
15/05/2025
হিংসা
মেহেদী হাসান শুভ
যে দিকেই তাকাই শুধু হিংসা দেখতে পাই,
কোন দিক থেকে শুরু করবো দিশা নাহি পাই,
সুখের সংসার আমির মিয়ার হাসিতে ভরপুর।
হিংসুটেরা চেষ্টা চালায় লাগাই গন্ডগোলের সুর।
সুন্দরী জমিলার রুপের কি বাহার
তারে দেখে হিংসা করে কালো মেয়ে নাহার।
সুন্দরী ঐ জমিলা রুপের কত দাম!
কালো মেয়ে দেখলেই সুন্দরী দেয় তাচ্ছিল্যের নাম।
কালো সুন্দর রেখে আমি হাসিতেছি ভাই,
মুখোশেরও মুখোশ আছে ইহাই সত্যি তাই!
এবার দৌড়ে আমি মেধার কাছে যাই,
মেধার হিংসা আমার চোখে আকাশ সমান ভাই।
মেধার হিংসা বহু প্রকার লিখতে চাই না আর।
মূর্খ মোড়ল চিৎকার দিয়ে কয়-
মেধার জোরে হয় না কিছু, টাকার জোরে সব হয়।
শুনেছিলাম বলত মানুষ, ব্যবসায়ীরা ভাই ভাই,
আমার চোখে ভেসে বেড়ায়,
মেকি হাসি হাসছে তারা , একেই পন্যের দুই দোকানি ভাই।
ধনীরা সব গরীব হইতো এমন আশা রহিমের,
রহিম ক্যামনে ধনী হয় এঁকে দিব ফাঁদের বেঁড়।
চুল পরিমান হিংসা থাকলে নামাজ কি আর হয়?
এক মৌলভী আরেক মৌলভীর হিংসার কিচ্ছা কয়।
ঘরে হিংসা বাইরে হিংসা হিংসার ছরাছরি।
সব হিংসাকে কবর দিবে ভালোবাসার তরী।