21/11/2025
আজকের রাইড টা আসলেই দারুণ ছিল!!
📍রুট : ময়মনসিংহ - চর খরিচা - মদিনা মসজিদ - ময়মনসিংহ
দূরত্ব : ২৭ কি.মি. (প্রায়)
সময় : ১ ঘন্টা ৫৫ মিনিট ⏳
আজকে আমি এবং সাথে দুই বন্ধু সার্কিট হাউজ দেখা করা পর হুট করে সিদ্ধান্ত নিই যে, নদীর অই পাড়ে যাওয়া যাক!
নদী আমরা কাচারি গুদারা ঘাট দিয়ে পাড় হই। চলার পথে হঠাৎ আবার সিদ্ধান্ত হয় যে, চল মদিনা মসজিদ যাই। এভাবেই মদিনা মসজিদ গিয়ে কিছু বিশ্রাম নেওয়া হয়।
তারপর আমরা মদিনা মসজিদ থেকে পুলিশ লাইনের এইদিকে থাকা গুদারা দিয়ে ময়মনসিংহ ফিরে আসি।
সবার সাথে বেশ মজার সাথে রাইডটি সম্পন্ন করা হয়।
সাইক্লিং করুন, সুস্থ থাকুন ❤️🩹🚴♂️