Duniya Dekhi-দুনিয়া দেখি

Duniya Dekhi-দুনিয়া দেখি "Duniya Dekhi - পৃথিবী জুড়ে ভ্রমণ ও বিনোদনের আনন্দে হারিয়ে যান। নতুন স্থান, সংস্কৃতি, ও জীবনযাত্রার রংমহল নিয়ে আমাদের সাথে এক যাত্রায় চলে আসুন!"
(1)

ময়মনসিংহে গড়ে উঠছে আধুনিক আর্চ স্টিল সেতু — বদলে যাবে সম্ভাবনার গতিপথ!শম্ভুগঞ্জ চায়না মোড়, মুটকি’ভাঙ্গা ব্রিজের পাশে...
28/06/2025

ময়মনসিংহে গড়ে উঠছে আধুনিক আর্চ স্টিল সেতু — বদলে যাবে সম্ভাবনার গতিপথ!
শম্ভুগঞ্জ চায়না মোড়, মুটকি’ভাঙ্গা ব্রিজের পাশে দ্রুত এগিয়ে চলছে নতুন সেতুর নির্মাণকাজ।
এই সেতু শুধু যোগাযোগের পথ নয়, এটি গড়ে তুলবে আধুনিক ময়মনসিংহের নতুন দিগন্ত — অর্থনীতি, ব্যবসা ও উন্নয়নের পথে এক সাহসী অগ্রযাত্রা।

Teetar chick's.
28/06/2025

Teetar chick's.

মারা গেলেন দেশ বিখ্যাত গোরখোদক সেই মনু মিয়া।ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
28/06/2025

মারা গেলেন দেশ বিখ্যাত গোরখোদক সেই মনু মিয়া।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ট বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত...
27/06/2025

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ট বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছে।

24/06/2025

Rain soaked serenity from the BPATC dorm window. Natures melody at its finest.

21/06/2025

কাঁঠালের মত দেখতে এক অদ্ভুত ফল। # # #দুনিয়াদেখি

ছবিতে ধরা পড়ল জয়নুল আবেদিন পার্কের রাতের সৌন্দর্য, বাস্তবে আরও বেশী মন কাড়ে।
20/06/2025

ছবিতে ধরা পড়ল জয়নুল আবেদিন পার্কের রাতের সৌন্দর্য, বাস্তবে আরও বেশী মন কাড়ে।

ময়মনসিংহে স্কুলব্যাগে কঙ্কাল বহনের সময় যুবক আটকময়মনসিংহের ভালুকায় তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল বহনের সময় এক যুবক...
20/06/2025

ময়মনসিংহে স্কুলব্যাগে কঙ্কাল বহনের সময় যুবক আটক

ময়মনসিংহের ভালুকায় তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল বহনের সময় এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২০ জুন) ভোরে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মাসুদ রানা (২২)। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে। যৌথবাহিনীর তল্লাশিচৌকিতে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনজন মানুষের মাথার খুলি ও বিভিন্ন অস্থিসহ কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী কঙ্কালভর্তি তিনটি ব্যাগ নিয়ে ঢাকা যাওয়ার পথে যৌথবাহিনীর তল্লাশিচৌকিতে পৌঁছান। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এসময় তারা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় মাসুদ রানাকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গী পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উদ্ধারকৃত কঙ্কাল এবং আটককৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।

🕯️ একটি মৌমাছি আর এক মৃত্যু: ব্যবসায়ী সঞ্জয় কাপুরের করুণ পরিণতিভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বা...
17/06/2025

🕯️ একটি মৌমাছি আর এক মৃত্যু:
ব্যবসায়ী সঞ্জয় কাপুরের করুণ পরিণতি

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর (বয়স ৫৩), সম্প্রতি এক অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই দম্পতির রয়েছে দুটি সন্তান।

📍 ঘটনাটি কীভাবে ঘটল?

সম্প্রতি এক প্রাইভেট ক্লাবে পলো খেলায় অংশ নিচ্ছিলেন সঞ্জয় কাপুর। হঠাৎ একটি মৌমাছি উড়ে এসে গলায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন:

> “আমার গলায় কিছু একটা আটকে গেছে।”

এরপরই শুরু হয় শ্বাসকষ্ট, এবং মুহূর্তের মধ্যে তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে। আশেপাশেই ছিল দেশের সেরা চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের দল—তবুও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

💰 এক অর্থনীতির সাম্রাজ্য—কিন্তু...

১৪ হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিলেন সঞ্জয় কাপুর। তাঁর চারপাশে ছিল বিলাসবহুল জীবনযাত্রা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা—সবকিছুই।
তবুও, একটি ক্ষুদ্র মৌমাছি তাঁর জীবন থামিয়ে দিল।

---

✨ এই ঘটনার শিক্ষা

জীবনের এই নির্মম বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়—

মৃত্যু এড়ানো যায় না—সে যত ধনী, শক্তিশালী বা সুরক্ষিত হোন না কেন।

প্রতিটি মুহূর্তের মূল্য আছে—কারণ আমরা জানি না কখন শেষবার শ্বাস নেব।

মানুষের সত্তা ও প্রস্তুতি—জীবনের মূল শক্তি অর্থ নয়, বরং আমাদের বিশ্বাস, আচরণ ও দৃষ্টিভঙ্গি।

---

🕊️ শেষ কথা

সঞ্জয় কাপুরের এই করুণ মৃত্যু আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয়—

> “জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অবধারিত।”

আসুন, এই অনিশ্চিত জীবনে আমরা প্রতিটি দিন মানবিকতা, প্রস্তুতি ও উপলব্ধি নিয়ে বাঁচি।

15/06/2025

হাঁসের খামার।
#দুনিয়াদেখি #হাঁস

পান ক্ষেত ,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।
15/06/2025

পান ক্ষেত ,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।

15/06/2025

চাঁদ যখন বারান্দায় এসে দাঁড়ায়, মনটা যেন একটুখানি স্বপ্ন দেখে। #দুনিয়াদেখি

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duniya Dekhi-দুনিয়া দেখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share