Singer Md Ashraful

Singer Md Ashraful এই চ্যানেলে নতুন নতুন ক্লাসিক্যাল সুরের নতুন নতুন ফোক গান পরিবেশিত হয়ে থাকে। এতএব চ্যানেলটি ঘুরে দেখার জন্য গান অনুরাগীদের আমন্ত্রণ রইল । ধন্যবাদ।
(7)

25/11/2025

।।পাথরে পাথর ঘষিয়া আগুন জ্বলে দাউ দিয়া।। শিল্পী-আশরাফুল।। কথা ও সুর এম ডি আশরাফুল।।
#মিউজিক #ফোক #গান #বাউল

25/11/2025

।।পাথরে পাথর ঘষিয়া আগুন জ্বলে দাউ দিয়া।। এম ডি আশরাফুল।। M D Ashraful ll #মিউজিক #গান #বাউলগান

বিবেক আব্দুল জব্বারের গান।। ভালবাসার সুখ হয়নারে।।ভালবাসার সুখ হয়না রেচিতার আগুনে পুড়েএই মনেরে বুঝাই বল কি করে।। ভালবাসা ...
20/11/2025

বিবেক আব্দুল জব্বারের গান
।। ভালবাসার সুখ হয়নারে।।

ভালবাসার সুখ হয়না রে
চিতার আগুনে পুড়ে
এই মনেরে বুঝাই বল কি করে।।

ভালবাসা করেছিলাম
আপন জানিয়া
সে আমারে দু:খ দিল
পর নানুষ ভাবিয়া।।
পরে জানে পরের ব্যাদন
জানেনা আপনারে।।
এই মনেরে বুঝাই বল কি করে।।

যে আগুনে পুড়িল মন
নিভানো বিষম দায়
জল দিলে কি নিভে আগুন
মরি শুধু হায়রে গায়।।
চিতার আগুন চিতায় জ্বলে
আজ কেন মনের ঘরে।।
মনেরে বুঝাই বল কি করে।।

ভালবেসে কেউ সুখী হয়
কেউ দু:খের সাগরে
আমি বড় দু:খের দু:খী
হৃদ-পিন্জিরার মাঝারে।।
দেখলাম ঘুরে জগত জুড়ে
বলে আব্দুল জব্বারে।।
এই মনেরে বুঝাই বল কি করে।।

কথা ও সুর :
বিবেক আব্দুল জব্বার

বিবেক জব্বারের গানআষারিয়া ভাসা পানিরেপানি ধরিল উজানীউজান গেল ভাইটাল গেলমনমাঝি আসেনিআষারিয়া পানি।।। ও মাঝি ভাই---আষাঢ় মাই...
19/11/2025

বিবেক জব্বারের গান

আষারিয়া ভাসা পানিরে
পানি ধরিল উজানী
উজান গেল ভাইটাল গেল
মনমাঝি আসেনি
আষারিয়া পানি।।।

ও মাঝি ভাই---
আষাঢ় মাইসা আষারি গান
গায়রে সবাই জানি।।
ভাটি গাঙ্গে নাও ভাসাইয়া
ভাইটাল সুরে টানি।।
আষারিয়া পানি
উজান গেল ভাইটাল গেল
মনমাঝি আসেনি।।

ও মাঝি ভাই----
ঘাটের মাঝি নাইরে ঘাটে
নাই ঘাটের তুরণী।।
ঝড় তোফানে কাল নাশিনী
করিল বেইমানি।।
আষারিয়া পানি
উজান গেল ভাইটাল গেল
মনমাঝি আসেনি।।

ও মাঝি ভাই----
পাড় ঘাটাতে জব্বারে কয়
নাই সাথী সঙ্গীনি।।
আপন মানুষ নাইরে যাহার
কাঁন্দন চিরদিনী।।
আষারিয়া পানি
উজান গেল ভাইটাল গেল
মনমাঝি আসেনি।।

কথা ও সুর :
বিবেক আব্দুল জব্বার
কেন্দুয়া - নেত্রকোণা

বিবেক জব্বারের গানএ পাড় আর ঐ পাড়মাঝখানে শুধু সাঁতারজীবন নদীর কুলে বসিজান্না একদিন হবে সাররে মন আমার।। সুখের আশায় বেঁধেছি...
19/11/2025

বিবেক জব্বারের গান

এ পাড় আর ঐ পাড়
মাঝখানে শুধু সাঁতার
জীবন নদীর কুলে বসি
জান্না একদিন হবে সার
রে মন আমার।।

সুখের আশায় বেঁধেছি ঘর
ভাঙ্গে শুধু কালেরী ঝড়।।
অন্তর কাঁপে তরতর
অন্তর কাঁপে ---
তরতর আমার।।
কান্না একদিন হবে সার
রে মন আমার।।

পাড় ঘাটাতে বাঁধা তরি
মাঝি কজন পাল তুলে ছাড়ি।।
আমি কি আর পেতে পারি
পেতে পারি---
পাড়ের পাড়াপাড়।।
কান্না একদিন হবে সার
রে মন আমার।।

আব্দুল জব্বার ভেবে বলে
কামনা বাসনা দয়াল তোমার কুলে।।
কুল রেখগো জলে স্থলে
জলে স্থলে---
এিভুবন ধরার ।।
কান্না একদিন হবে সার
রে মন আমার।।

কথা ও সুর :
বিবেক আব্দুল জব্বার।।

11/11/2025

।।পোষা ময়না পোষ মানেনা।। শিল্পী গীতিকার ও সুরকার : এম ডি আশরাফুল।। Ashraful Folk Song ll এম ডি আশরাফুলের ফোক গান।। #মিউজিক

09/11/2025

ফোক গান ।।পিঞ্জিরার পাখিটা উড়ে গেলে আর ফিরে আসেনা।। কথা ও সুর : এম ডি আশরাফুল।।
#ভাইরালভিডিওシ #গান #ফোকগান #বাউলগান #ভাইরালগান

29/10/2025

।। পিরিতে মানেনা রে জাতিকুল।। শিল্পী ও গীতিকার - এম ডি আশরাফুল ।।

29/10/2025

।।বৈদেশীয়া বন্ধুরে আমার নিঠুরিয়া বন্ধুরে ।। আমার নিজের লেখা গানের short video ll Sibger and Lyric এম ডি আশরাফুল । #বাউল #মিউজিক

29/10/2025

বৈঠকে বসে গানের মিউজিক বাজালাম। #মিউজিক #বাউল

Address

Kendua
Dhaka Division
2480

Alerts

Be the first to know and let us send you an email when Singer Md Ashraful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singer Md Ashraful:

Share