02/06/2025
মানব শূন্য নির্জন জঙ্গলে
শেকড় হীন , পাতা হীন
একটি রেফলেশিয়া গাছ থেকে
জন্ম নেয় পৃথিবীর সব চেয়ে বড়ো ফুল।
ফুলের ডগায় বৃষ্টির ফোঁটা লেগে আছে
যেন এখানে এসেছিল কেউ,
একটু ডাকলেই তাকাবে পেছনে।
ছায়ার মত দাঁড়িয়ে আছে,
কয়েক দশক ধরে।
যেন কী বলতে চায়-
সাহারা মরুভূমির বুকে, ধুলোর ঝড়ে
চোখ ভিজে উঠে গোলাপজলে !