধ্য
দিয়ে বড় হয়েছি। এই পরিণত বয়সে এসে সেসব দৃশ্য যখন
চোখের সামনে ভেসে ওঠে, বাবা-মায়ের প্রতি শ্রদ্ধায় নুয়ে
পড়ে হৃদয়, চক্ষু হয়ে ওঠে অশ্রুসজল।
তাদের সেসব আদরমাখা শাসনই আমাদের আজকের
সাফল্যের সিঁড়ি। আজ এই মুহূর্তে একটি কথা বড় বেশি মনে
হচ্ছে, তাদের শাসন ছিল অন্যদের আদরের চেয়েও
মূল্যবান, জীবনের পথ নির্দেশক।
আজকাল প্রায়ই সন্তানরা আমাদের স্বপ্নভঙ্গ করছে। এর
দায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের, মা-বাবাদের। পশ্চিমা
সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক বেশি বস্তুবাদী,
ভোগবাদী, আত্মকেন্দ্রীক ও ক্যারিয়ারিস্ট হয়ে উঠছি।
সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ঈমান, আত্মপরিচয়, ধর্মীয় ও
সামাজিক মূল্যবোধকে আমরা উপেক্ষা করছি। সন্তানের
ক্যারিয়ার, ইহজাগতিক সাফল্যই আমাদের কাছে হয়ে
উঠছে প্রধান অর্জন।
ফলে একটা সময় আমাদের সন্তানরা হয়ে উঠছে
স্বেচ্ছাচারী, উশৃঙ্খল, বেপরোয়া। যার সর্বশেষ পরিণতি
আমরা দেখলাম, অধিকার খর্বের অভিযোগে বাবা-মার
বিরুদ্ধে সন্তানের মামলা। এটাই বোধহয় সতর্কতার কফিনে
শেষ পেরেকা
এরপরও যদি আমরা না শুধরাই, পড়াশোনার পাশাপাশি
সন্তানকে আত্মপরিচয় ও মূল্যবোধ না শেখাই, তবে
আফসোস, হতাশা ও স্বপ্নভঙ্গের বেদনাই হবে আমাদের
চিরসাথী।
সেই দুর্দিন আসার আগেই আসুন সচেতন হই।

Address

Mymensingh

Telephone

+8801997303078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Suhag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Suhag:

Share