ভাই আইতাছে

ভাই আইতাছে সবাই সাথে থাক�

24/05/2024

Asolei jara chilo tara khoniker🌸☺️

আমার কোন আপন মানুষ ছিলো না, যারা ছিলো সবাই ছিলো পথ চলবার সঙ্গী, দূর পাল্লার ট্রেনে আমার পাশের সিটের সঙ্গী একে,একে এক, এক স্টেশনে নেমে গিয়েছে। যাত্রাপথ অনেক বাকি, এরকম অনেকে হয়তো উঠবে পাশের সিটে বসবে কিছুদূর একসাথে যাবে তারপর পরের স্টেশনে নেমে যাবে! 🖤

24/05/2024

️কাটার দোষ কিভাবে দেই,,
কাটা তো তার জায়গায় ছিলো
পা তো আমি নিজে
রাখছিলাম...!!😊🖤🌸.

24/05/2024

আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে! 🥹❤️

23/05/2024

যত্ন আর সম্মান পেলে দ্বিতীয়বার ভালোবাসাও সম্ভব; হয়তো প্রথমের চেয়েও বেশি!🖤

21/05/2024

তুমি যাকে দেখো, তাকে আসলে জানো কতটুকু? কথার পিছনে কিছু কথা থাকে, তোমাকে ব্যাখ্যা দিতে হয় কেন?

21/05/2024

মনে পড়লে আমাকে,
উল্টে দেখো ডায়েরীর পাতা!
হয়তো কোনো এক উটকো পৃষ্ঠায়!
পড়ে রয়েছে আমার সুপ্ত অস্তিত্ব।

ভালোবাসা নিতে জানলে!
দিতে জানলে না।
তাই তো আমায় হারিয়ে ফেললে,
এখন আর খুঁজলেও পাবে না।

রোজ আমি তোমায় দেখি,
তুমি দেখো না!
এভাবে একদিন মরে যাবে,
আমায় পাওয়ার অতৃপ্ত বাসনা।

-আমায় খুঁজে পাবে না

21/05/2024

কাউকে কখনো মন উজাড় করে ভালবাসতে যাবেন না

শেষমেষ নিজে রে ছেচরা মনে হবে অনেক

21/05/2024

যে বেশি কাঁদে তার সহ্য ক্ষমতা আকাশচুম্বী;
আর যে চুপ থাকে সে নির্ঘাত মৃ'ত্যুর কাছাকাছি..!😅

20/02/2024

আমার জীবনে কোনো ex ছিল না।
যা ছিল সব ব্যাশ্যা 🙂

14/02/2024

এই গল্পের শেষ।
আছো তুমি বেশ।
তোমার মতো তুমি ভালো।
আমিই একা ডুবেছি তাই আধার প্রবল মহাকালো

মায়া অনুভব।
পুড়ে গেছে সব!
তাই বুঝি তুমি এতো দূরে।
কেনো আমার মাঝে,সকাল সাঁঝে ঝড় নামে হৃদয় গভীরে

কিছু অভিমান।
শত পিছুটান।
কেমন করে গেছো ভুলে?
আমার বুকে, দুঃখ পুষে ছেয়ে গেছে মৃত্যুর ফুলে।

কেনো বারবার?
পুড়ে ছারখার।
শুধু একটা বার বাঁচি আমি
যেই শহরে, যেই নগরে মৃত মানুষ শুধু তুমি।

14/02/2024

মানুষ পৃথিবী থেকে ফুরিয়ে যাওয়ার আগে নিজের থেকে ফুরিয়ে যায়। মানুষ মরে যাওয়ার আগেই কত-শত বার নিজের ভেতর মরে যায়..!

14/02/2024

আচ্ছা এমনো তো হতে পারে আত্মার খুব কাছেই শূন্যতারা কানামাছি খেলছে, হতেই তো পারে। আমার প্রায় সময় মনে হয় সেই কানামাছি খেলা শূন্যতারা আমাকে খেলার উপকরণ করে নিয়েছে, চোখ বেঁধে ছেড়ে দিয়েছে, আর আমি একবার এদিকে একবার ওদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটে ফিরছি ব্রাউনীয় গতির মতো।
কোথাও জমে থাকা প্রচণ্ড অস্তিত্বহীনতা আমাকে সত্তাহীন করে রেখেছে যেন প্রচণ্ড বিষাদে। আমি ক্লান্ত হইনা, ক্রমাগত ছুটতে থাকি, ক্রমাগত খুঁজতে থাকি নিজেকে..!

14/02/2024

জীবনের কিছু হিসেব কখনো মেলানো যায় না,এই যেমন, গলা অবধি বিষ অথচ ঠোঁটের আগায় স্বস্তির হাসি রাখতে কতটা যন্ত্রণা হয়,পৃথিবীর কোনো ক্যালকুলেটর তা হিসেব করতে পারবেনা, কারণ অনুভূতিরা হিসেবের উর্ধ্বে, আর তুমি অনুভূতির উর্ধ্বে।
তবে আজ আমার শত অভিযোগের দিন শেষে তুমি ঠিকই রয়ে গেলে অনতিক্রম্য দুরত্বে, আড়ালে কিছু নিরব অশ্রু হয়ে,দোয়া করি জীবনে অনেক অনেক সুখী হও,যে সুখের আশায় আমার আকাশটা আজ কালো মেঘের বজ্রাঘাতে খণ্ডিত, সে সুখ যেন তোমার জীবনে চিরস্থায়ী হয়...🖤

14/02/2024

একটা সত্যি কথা কি জানেন ''একাকীত্ব মোটেও সুন্দর না, আসলে একা থাকতে হয় বলেই আমরা এটাকে সুন্দর বলি"।🙂

09/02/2024

এই শহরে জমা খাতায়,
লিখে দিলাম বিজ্ঞাপন...
হারিয়ে যাচ্ছি খুঁজো না,
হবো না আর প্রয়োজন.....

08/02/2024

একটা মানুষ ঘুরেফিরে আমাকে যন্ত্রণা দিতো,
শুধুমাত্র একটা মানুষ।

মানুষটার কখনো মনে হতো,
আমাকেই তার চাই।
আবার কখনো বা নিজেই দ্বিধায় থাকতো-
আদৌ সে আমাকে ভালোবাসে কিনা!
সে প্রায় এসব নাটকিয়তার উন্মোচন করতো;
এটুকু সেই নাটকেরই সারাংশ।

মাঝেমধ্যেই সে চলে যেতো,
আবার ফিরেও আসতে চাইতো।
তার ফের ফিরে আসার বাহানা,
খুব যত্নে পোড়াতো আমায়।
মানুষটা আমাকে কখনো আকড়ে ধরতে চায়নি,
চায়নি একেবারে ছেড়ে যেতে;
বরং আমি ছিলাম, তবু যেন না থাকার মতোই।
আমি না পারতাম তাকে ছাড়া ভালো থাকতে,
না পারতাম তাকে পুনরায় সহ্য করে-
নিজেকে ভালো রাখতে।

এই প্রচন্ড জেদি তবে,বোকা আমি!
একমাত্র তার সাথেই জেদ করে-
পারিনি সম্পর্কের সর্বশেষ ইতি টানতে।
একবার যে তার মিথ্যা মায়ায় জড়ালাম,
তো জড়িয়েই রইলাম।

_

08/02/2024

আবেগ যদি শেখায় অভিযোগ করতে,
তাহলে অভিজ্ঞতা শেখায় চুপ থাকতে..!

07/02/2024

জিবনে কারো মুখে হাসি ফোটাতে পারি
নাই তাতে কি?????
এক দিন আমার মৃত্যুর খবর শুনে
কোন এক কাফন বিক্রেতার মুখে ঠিক ই হাসি
ফুটবে.........

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when ভাই আইতাছে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাই আইতাছে:

Share

Category