Shoikot

Shoikot শীঘ্রই তোমার রব
তোমাকে এত দিবেন যে- তুমি খুশি হয়ে যাবে।

_______[সুরা : আদ দুহা-৫]🕋

Good Morning ❤️❤️❤️
06/08/2025

Good Morning ❤️❤️❤️

⛅ মেঘে ঢাকা আকাশও জানে, একদিন সূর্য ঠিক উঁকি দেবে—এই আশাতেই তো বাঁচা!
28/07/2025

⛅ মেঘে ঢাকা আকাশও জানে, একদিন সূর্য ঠিক উঁকি দেবে—এই আশাতেই তো বাঁচা!

শুভ সকাল।। ❤️❤️❤️
28/07/2025

শুভ সকাল।। ❤️❤️❤️

_প্রতিটি ফুল তার আপন মহিমায় সুন্দর' কিন্তু ফুল সব সময় সুন্দর জায়গায় নাও ফুটতে পারে!🌸🤍
27/07/2025

_প্রতিটি ফুল তার আপন মহিমায় সুন্দর' কিন্তু ফুল সব সময় সুন্দর জায়গায় নাও ফুটতে পারে!🌸🤍

তুমি ফুল হয়ে থেকে যেও!আমি যত্ন করে রেখে দিবো প্রিয়!🌸🤍
27/07/2025

তুমি ফুল হয়ে থেকে যেও!
আমি যত্ন করে রেখে দিবো প্রিয়!🌸🤍

এই জিনিস গোপন রাখুন, নাহলে....১. কাউকে না বলে ভ্রমণ করুন, কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখবে।২. কাউকে না বলে জ...
27/07/2025

এই জিনিস গোপন রাখুন, নাহলে....

১. কাউকে না বলে ভ্রমণ করুন, কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখবে।

২. কাউকে না বলে জীবনসঙ্গী বানান, যাতে লোকেরা আপনাদের মধ্যে হস্তক্ষেপ না করতে পারে।

৩. টাকা উপার্জন করুন কাউকে না বলে, নাইলে মানুষ আপনার কাছে শুধু ধার চাইবে।

৪. কাউকে না বলে খুশি থাকুন, কারণ মানুষ অন্যের খুশি দেখতে পারেনা, খারাপ নজর দেয় সবাই।

৫. নিজেট স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে, নাইলে মানুষ আপনাকে পিছনে টেনে ধরতে শুরু করবে।

27/07/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন!

সবার প্রোফাইল ঘুরে আসবো!

শুকরিয়া আদায় করা বন্ধ করো না, তুমি যা পেয়েছো। তার আশায় বহু মানুষ তাকিয়ে আছে।🌸❤️
25/07/2025

শুকরিয়া আদায় করা বন্ধ করো না, তুমি যা পেয়েছো। তার আশায় বহু মানুষ তাকিয়ে আছে।🌸❤️

স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি, আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না।ইউনিভার্সিটি শেষে দেখতাম ওরা পার্টিতে চলে য...
25/07/2025

স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি, আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না।
ইউনিভার্সিটি শেষে দেখতাম ওরা পার্টিতে চলে যায়। যতো কঠিন পরীক্ষাই হোক, ওরা উইকেন্ডে আনন্দ বাদ দিয়ে, পরীক্ষার জন‍্য পড়তে চায় না।

আমার কাছে বিষয়টা প্রথম প্রথম অদ্ভুত লাগতো। যেহেতু, আমি বাংলাদেশের কালচারে বড়ো হওয়া।

আমার সহপাঠীদের জিজ্ঞেস করলাম, তোমরা বাসায় গিয়ে তেমন স্টাডি করো না? ওরা উল্টো আমাকে প্রশ্ন ছুঁড়ে দিলো—বাসায় গিয়ে যদি পড়ি, তাহলে স্কুলে (ইউনিভার্সিটি) আসি কেন? এখানে তো পড়তেই আসি!

ভাবলাম, কথায় তো যুক্তি আছে। আমাকে বললো, তুমি যদি স্কুলেই ৭-৮ ঘন্টা কাটাও, এটা তো পড়াশুনার জন‍্যই। তাইলে আবার বাসায় গিয়ে কখন পড়বে? কেন পড়বে?

আমি চিন্তা করলাম—আমাদেরকে এভাবে কখনো বলেনি কেন? এভাবে ভাবতে শেখায়নি কেন?

স্কুল থেকে বিশ্ববিদ‍্যালয় পর্যন্ত উল্টো আমাদেরকে বলা হয়েছে—পড়ো। সারাদিন পড়ো। দুনিয়ার কোন কিছু চিন্তা না করে শুধু পড়ো। আদা-জল খেয়ে পড়ো। ঘুম, খাওয়া আর বাথরুম ছাড়া শুধু পড়ো। ভোর বেলায় উঠে পড়ো—তখন মাথা ঠাণ্ডা থাকে। গভীর রাতে পড়ো। পড়তে পড়তে গায়ের জামা-কাপড়ের কথাও ভুলে যাও।

১২-১৪ ঘন্টা পড়া, আর পরীক্ষার সময় ৬-৭ টা লুজ পেপার নেয়া হলো—আমাদের স্ট‍্যান্ডার্ডে একটা পড়ুয়া স্টুডেন্টের লক্ষ‍ণ!

যাই হোক, পরে আরো গভীরভাবে জেনে দেখলাম, ওরা তো ছোটবেলা থেকেই এই চর্চায় বড়ো হয়। স্কুলে যায় পড়তে। শিখতে। স্কুলে বসেই শিখে। ফলে কলেজ-বিশ্ববিদ‍্যালয়েও একই চর্চার ধারাবাহিকতা থাকে। কেউ কেউ যে একটু বেশি পড়ুয়া হয় না, তা না। কিন্তু গড় চিত্রটা এমনই। বিদ‍্যাপীঠে তো পড়তেই যায়, তাহলে বাসায় এসে কেন আদা-জল খেয়ে পড়বে?

এখন আমার ছেলেকে দিয়ে বুঝি। কোন প্রাইভেট নাই। বাসায় এসে পড়ার চাপ নাই। এমনকি হোম ওয়ার্কও তেমন দেয় না। যদিও, আমি ওকে বাসায় মাঝে মাঝে কিছুটা শিখাই।

আমি ওর ক্লাস টিচারকে জিজ্ঞেস করলাম—ওদেরকে প্রতিদিন হোম ওয়ার্ক দাও না কেন? টিচার বললো, বোর্ড থেকে নিষেধ আছে। বাচ্চারা যেনো বাসায় গিয়ে পড়ার চাপে আগ্রহ না হারিয়ে ফেলে অর্থাৎ “বার্ন আউট” না হয়, সেজন‍্য। সে নিজেই বললো, স্কুলে তো ওরা শিখতেই আসে। এখানেই যদি না শিখে—তাইলে স্কুলের দরকারটা কি? It defeats the purpose!

মনে মনে বলি—শালার পড়াশুনা এরাই করলো! প্রাইভেটের দৌঁড়াদৌঁড়ি নাই। বইয়ের বোঝা ভর্তি চাপ নাই। হোম ওয়ার্কের তীব্র প‍্যারা নাই

কপি

21/07/2025

জরুরী কাজ ছাড়া অন্তত পরবর্তী ২-৩ ঘন্টা কেউ ঢাকার রাস্তায় বের হবেন না। আমাদের ভাই-বোনদের দ্রুততম সময়ের মাঝে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর এর কাজ এখন চলমান রয়েছে।

Address

Dubalipara, Harbirbari, Bhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when Shoikot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoikot:

Share