Clark kery Ritchil

Clark kery Ritchil যাহা তুমি দেখাও , তার চেয়ে বেশি তোমার থাকা উচিত । যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত । 🫂💗' উইলিয়াম শেক্সপিয়ার !

02/06/2025

মানব শূন্য নির্জন জঙ্গলে
শেকড় হীন , পাতা হীন
একটি রেফলেশিয়া গাছ থেকে
জন্ম নেয় পৃথিবীর সব চেয়ে বড়ো ফুল।

ফুলের ডগায় বৃষ্টির ফোঁটা লেগে আছে
যেন এখানে এসেছিল কেউ,
একটু ডাকলেই তাকাবে পেছনে।
ছায়ার মত দাঁড়িয়ে আছে,
কয়েক দশক ধরে।

যেন কী বলতে চায়-
সাহারা মরুভূমির বুকে, ধুলোর ঝড়ে
চোখ ভিজে উঠে গোলাপজলে !

নটর ডেম কলেজের শিক্ষা সফর।গন্তব্য : আমেরিকা(অরল্যান্ডো,  বাফেলো এবং নিউইয়র্ক) আছেন কলেজের অধ্যক্ষ মহোদয়, ৫ জন শিক্ষক এবং...
02/06/2025

নটর ডেম কলেজের শিক্ষা সফর।
গন্তব্য : আমেরিকা
(অরল্যান্ডো, বাফেলো এবং নিউইয়র্ক)

আছেন কলেজের অধ্যক্ষ মহোদয়, ৫ জন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী! 🖤

জীবন কি অদ্ভুত তাই না, ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, একটা সুন্দর দিনের অপেক্ষা, এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ঘুম...
02/06/2025

জীবন কি অদ্ভুত তাই না, ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, একটা সুন্দর দিনের অপেক্ষা, এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ঘুম রাত পেরিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না হয়তো জীবন এরকমই!🤍

02/06/2025

আমার ফ্রেন্ডলিস্টে কিছু মানুষকে আমার র‍্যান্ডমলি খুব পছন্দ। এদের ম্যাক্সিমামের সাথেই কোনোদিন কথা হয়নি, কাউকে হয়তো কেবল নামে চিনি, কাউকে সেটাও না; তবুও পছন্দ।

এদের প্রতিটা স্টোরি, প্রতিটা লেখা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, এদের আশেপাশে নিজেকে পরিপূর্ণ মনে হয়। ইনবক্সে তাদের কখনো গিয়ে বলা হয় না, তবে তারা আমার ভার্চুয়াল জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরা সবসময় থাকবেনা, হয়তো আইডি অফ হয়ে যাবে, ফিডের নিচে পড়ে যাবে, আনফ্রেন্ড করে দেবে, আমি খেয়ালও করব না!
তবে এরা যদ্দিন আছে তদ্দিনই আমায় খুশি করে, আমায় ভালো লাগায়! এমনিতেই, র‍্যান্ডমলি!

ভালো থাকুক এসব র‍্যান্ডম মানুষ, আমার চারিপাশে থেকে হোলসাম করুক আমার ডেইলি লাইফকে!🤍🌸

ওড়না ঠিক করে বসো তুমি। মামা, রিক্সা দেখেশুনে চালাইবেন।এখান থেকে তুমি সোজা বাসায় ফিরে যাবা। রাস্তায় কারো সাথে আড্ডা দিয়ে ...
01/06/2025

ওড়না ঠিক করে বসো তুমি। মামা, রিক্সা দেখেশুনে চালাইবেন।

এখান থেকে তুমি সোজা বাসায় ফিরে যাবা। রাস্তায় কারো সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করবানা একদম।
মামা, আপনি যান৷

বাসায় পৌঁছায় ফোন দিবা কিন্তু৷ মেয়েটা রিকশার ফটক দিয়ে হাত বের করে বলে "আচ্ছা"

প্রিয় মানুষটার একটু বাড়তি যত্ন আর দায়িত্ববোধ থাকলেই সম্পর্কগুলো বছরের পর বছর টিকে থাকে।

আর একটা কথা, ইগো টাকে কখনো বাড়তে দেয়া যাবেনা। ভুল বোঝাবুঝি যাই হোক না কেন সেটা নিজেদের মধ্যে বলে কয়ে ঠিক করে নিতে হবে। পেটের মধ্যে চেপে রাখা চলবে নাহ।🤍🌸

চ্যাম্পিয়নস লিগ জয়ের সেলিব্রেশনে লুকাস বেরালদো  ফ্যামিলি। 😍🇧🇷
01/06/2025

চ্যাম্পিয়নস লিগ জয়ের সেলিব্রেশনে
লুকাস বেরালদো ফ্যামিলি। 😍🇧🇷

Alexis Mac Allister is on the verge of being one of the most decorated midfielders of this generation:🏆World Cup 🏆Copa A...
31/05/2025

Alexis Mac Allister is on the verge of being one of the most decorated midfielders of this generation:

🏆World Cup
🏆Copa America
🏆Premier League
⏳Champions League

Congratulations mac 🇦🇷

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clark kery Ritchil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share