28/04/2025
কিজানি! ভালোই আছে বোধহয়!
আমাদের লাইফে এমন কিছু মানুষ আসে,যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়, সবাই কেই তার কথা বলতে ভালো লাগে আমাদের। সবাই কে বলতে ভালো লাগে 'এইটা আমার মানুষ! বা এইটা আমার বেষ্টফ্রেন্ড!'
তার সাথে কোনো কারনে সম্পর্ক ন*ষ্ট হয়ে গেলে সে কথা আর কাউকে জানানো হয়না। কেউ তার কথা জিজ্ঞেস করলে আমরা দীর্ঘনিঃশ্বাস চেপে রেখে বলি কিজানি! ভালোই আছে বোধহয়!'