24/07/2025
১৬-০৬-২০২৫ তারিখে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে!
IELTS ট্রেনিংয়ের জন্য ঢাকা আসছে (মিথ্যা কথা), যে রুম পরিচালনা করে, তার সাথে কথা বলে থাকার জন্য রুমে আসছে, আমরা রুমে ছিলাম ৩ জন। আমরা ৩ জন নরমাল ভাবেই নিয়েছিলাম। আসছে রাতে, রাত থাকুক, পরে তার সাথে কথা বলবো এবং যে রুম পরিচালনা করে তার সাথেও বিস্তারিত কথা বলবো।
সে রাত থাকছে, সকাল ৬ টা বাজে এক জনের মোবাইলে এলার্ম শব্দ করছে, এলার্ম বন্ধ করছে, সকাল ৭ টা বাজে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পর মোবাইলে টাইম দেখার জন্য মোবাইল খুঁজছিলাম, পাচ্ছিলাম না! আমার মোবাইল খুঁজার শব্দ শুনে বড় ভাইয়েরও ঘুম ভেঙে গেছে! তার দিকে তাকিয়ে দেখি সেও ঘুম থেকে উঠে মোবাইল খুঁজছে, সেও পাচ্ছে না! পরে আমার কলিগকে ঘুম থেকে উঠিয়ে তাকে বললাম আমাদের মোবাইল খুঁজে পাচ্ছি না! সেও তার মোবাইল খুঁজলো তারও দুইটা মোবাইল নাই, তার মানিব্যাগও নাই! সেই নতুন মানুষও (চুর) নাই!
হঠাৎ আমার মনে হয়েছে আমার ল্যাপটপ এর কথা! ঈদের ছুটি শেষে বাড়ি থেকে এসে ল্যাপটপ এর ব্যাগ রুমের ভেতরে দরজা থেকে এক হাত দুরত্বে রেখেছিলাম! রুম থেকে বের হওয়ার সময় চোখে পড়ে এমন জায়গায় রেখেছিলাম! ল্যাপটপ এর ব্যাগ খুলে দেখি ল্যাপটপ আছে। আলহামদুলিল্লাহ। ঐ রাতে ল্যাপটপ বের করিনি ব্যাগ থেকে, সেই চুর হয়তো বুঝতে পারেনি।
আমার ১ টা মোবাইল, বড় ভাই রুমমেট এর ১ টা মোবাইল, আমার কলিগ এর ২ টা মোবাইল এবং মানিব্যাগ চুরি করে নিয়ে বাসা থেকে চলে গেছে!
গত ১৭-০৭-২০২৫ তারিখে এই মোবাইলটা নিয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমার সোশ্যাল একাউন্ট যতো গুলো ছিল, সব একটা নাম্বার দিয়ে টু ফেক্টর অন করা ছিল, আমার মেইন ই-মেইল আইডিও ঐ নাম্বারে টু ফেক্টর অন করা ছিল! ঐ নাম্বার কোন এন আই ডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা মানে করতে পারছিনা!