Shoheb Sabbir

Shoheb Sabbir একটি ভালো বই একশটি ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান💝

যারা ইউটিউবে ভিডিও মেক করেন তাদের অনেকেই এডসেন্স ভেরিফিকেশন ইস্যু তে পরেন, অনেক সময় বার বার ভুল হওয়ায় আর ভেরিফাই এর অপশন...
18/09/2025

যারা ইউটিউবে ভিডিও মেক করেন তাদের অনেকেই এডসেন্স ভেরিফিকেশন ইস্যু তে পরেন, অনেক সময় বার বার ভুল হওয়ায় আর ভেরিফাই এর অপশন থাকেনা, রেসেন্টলি এই সমস্যায় পড়েছিলেন Hamida Chowdhury Vlog এর ওনার হামিদা চৌধুরি।

উনার সমস্যা টি সমাধান করে ভেরিফিকেশন কমপ্লিট করা হল। এই নিয়ে ভিডিও শিগ্রই আসবে।

ঘুড়া ফেরা না করলে মন ভালো থাকেনা🥰
13/09/2025

ঘুড়া ফেরা না করলে মন ভালো থাকেনা🥰

ঢাকা যাচ্ছিলাম, যাওয়ার পথে পুলিশ কাকার নামাজ পড়ার ব্যাপার টা খুব ভালো লাগল, মাশা-আল্লাহ। তাই শেয়ার দিলাম, কারন গাড়ি লম্ব...
11/09/2025

ঢাকা যাচ্ছিলাম, যাওয়ার পথে পুলিশ কাকার নামাজ পড়ার ব্যাপার টা খুব ভালো লাগল, মাশা-আল্লাহ। তাই শেয়ার দিলাম, কারন গাড়ি লম্বা সময় যাত্রা করবে বিরতিহীন।

বাইক এক্সিডেন্ট করে এবার যতটা ব্যাথাই ভুগেছি তার চেয়ে বেশি অবাক হয়েছি, এন্টিবায়োটিক নিয়ে। এন্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে আ...
09/09/2025

বাইক এক্সিডেন্ট করে এবার যতটা ব্যাথাই ভুগেছি তার চেয়ে বেশি অবাক হয়েছি, এন্টিবায়োটিক নিয়ে। এন্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে আমি কিছুটা সতর্ক থাকি। তাই সব সময় চেষ্টা করি কিছুটা গুগল করে নেওয়ার।

কিছুদিন আগে হাইওয়েতে সি এন জির সাথে বাইক এক্সিডেন্ট করে হাটূতে মারাত্তক ব্যাথা পায়, পায়ের কিছু অংশ ছিলে যায়। যে জায়গায় এক্সিডেন্ট করি তার সামনেই একটা ফার্মেসি ছিল। মানুষ জন ধরে ফার্মেসি পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে ড্রেসিং করে চারটা ট্যাবলেট দিল, ১টা গ্যাস এর ট্যাবলেট, ১টা এন্টিবায়োটিক একটা ব্যাথার আরেকটা কিসের নাম ভেরিয়েন্ট কিছুই বুঝা যাচ্ছিলনা।

আমার আবার অই দিন এক্সাম ছিল, তাই গ্যাস এর টা খেয়ে নেই বাকিগুলো পরে খাব বলে সাথে নিয়ে নেই। ব্যাথা কমার জন্য সম্বভত শক্তিশালি একটা ট্যাবলেট দিছিল, সিংগেল ট্যাবলেট নাম অর্ধেক ছিলনা, ভেরিয়েন্ট কিছুটা বুঝা যাচ্ছিল, চ্যাক দিয়ে বুঝলাম সার্জারি করে সম্ভবত ব্যাথা কমার জন্য এটা দিয়ে থাকে। পরে এটা খেয়ে নিছিলাম, ব্যাথা সহ্য হচ্ছিলনা। আরেক টা যেটার নাম পড়তে পারতেছিলাম না সেটা আর এন্টিবায়োটিক খাইনাই।

এখান যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম, আমাকে যে এন্টিবায়োটিক দেয় নাম হচ্ছে সেফিক্সিম ২০০ সরকারি ওষুধ, যেটা আমার মনে আছে হসপিটাল থেকে একবার নিছিলাম অন্য কোনো রোগের জন্য। এখন আমার মনে প্রশ্ন হাসপাতালে গেলে প্রায় ই এন্টিবায়োটিক পাওয়া যায়না আর এগুলোর দাম ও অনেক হয়ে থাকে, সেখানে সরকারি ওষুধ লোকাল ফার্মেসি তে কিভাবে আসল!

এন্টিবায়োটিক খেলে এর কোর্স সম্পন্ন করতে হয় নাহলে সমস্যা হয়, তাই অবাক হলাম যে ফার্মেসি আমাকে ১ পিস এন্টিবায়োটিক দিছে! যদিও আমি খাইনি, এর পর প্রায় ১ঘন্টা রেস্ট নিয়ে বাইক রেখে অন্য গাড়ীতে করে এক্সাম দিয়ে চলে আসি, যদিও আমার এখানে একটা ভুল ছিল, সরাসরি হাসপাতালে যাওয়া উচিত ছিল কিন্তু এক্সামের জন্য এক্সাম দিছি পরে অই ব্যাথার ওষুধ এমন ভাবে ব্যাথা কমাইছে মনে হচ্ছিলো ঠিক আছি, তাই আর যাওয়ার চিন্তা মাথায় আসেনি।

অইদিন রাতে বাজার থেকে বলে ব্যাথার ট্যাবলেট ক্লোফেনাক আনি কারন বুঝতেছিলাম ভালো ব্যাথা পাইছি রাতের পর আরো বাড়বে, ট্যাবলেট খাওয়ার পর টানা দুই তিন দিন কোনো ব্যাথায় বুজিনাই।

বিপত্তি বাজে এর পর, ট্যাবলেট খাওয়া বাদ দেওয়ার পর চরম ভাবে ব্যাথা বাড়তে থাকে সেই সাথে যেই যায়গা গুলো ছিলে গেছিলো সেগুলা আর শুকাচ্ছিলনা কিন্তু বস্টির মত হওয়া শুরু হচ্ছিল যেখানে ভিতরে সমস্যা বুজাই যাচ্ছিল, তাই চিন্তায় পরে যাচ্ছিলাম। এন্টিবায়োটিক হয়ত লাগবেই।

তাই হাসপাতালে যাই ডাক্তার দেখায়, অখানে ডাক্তার ফ্লোক্সোসিলিন ২৫০ দেয় ৬ ঘন্টা পর পর ৭ দিন, সাথে জিংক / আর ব্যাথার কথা বলার পর ক্লোফেনাক নিতে নিষেধ করে এবং ব্যাথা করলে প্যারাসিটামল খেতে বলে। এরপর মাংনা ওষুধ নিতে যায়, যা হওয়ার কথা সরকারি হাসপাতালে এন্টিবায়োটিক নাই। প্যারাসিটামল আর আয়রন ট্যাবলেট এর পাতা ধরায় দেয়।

এরপর ফার্মেসি তে যায় এন্টিবায়োটিক কিনতে, ফ্লোক্সাসিলিন ২৫০ শুনে যেন আকাশ থেকে পরল, আমাকে বলতেছে আমার শরীরের জন্য বলে ৫০০ ধরকার, সেখানে ২৫০ কেন! পরে বুঝতে পারলাম কেউ যদি ফার্মেসি থেকে নিতে আসে তাহলে নিশ্চয় তারা ফ্লোক্সাসিলিন ৫০০ ধরায় দেয়। যায়হোক এরপর আমি ২৫০ টায় নেই যেহেতু ডাক্তার দিছে জেনে বুজেই দিছে।

বিপত্তি এখানে আরেক জায়গায় সেইম ভ্যারিয়েন্ট এর ওষুধ আলাদা কম্পানির আলাদা দাম, তফাদ টাও অনেক, এ নিয়ে আর কিছু বললাম না। এক কম্পানির ওষুধ ৫ দিনের নিয়ে আসলাম।

এরপর ৫ দিন পর, অন্য এক জায়গায় ছিলাম অখানের এক ফার্মেসি থেকে ওষুধ কিনতে যায়, অই ফার্মেসি থেকে শুনেও অভাক আমার শরিরের জন্য ২৫০ কি করে দেয়! অবশ্যই ৫০০ অর্থাৎ পাওয়ার উলা এন্টীবায়োটিক দরকার। বুঝলাম তারাও নিশ্চয় এটা দেয় কারন আমাদের দেশে মানুষ হাসপাতাল থেকে ফার্মেসি তে যায় বেশি।

আমার ছিলে যাওয়া অংশ গুলো ধির গতিতে শুকাচ্ছিল মনে হচ্ছিল,তবে শুকাইছে। ত এই পোস্ট লিখার কারন, সংবাদ মাধ্যমে পড়ে দেখলাম আমাদের দেশে এন্টিবায়োটিক অনেকের শরিরে কাজ কম করার কারন ভুল এন্টীবায়োটিক আর কোর্স সম্পন্ন না করা।

আমার কথা হল, আমার জন্য যেটুক যথেষ্ট সেইটুক ওষুধ ই নেওয়া উচিত, দেশে ভুল ভাবে এন্টিবায়োটীক নেওয়ার কারনেই হয়ত বা কম পাওয়ার এন্টিবায়োটিক ঠিক ভাবে কাজ করেনা। এ ব্যাপারে অনেক ডাক্তার রা কথা বলেন ফেইসবুকে যেন ফার্মেসি এন্টিবায়োটিক রেজিস্টার্ড ডাক্তার এর প্রেসক্রিপশন ছাড়া না দেয়, কিন্তু এমন দেশে আছি মনে হয়না এটা আদো বাস্তবায়ন হবে। আমাদের সবার এন্টীবায়োটিক এর ব্যাপারে সতর্ক থাকা উচিত।

বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা, নেপাল❤️Device: Samsung S21Photo Credit: Shuvro Neel
03/09/2025

বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা, নেপাল❤️

Device: Samsung S21
Photo Credit: Shuvro Neel

মহাসড়কে অটো রিক্সা বন্ধ চাইসড়ক, মহাসড়কে যদি আর অটো রিক্সা চলে তাহলে আমরা রেজিস্ট্রার্ড গাড়ি ও যানবাহন মালিক আগামী সম...
02/09/2025

মহাসড়কে অটো রিক্সা বন্ধ চাই

সড়ক, মহাসড়কে যদি আর অটো রিক্সা চলে তাহলে আমরা রেজিস্ট্রার্ড গাড়ি ও যানবাহন মালিক আগামী সময় থেকে আর যানবাহনের AIT / ট্যাক্স দিব না ।

তিন চাকার গাড়ির ভুলে এক্সিডেন্ট করে আজ দুই সপ্তাহ ধরে অসুস্থ হয়ে আছি🥲 এদের না আছে হাইওয়ে তে গাড়ি চালানোর কমন সেন্স, না আছে ড্রাইভিং দক্ষতা।

সকল নিবন্ধিত যানবাহন চালকদের হাশ ট্যাগ দিয়ে পোষ্ট করুন।





22/08/2025

হঠাৎ করে সবার ফোনের Dial Pad পরিবর্তন হয়ে গেছে, তবে আইফোন ইউসার ব্যাতিত😂

21/08/2025

তিন চাকা গাড়ি হতে বাইকার ভাইরা সাবধানে থাকবেন🥲 আজ সিএনজি আমাকে পাস করে গিয়ে কিছুটা সামনেই রাস্তায় হুট করে কোনো প্রকার সিগন্যাল না দিয়ে বামে চাপে, দ্রুত ব্রেক ধরেও লাভ হয়নি কারণ বৃষ্টি তে হার্ড ব্রেক হয়নি, কয়েক সেকেন্ডের মাঝে বাইক সি এন জি তে লেগে যায়। এতে ছিটকে গিয়ে রাস্তার সাইডে পড়ে যায়, হাত পা ছিলে গেছে।

আমার বাইকের গতি এভারেজ ৬০+ থাকে, আজ হালকা বৃষ্টি থাকায় আর বাইকে পিলিয়ন থাকায় তখন ৪০+ এ চালাচ্ছিলাম তাই আগাত পাইলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাইছি। বাইক এর ডান পাশে অনেক কিছু বেকে গেছে আর ভেঙ্গে গেছে। আল্লাহ রক্ষা করছেন বড় বিপদ থেকে।

পাথর থাকতে সাদা পাথর ঘুরে আসছিলাম, যে সকল নিউজ দেখলাম আর সাদা পাথর যাওয়ার ইচ্ছা নাই 🥲
13/08/2025

পাথর থাকতে সাদা পাথর ঘুরে আসছিলাম, যে সকল নিউজ দেখলাম আর সাদা পাথর যাওয়ার ইচ্ছা নাই 🥲

01/08/2025

The Beauty Of Nikli Haor in Three Seasons😍

31/07/2025

Saiyaara Trending Song In Real Life💖
| | | | |

31/07/2025

Saiyaara Tu To Badla Nahi He🥹

゚viralシ

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoheb Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category