Rj- shuvo

Rj- shuvo যদি আল্লাহর দয়া পেতে চাও, তবে দুর্বল এর প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও।

জালাল উদ্দীন রুমি

হিংসা মেহেদী হাসান শুভ যে দিকেই তাকাই শুধু হিংসা দেখতে পাই, কোন দিক থেকে শুরু করবো দিশা নাহি পাই,সুখের সংসার আমির মিয়ার ...
15/05/2025

হিংসা

মেহেদী হাসান শুভ

যে দিকেই তাকাই শুধু হিংসা দেখতে পাই,
কোন দিক থেকে শুরু করবো দিশা নাহি পাই,

সুখের সংসার আমির মিয়ার হাসিতে ভরপুর।
হিংসুটেরা চেষ্টা চালায় লাগাই গন্ডগোলের সুর।

সুন্দরী জমিলার রুপের কি বাহার
তারে দেখে হিংসা করে কালো মেয়ে নাহার।

সুন্দরী ঐ জমিলা রুপের কত দাম!
কালো মেয়ে দেখলেই সুন্দরী দেয় তাচ্ছিল্যের নাম।

কালো সুন্দর রেখে আমি হাসিতেছি ভাই,
মুখোশেরও মুখোশ আছে ইহাই সত্যি তাই!

এবার দৌড়ে আমি মেধার কাছে যাই,
মেধার হিংসা আমার চোখে আকাশ সমান ভাই।

মেধার হিংসা বহু প্রকার লিখতে চাই না আর।

মূর্খ মোড়ল চিৎকার দিয়ে কয়-
মেধার জোরে হয় না কিছু, টাকার জোরে সব হয়।

শুনেছিলাম বলত মানুষ, ব্যবসায়ীরা ভাই ভাই,

আমার চোখে ভেসে বেড়ায়,
মেকি হাসি হাসছে তারা , একেই পন্যের দুই দোকানি ভাই।

ধনীরা সব গরীব হইতো এমন আশা রহিমের,
রহিম ক্যামনে ধনী হয় এঁকে দিব ফাঁদের বেঁড়।

চুল পরিমান হিংসা থাকলে নামাজ কি আর হয়?
এক মৌলভী আরেক মৌলভীর হিংসার কিচ্ছা কয়।

ঘরে হিংসা বাইরে হিংসা হিংসার ছরাছরি।
সব হিংসাকে কবর দিবে ভালোবাসার তরী।

11/03/2025

0 Followers, 0 Following, 1 Posts - See Instagram photos and videos from Md. Mehedi Hasan (.mehedi6803)

05/03/2025

আমার মন খারাপে এই শহরের এতটুকু দেয়ালও ভিজবে না।

03/03/2025

সফল হলে, সবাই হাসবে না।
ব্যর্থতায় সবাই হাসবে।

01/03/2025

চেষ্টা

27/02/2025

গভীরতা🥰

24/02/2025

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Rj- shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share