কবি রুপে আরমান

কবি রুপে আরমান ✍️ লেখার ভিতর ✍️
আবেগ💔🤏
কষ্ট 😅
কান্না🥹
বাস্তবতা সব আছে 📝🖋️

13/10/2025

কবি রুপে আরমান ✍️📚

আমি ছিলাম তার ভালোবাসার পাগল 🥹
সে ছিলো অন্যের পাগল 🥲
আমি ভালোবাসলাম তাকে,
আর সে ঘর বাধলো অন্যের সাথে 💔😛😅

゚viralシfypシ゚viral

04/10/2025

কবির চোখে লুকানো অনেক ব্যথা,
হাসির আড়ালে লুকায় কষ্টের কথা😅
কেউ বুঝেনা ভাঙ্গা হৃদয়ের সুর☺
দুঃখ যেন সাথী তার,সুখ থেকে দূর 💔😅

01/10/2025

✍️কবি রুপে আরমান📚

"আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো, আমি কখনোই আমার মনের গভীর কথা, অনুভূতি, কষ্ট কাউকে ঠিকভাবে বোঝাতে পারি না , মনে হয় কথাগুলো বুকের ভেতরই আটকে থাকে, কেউ বুঝতে চায় না কিংবা আমি বোঝাতে পারি না। হয়তো অনেক কথা বলার থাকে, কিন্তু ভাষা হারিয়ে ফেলি , মুখে হাসি রেখেও ভেতরে কতটা যুদ্ধ করি, সেটা কাউকে বোঝানোই সবচেয়ে কঠিন কাজ মনে হয়, নিজের ব্যথাগুলো নিজের সঙ্গেই কথা বলে যায়, কারণ মানুষ বুঝতে পারে না নিঃশব্দ কান্নার ভাষা, তাই তো কখনো কখনো মনে হয়, নিঃশব্দ থাকা, চুপচাপ থাকাই সবচেয়ে নিরাপদ... কারণ তখন আর কাউকে বোঝানোর যুদ্ধটা করতে হয় না ।🙂💝

゚viralシfypシ゚viral

01/10/2025

✍️ কবি রুপে আরমান 📚

"তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই, তাই দিনের পর দিন তুমি অবহেলা শুরু করলে যতই তোমাকে আঁকড়ে রাখার চেষ্টা করলাম ততই তুমি দূরত্ব বাড়িয়ে দিলে । তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে দিনের পর দিন তুচ্ছ তাচ্ছিল্য মানসিক যন্ত্রণা সহ্য করেছি নিরবে, আমি একটু একটু করে নিজেকে বুঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবুও মাটি কামড়ে করেছিলাম তোমাকে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই। কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতে জানোই না আমার প্রতি তো তোমার কোন ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা হল ভালো লাগার মুহূর্ত যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেলে....! 💔😅

゚viralシfypシ゚viral

30/09/2025

✍️ "কবি রুপে আরমান" 📚

" তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।লেখাটা খুব ছোট, কিন্তু কথার গভীরতা পৃথিবী সমান বিশাল।কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে না পাওয়ার আক্ষেপ করে যাচ্ছে । অথচ অন্য কেউ কোন আক্ষেপ ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে কেউ একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো".....! 💔😅

゚viralシfypシ゚viral

29/09/2025

✍️"কবি রুপে আরমান" 📚

"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমাকে ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔😅

✍️ কবি রুপে আরমান 📚

゚viralシfypシ゚viral

29/09/2025

কবি রুপে আরমান ✍️📚

"তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম,
তোমাকে ফেরানোর আর কোন পথ নেই! নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম। তোমাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম। কয়েট মিনিট এর অবসরে যখন মনে পড়ে তোমাকে আর কখনো দেখতে পারবো না ' কয়েক হাজার কিলোমিটার এর দুরত্ব এখন দেখার মতো সাধ্য আমার নেই! ঠিক তখনই নিজের চোখের পাতা ভিজে যায়"! তবে তাও তোমাকে বুলতে পারিনি। আমি চাই তুমি ভালো থাকো.! অনেক বেশি ভালো থাকো🙂!
আমি চাই আর কখনো,তোমার সামনে আমার এই মৃত্যু দেহটা না আসুক🥹🥹💔

কবি রুপে আরমান ✍️📚

゚viralシfypシ゚viral

29/09/2025

কখনো কখনো মনে হয় আমি যেনো একটা মানুষ ই না। আমি একটা ছায়ার মতো যাকে কেউ দেখে না, অনুভব করে না, সুধু নিজের মতো বেচে আছি। হাসি দিয়ে লুকাই সব কষ্ট কারন কাদলে কেউ আসবে না, উলটো সবাই হাসবে মানুষ আজ কাল মানুষ মানুষের কষ্ট দেখে মজা পায়। তাই তো বলি না রাতের পর রাত ঘুমাতে পারি না জানালা দিয়ে তাকিয়ে থাকি ফাকা আকাসে ভাবি কেউ আছে কি না যে আমাকে কেউ বুঝবে। দিন শেষে কেউ নাই সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে। এক সময় ভাবতাম কারো কাছে নিজের মতো করে কিছু বলবো কখন সবাই সুধু নিজের কথা ভাবতে ব্যস্ত আছে। সুদু সবাই মিথ্যা অভিনয়, তুমি কাদো বা হাসো কারো কিছু জাই আসে না। বা হই তো একদিন চিরো তরের জন্য হারাই জাবো তখন কেউ টের পাবে না আর এটাই বাস্তবতা। এখানে কেও কারো কষ্ট দুঃখ বুঝে না বা ভাগ করে না। কারন এখানে আসলে কেউ কারো হই না বা কেও কারো না.........!!😅💔⚰

কবি রুপে আরমান ✍️📚

゚viralシfypシ゚viral

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি রুপে আরমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share