24/05/2024
Asolei jara chilo tara khoniker🌸☺️
আমার কোন আপন মানুষ ছিলো না, যারা ছিলো সবাই ছিলো পথ চলবার সঙ্গী, দূর পাল্লার ট্রেনে আমার পাশের সিটের সঙ্গী একে,একে এক, এক স্টেশনে নেমে গিয়েছে। যাত্রাপথ অনেক বাকি, এরকম অনেকে হয়তো উঠবে পাশের সিটে বসবে কিছুদূর একসাথে যাবে তারপর পরের স্টেশনে নেমে যাবে! 🖤