Biddut

Biddut Islamic gojol

28/09/2024

প্রিয় নবী হযরত মোহাম্মদ (স) কে ব্যঙ্গ করার কারণে আমাদের ইউনিয়ন থেকে মিছিল ভের হয়ছি


24/09/2024
16/04/2024

তীব্র গরম হলো জাহান্নামের নিঃশ্বাস এই সময়ে তোমরা বেশি বেশি সালাত আদায় করো 🥰🤲

(বুখারী,হাদীস : ৩২৬০/৫৩৯)

22/11/2023

আমার মরন আসিবো কেও তো যানে নাহ 😭😭

22/11/2023

রাসূল (সাঃ) বলেছেনঃ
“হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে।
তখন তা দুধের চেয়েও সাদা ছিল।
পরবর্তীতে আদম সন্তানের পাপ
তাকে কালো করে দিয়েছে”

(তিরমিযী ৮৭৭)

20/11/2023

" হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!' 🖤🌸

19/09/2023

islamic countries

21/08/2023

⭕ গুরুত্বপূর্ণ শিক্ষনীয় পোস্ট 👇

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন।তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায় ।
তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!
একদিন তারা ঘুরতে বের হল । কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল । হোটেলে এসে দেখে লিফ্ট অফ!
তারা চিন্তায় পড়ে গেলেন , কিভাবে ৭৫ তলায় হেঁটে উঠবে!
পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!
তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !
এরপর আরেক জন
গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !
এখন কি করা যায়,,,
তারপর তৃতীয় জন,গান ,গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়,তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে!

তারা যখন দরজা খুলতে চাইলো,দুর্ভাগ্য ক্রমে দেখা গেল ,চাবিটা রিসেপশনে রেখে আসছে !

তবে এখনকি আর সম্ভব ! নিচে গিয়ে চাবি নিয়ে আসা,,
এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো,
যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে😭

⭕ নোটঃ (নামাজের গুরুত্ব বোঝাতে গল্পটি ক্রিয়েট করা এবং ছবি সংগৃহীত)

তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি!!
মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, (আমিন)

জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো নামাজ,,,
(সহিহ মুসলিম হাদিস নং ২৬৩)

28/01/2023

চলেন না নামাজ কায়েম করি।🥰

Address

Mymensingh

Telephone

+8801408589403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biddut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biddut:

Share