01/01/2024
আমার এই বছরের শেষ টা ভালো যায় নি।সত্যিই ভালো যায় নি।হয়তো পুরো বছর ভালো কাটানো কঠিন।শেষ কিছুদিন ভালো কাটানো কঠিন।কিন্তু,
যদি আমাকে একটা গাছের ডালে বসিয়ে শুধু একখন্ড আকাশ দেখতে দেয়া হয়, তবুও আমি বেঁচে থাকবো।যদি সমুদ্রের কাছে একটা ওক গাছ থাকে আর তার ডালে সোনার শেকল পরানো থাকে,তবুও আমি বেঁচে থাকবো।
অনেক দেরীতে হলেও,অনেকগুলো ফানুস না উড়লেও একটা আধভাঙ্গা ফানুস উড়বে আর কেবল আমার আকাশ জুড়েই।
আমি নিজের হাতে প্রদীপ জ্বালাবো আর তার শিখা উৎসর্গিত থাকবে।আমি নিজ হাতে সেটা নেভাবো।
খুব জোরে হাঁটবো।ছাদে উঠে বসে থাকবো।হুটহাট আধতলা কার্নিশ এ বসবো,তবুও আমি বেঁচে থাকবো।
আমার পছন্দের গান,পছন্দের লাইন,শাড়ি,হাতপাখা,কাজল,টিপ আর মানুষ... আচানক উধাও হলেও আমি বেঁচে থাকবো।
আরও একটা বছর এর জন্য প্রস্তুত করবো নিজেকে।ভাঙ্গন,বিচ্ছেদ আর অতর্কিত সবকিছুর জন্য।
-অহনিকা