TalkTrack

TalkTrack Turning my dreams into reality, one step at a time.

���

19/06/2025

১। প্রিয়জনের কাছে #মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক #সম্মানের।

২। যদি বুঝতে পারেন, কেউ হতাশায় ভুগছে, তাকে #জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কী বলতে চায়, সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ #মন দিয়ে শুনুক।

৩। কাউকে অকারণে #কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে #ঘুরে বেড়াচ্ছেন—সে হয়তো প্রতিবাদ করবে না। কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়াটা #সঠিক সময়ে করে নেবে।

৪। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে #গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।

৫। যা হাতছাড়া হয়ে গেছে, তা নিয়ে কখনো #আফসোস করবেন না।

৬। বয়স, #শিক্ষা, পদ বা পদবির দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না। তাহলে আপনি-ই ছোট হয়ে যাবেন।

৭। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা #অহংকারী হবেন না। কারণ, সময় যখন বদলায়, উত্তাল সাগরও শুকিয়ে #মরুভূমি হয়ে যায়।

৮। সমালোচনাকারীদের সঙ্গে #যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে #উন্নত করুন—তারা এমনিতেই চুপ হয়ে যাবে।

৯। গাধার সঙ্গে #তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ধর্মগ্রন্থের বোঝা চাপালেও গাধা গাধাই থাকে।

১০। ভুল জায়গায় আত্মত্যাগ (sacrifice) আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা (compromise) আপনাকে না দেবে #সুখ, না দেবে সফলতা।

১১। আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে—যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।

১২। মানুষ সিংহের #প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।

১৩। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব #ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।

১৪। জীবন মানেই গাড়ি, বাড়ি বা ভালো বেতনের #চাকরি নয়। আপনি জানাশোনা অনেককেই পাবেন, যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ—কিন্তু ঠিকই ভালো #বেতনের চাকরি পেয়ে গেছে।

১৫। #সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে, সন্তানকেই #সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের #শ্রেষ্ঠ সম্পদ।

১৬। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো—আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলত এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন #পর্যন্ত মেটাতে পারবেন। যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন, ঠিক ততদিনই আপনি তাদের কাছে #গুরুত্ব পাবেন। অর্থাৎ, যদিও অপ্রিয়, তবুও সত্য—“প্রয়োজনেই #প্রিয়জন।”

তাই মানুষ চিনতে শিখুন। প্রয়োজনে একা বাঁচুন, তবুও নিজে ভালো থাকুন। মনে রাখবেন, একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়—কিন্তু কেউ #মরে যায় না।

লেখক📝𝑅𝐼𝒴𝒜𝒟卝ভাইシ

সে ডুবে যাচ্ছিল।আর কেউ খেয়ালই করেনি…কেউই না—শুধু সে নিজে ছাড়া।ঘটনাটা ২০২২ সালের জুন মাসের,বিশ্ব চ্যাম্পিয়নশিপে, হাঙ্গেরি...
12/06/2025

সে ডুবে যাচ্ছিল।
আর কেউ খেয়ালই করেনি…
কেউই না—শুধু সে নিজে ছাড়া।

ঘটনাটা ২০২২ সালের জুন মাসের,
বিশ্ব চ্যাম্পিয়নশিপে, হাঙ্গেরির বুদাপেস্টে।
অ্যানিতা আলভারেজ—একজন আমেরিকান আর্টিস্টিক সাঁতারু, মেক্সিকান বংশোদ্ভূত।
অসাধারণ এক পারফরম্যান্স করছিলেন তিনি—
একদম নিখুঁত।

কিন্তু পারফরম্যান্স শেষে…
তিনি আর ওপরে উঠলেন না।

তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
দেহটা কিছুক্ষণ পানির ওপর ভেসে ছিল।
তারপর ধীরে ধীরে তলিয়ে যেতে লাগল—
পানির একদম গভীরে।

দর্শকরা কিছু টের পায়নি।
বিচারকরাও না।
সবাই হাততালি দিচ্ছিল।

কিন্তু তার কোচ, আন্দ্রেয়া ফুয়েন্তেস বুঝতে পেরেছিলেন।
তিনি অ্যানিতাকে চেনেন—
জানেন, কত সময়ের মধ্যে অ্যানিতা ওপরে ওঠে।

তার ভেতরটা কেঁপে উঠেছিল—
তিনি বুঝে গিয়েছিলেন, কিছু একটা খুব ভুল হচ্ছে।

একটুও চিন্তা না করে,
তিনি ঝাঁপিয়ে পড়েন।
সোজা পানিতে। পুরো পোশাক পরা অবস্থায়, এমনকি জুতা পরে।

তিনি গভীরে গিয়ে অ্যানিতার কোমর ধরে তুলে আনেন।
তার জীবন বাঁচান।

এই গল্পটা আমাকে ভাবতে বাধ্য করেছে…

কে তোমাকে এতটা চেনে—
যে তোমার হাসির আড়ালে লুকানো কষ্টটা দেখতে পায়?
যে ঠিক সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে,
যখন তুমি আর নিজে ভেসে থাকতে পারছো না?

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—

তুমি কি এমন একজন মানুষ?
তুমি কি তোমার প্রিয়জনদের জীবনে এতটাই সচেতনভাবে উপস্থিত,
যে তারা কখন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে,
তা তুমি বুঝতে পারো?

নাকি তুমিও শুধু একজন দর্শক—
হাততালি দাও, কিন্তু খেয়াল করো না—
ভেতরে ভেতরে তারা হয়তো ভেঙে পড়ছে?

এই জীবনে আমাদের সবার দরকার এমন একজন—
যে শুধু দেখে না,
যে মন দিয়ে খেয়াল করে।
যে বোঝে, কখন তুমি আর পারছো না—
আর তখন, সাহস নিয়ে ঝাঁপ দেয়…
তোমাকে বাঁচাতে।

11/06/2025

তুমি ভাবছো..!😥
আমি বদলে গিয়েছি! আমি বদলাইনি, আগের মতোই আছি! শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি! আর তোমাকে নিয়ে গড়ে উঠা ছোট্ট ছোট্ট অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভিতরে.!😔

সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি! এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে নাহ্.!😓

যে না বলা কথাগুলো তোমাকে বলবো বলে জমিয়ে ছিলাম হৃদয়ের কোণে, সেগুলো এখন কেবল পুরনো ডায়েরির পাতায় বেঁচে থাকে! ভেবোনা অভিমান করেছি শুধু বোঝার জায়গাটুকু এখন আর খুঁজে পাই নাহ্.!😥

আমি এখনো বিরহে কাতর! ভালোবাসায় নরম অনুভবে ভরা সেই আগের মানুষটাই! শুধু তোমার কাছে হারিয়ে ফেলেছি নিজেকে খোলার সাহসটা.!😔💔🥀

সুন্দর এই ব্যাগ গুলো পেয়ে যাবেন আমার পেজে।খুবই রিজেনেবল প্রাইজ এ।তাই আর দেরি কেন।
05/10/2022

সুন্দর এই ব্যাগ গুলো পেয়ে যাবেন আমার পেজে।

খুবই রিজেনেবল প্রাইজ এ।

তাই আর দেরি কেন।

শীত তো এসেই পড়লো। তাই প্রস্তুতি হোক আগে থেকেই❤️❤️❤️Baby blanket 0-1 year
03/10/2022

শীত তো এসেই পড়লো।
তাই প্রস্তুতি হোক আগে থেকেই❤️❤️❤️
Baby blanket
0-1 year

Diomond jorjet with sequence and embroidery work kaftan body free size long 46  all colours make kora ache druto deliver...
03/10/2022

Diomond jorjet with sequence and embroidery work kaftan body free size long 46 all colours make kora ache druto delivery hobe.
❤️❤️❤️

Now in stock Please inbox
03/10/2022

Now in stock

Please inbox

Cape gown  Full setDubai cherry fabricSize 52 54 56Note: সাথে হিজাব হবেTime 3/5
03/10/2022

Cape gown
Full set
Dubai cherry fabric
Size 52 54 56

Note: সাথে হিজাব হবে

Time 3/5

ঈদের পর ঘুরতে যাবেন। সুন্দর এই জামদানী থ্রি পিস গুলো এর জন্যই।খুবই আরামদায়ক এবং দাম হাতের নাগালই।
11/05/2022

ঈদের পর ঘুরতে যাবেন।
সুন্দর এই জামদানী থ্রি পিস গুলো এর জন্যই।
খুবই আরামদায়ক এবং দাম হাতের নাগালই।

আসসালামু আলাইকুম ❤️❤️❤️প্রচন্ড এই গরমে সবাই অতিষ্ট। তাই এই গরমে দরকার আরামদায়ক কাপড় আর তার সাথে স্টাইলিস কিছু। তাই আমরা ...
15/04/2022

আসসালামু আলাইকুম ❤️❤️❤️
প্রচন্ড এই গরমে সবাই অতিষ্ট। তাই এই গরমে দরকার আরামদায়ক কাপড় আর তার সাথে স্টাইলিস কিছু।
তাই আমরা আপনাদের জন্যে নিয়ে এলাম এই ওয়ান পিস গুলো। দেখতে যেমন সুন্দর পড়তেও আরাম। আর প্রাইজ ও খুব রিজেনেবল। তাই এখনি নিয়ে নেন আপনার বা প্রিয়জনের জন্য।
❤️❤️❤️

30/03/2022

আসসালামু আলাইকুম ❤️❤️❤️
আপনাদের মনের মতো একটি পেইজ সাজিয়ে নিয়ে এলাম আপনাদের জন্য। এখানে পেয়ে যাবেন আপনাদের মনের মতো থ্রি- পিস।এবার নিজেকে সাজিয়ে নিন নিজের মতো করে। আপনারা সাথে থাকলে
আপনাদের জন্য আরও রুচিশীল প্রডাক্ট নিয়ে আসবো।
ধন্যবাদ।সবাই পাশে থাকবেন।দোয়া করবেন।
❤️❤️❤️

30/03/2022

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when TalkTrack posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share