ইচ্ছে কথা

ইচ্ছে কথা °
👉wêlçômê tô my prôfîlê༻

°

10/06/2025
সাবধান! সাবধান!! সাবধান!!!* শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক।[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]* আল্লাহ ব্যাতিত অ...
03/05/2025

সাবধান! সাবধান!! সাবধান!!!

* শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]
* আল্লাহ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক.।
[আবু দাউদ:৩২৩৬(ইফা)]
* কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক।
[বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০]
* মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক।
[সুর জীন: ২০, মুসলিম:১০৭৭,
আবু দাউদ, মুত্তাফাকুন আলাই]
* আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা মাজারের নামে নামে মানত করা শিরক। তবে মানত না করাই উত্তম।
[সহিহ বুখারি: অধ্যায় : তাকদির]
*কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক।
(বুখারি, আবু দাউদ:৩৯১০)
* কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি বলে এইরকম গায়েবি ডাকা শিরক।
বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়।
(সুরা বাকারাহঃ ১৫৬)
*আল্লাহর নামে সরাসরি কাউকে সম্মোধন করা শিরকে পরিনত হতে পারে যেমন আব্দুর রহমান না বলে শুধু রহমান বলা বা আব্দুল খালিক না বলে শুধু খালিক বলা, আব্দুর রশিদ না বলে শুধু রশিদ বলা, আব্দুর রাকিব না বলে শুধু রাকিব বলা ইত্যাদি।
[সুরা আরাফ:১৮০, ইসরা:১১০, হাশর]*
* 'তর ভবিষ্যত অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে', এইধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক।
[সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯]
*হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা শিরক।
(সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)
* রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরিরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক।
[তির্মিযি, আবু দাউদ ও হাকেম]
*সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমংগল হয় এই ধারনা করা শিরক!।
(আবু দাউদঃ৩৯১০)
* সফলতা কিংবা মংগল লাভের জন্য এবং অমংগল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যাবহার করা শিরক।
[সুরা আনাম:১৭, ইউনুস :১০৭]
*যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক।
যেমন: পতাকা, স্মৃতিসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি।
[সুরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ:৪০৩৩]
* আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত কর
#ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়একটি বাতির ভেতরে জ্ঞানের রাজ্য!যেখানে আলো শুধু বিদ্যুতের নয়—আলো আসে শিক্ষা, চিন্তা আর প্রগতির।কপি পোস্...
03/05/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়
একটি বাতির ভেতরে জ্ঞানের রাজ্য!
যেখানে আলো শুধু বিদ্যুতের নয়—আলো আসে শিক্ষা, চিন্তা আর প্রগতির।

কপি পোস্ট

#ঢাবি #বাংলারগর্ব 💡📚🇧🇩

দেখতে একই মনে হলেও এইটা গাজার ছবি না এইটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের ছবি, ছবি দুটোর মধ্যে ব...
12/01/2025

দেখতে একই মনে হলেও এইটা গাজার ছবি না এইটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের ছবি, ছবি দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। যাদের দেওয়া অস্ত্রে আমাদের শহর ধ্বংস হয়েছে, আজ আল্লাহর আযাবে তাদের শহর পুড়ছে। এর চেয়ে আনন্দের খবর মুমিনের জন্য আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ।

14/11/2024

অনেক সুন্দর একটি বিডিও☘️☘️ ゚

Good✅ evening all friends 💝💝  ゚   ゚
04/11/2024

Good✅ evening all friends 💝💝 ゚ ゚

29/10/2024






#বাংলাদেশ




Address

Mymensingh
0190250

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share