Lukman Hossain

Lukman Hossain ‘হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)

30/08/2025

বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার জন্য কার্যকরী দোয়া | মুফতি ওমর ফারুক সন্দিপী |

29/08/2025

হুজুরের নিজ মাদ্রাসায় সেরা বয়ান দিলেন
মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

26/08/2025
ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে 🖤
26/08/2025

ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে 🖤

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।ম...
25/08/2025

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।
মুসলিম, হাদিস : ৭২৫

25/08/2025

কথায় কথায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, বলা মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে!

21/08/2025

আজ থেকে অল্প কয়েক দিনের মধ্যেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে মিলিয়ে নিবেন।
🌸ইনশাআল্লাহ🌸

13/08/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
> "বান্দা ও কুফরীর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা।"

সহীহ মুসলিম, হাদীস নং ১৪৯

12/08/2025

পরিবর্তন হোন শুধু আল্লাহ'র জন্য।

09/08/2025

রিজিক বৃদ্ধি করতে চাইলে
বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন।

09/08/2025

যদি প্রিয়জনদের থেকে দূরত্ব হৃদয়কে আঘাত করে, তবে আল্লাহর থেকে দূরত্ব হৃদয়কে মেরে ফেলে।

স্বামী প্রচুর পরিমাণে আমাকে ভালবাসে। আমার জীবনের সকল অপূর্ণ স্বপ্নগুলোকে পুরণ করে দেওয়ার জন্য, তিনি সর্বোচ্চভাবে চেষ্টা...
09/08/2025

স্বামী প্রচুর পরিমাণে আমাকে ভালবাসে। আমার জীবনের সকল অপূর্ণ স্বপ্নগুলোকে পুরণ করে দেওয়ার জন্য, তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করে এবং বাস্তবায়িত করে।

বিয়ের পূর্বে ভাবতাম স্বামী আমার জীবনের স্বাধীনতা ও পথের কাঁটা হয়ে দাঁড়াবে! বিয়ের পর এমন একজন স্বামীকে পেয়ে আমি ধন্য। আমার জীবনে কোন অভিযোগ নেই, নেই কোন দুঃখ মান অভিমান এমন একজন জীবন সাথী পেয়ে।

স্বামীর এ প্রশংসা গুলো বান্ধবীদের মহলে আলোচনা করেছিলাম। আর সেখানে বান্ধবীরা খুব কৌতূহল ভাবে তাকিয়ে, আমার কথাগুলো অপলক দৃষ্টিতে শ্রবণ করতে ছিল।

অতপর সেদিন থেকে সপ্তাহের রং পরিবর্তন না হতে স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছিল। বদ নজর কতটা ভয়ংকর ভাবে কাজ করতে পারে।

সেটা আমি ওই দিনের পর থেকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতে সক্ষম হইলাম। অতপর স্বামী স্ত্রী সম্মিলিতভাবে রুকিয়ার মাধ্যমে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে পূর্বের অবস্থা ফিরিয়ে দেন।

ঐ দিনের পর থেকে স্বামী কিংবা নিজের ব্যক্তিগত জীবনের কোন গুনাগুন কারো নিকট প্রকাশ করি না। জীবনের ডায়েরি থেকে শো অফ শব্দটি মুছে দিয়েছি...

[[সংগৃহীত]]

Address

Phulpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Lukman Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lukman Hossain:

Share