22/07/2025
অবশেষে বীরের মতো অগ্নিকুন্ড থেকে বেড়িয়ে আসা ছোট ভাইটি না ফেরার দেশে চলে গেছে।
বাচ্চাটা কতটা সাহসী আর তার মনোবল কতটা স্টং ছিল আমি অবাক হয়ে এই ছেলেটার দৃশ্যটা বার বার দেখেছি আর কেদেছি। আমার কাছে মনে হয়েছে ছেলেটার চোখ শুধু তাঁর মাকে খুজে বেড়াচ্ছিল। ইসসস ...। আল্লাহ যারা এই অগ্নিকান্ডে নিহত হয়েছেন তাদেরকে তুমি তুমার ছায়াতলে রেখও... আর যারা এখনো বেঁচে আছে তাদেরকে তুমার রহমতের তলে রেখও।