Jakaria - জাকারিয়া

Jakaria - জাকারিয়া 👉 Your honor is the most
important in the world...

04/09/2025

Forever I Love You Leo Messi ❤️

থালাপতি বিজয় আর আমাদের সাকিব, মাশরাফির পার্থক্য কোথায় জানেন?- শিরদাঁড়ায়থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ দিত...
24/08/2025

থালাপতি বিজয় আর আমাদের সাকিব, মাশরাফির পার্থক্য কোথায় জানেন?

- শিরদাঁড়ায়

থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ দিতে পারতো, এমনকি দুই দলই তাকে আব্বা ডেকে নোমিনেশন দিত। কিন্তু সেটা সে করে নাই। করাপ্টেড দলে যোগদানের চেয়ে নিজেই একটা দল বানিয়ে নিয়েছে, এই কাজের জন্য হ্যাডম লাগে। এই হ্যাডম আমাদের টাট্টু ঘোড়াদের নাই।

রিল লাইফের থালাপতি বিজয় মানুষ শখ করে ডাকলেও আজ প্রমানিত হইছে সে রিয়েল লাইফের থালাপতি।

06/08/2025

সুন্দর কথা বলছেন। 👏
-- আন্দালিব রহমান পার্থ

06/08/2025

ইতিহাস কখনো মুছা যায় না!

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আজীবন থাকবে।

#জিয়াউররহমান
#বাংলাদেশ
#বিএনপিমিডিয়াসেল

05/08/2025

আমাদের চোখে ছিলো মুক্তির নেশা। তাই তো জীবনের মায়া ত্যাগ করে লড়াই করে ছিলাম আমরা এক জালিমের বিরুদ্ধে!

04/08/2025

এটা সেরা ছিলো! 😆

24/07/2025

১৬-০৬-২০২৫ তারিখে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে!

IELTS ট্রেনিংয়ের জন্য ঢাকা আসছে (মিথ্যা কথা), যে রুম পরিচালনা করে, তার সাথে কথা বলে থাকার জন্য রুমে আসছে, আমরা রুমে ছিলাম ৩ জন। আমরা ৩ জন নরমাল ভাবেই নিয়েছিলাম। আসছে রাতে, রাত থাকুক, পরে তার সাথে কথা বলবো এবং যে রুম পরিচালনা করে তার সাথেও বিস্তারিত কথা বলবো।

সে রাত থাকছে, সকাল ৬ টা বাজে এক জনের মোবাইলে এলার্ম শব্দ করছে, এলার্ম বন্ধ করছে, সকাল ৭ টা বাজে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পর মোবাইলে টাইম দেখার জন্য মোবাইল খুঁজছিলাম, পাচ্ছিলাম না! আমার মোবাইল খুঁজার শব্দ শুনে বড় ভাইয়েরও ঘুম ভেঙে গেছে! তার দিকে তাকিয়ে দেখি সেও ঘুম থেকে উঠে মোবাইল খুঁজছে, সেও পাচ্ছে না! পরে আমার কলিগকে ঘুম থেকে উঠিয়ে তাকে বললাম আমাদের মোবাইল খুঁজে পাচ্ছি না! সেও তার মোবাইল খুঁজলো তারও দুইটা মোবাইল নাই, তার মানিব্যাগও নাই! সেই নতুন মানুষও (চুর) নাই!

হঠাৎ আমার মনে হয়েছে আমার ল্যাপটপ এর কথা! ঈদের ছুটি শেষে বাড়ি থেকে এসে ল্যাপটপ এর ব্যাগ রুমের ভেতরে দরজা থেকে এক হাত দুরত্বে রেখেছিলাম! রুম থেকে বের হওয়ার সময় চোখে পড়ে এমন জায়গায় রেখেছিলাম! ল্যাপটপ এর ব্যাগ খুলে দেখি ল্যাপটপ আছে। আলহামদুলিল্লাহ। ঐ রাতে ল্যাপটপ বের করিনি ব্যাগ থেকে, সেই চুর হয়তো বুঝতে পারেনি।

আমার ১ টা মোবাইল, বড় ভাই রুমমেট এর ১ টা মোবাইল, আমার কলিগ এর ২ টা মোবাইল এবং মানিব্যাগ চুরি করে নিয়ে বাসা থেকে চলে গেছে!

গত ১৭-০৭-২০২৫ তারিখে এই মোবাইলটা নিয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমার সোশ্যাল একাউন্ট যতো গুলো ছিল, সব একটা নাম্বার দিয়ে টু ফেক্টর অন করা ছিল, আমার মেইন ই-মেইল আইডিও ঐ নাম্বারে টু ফেক্টর অন করা ছিল! ঐ নাম্বার কোন এন আই ডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা মানে করতে পারছিনা!

পৃথিবীর সবচেয়ে বোকা শব্দ— মাইনষে কি কইবো!🙂
03/05/2025

পৃথিবীর সবচেয়ে বোকা শব্দ— মাইনষে কি কইবো!🙂

সমস্যা হল, আমরা মনে করি আমাদের কাছে সময় আছে! 💔😔
01/05/2025

সমস্যা হল, আমরা মনে করি আমাদের কাছে সময় আছে! 💔😔

01/05/2025
30/04/2025
30/04/2025

জীবনে ভোর হইলো না মোর, তবু সূর্য দেখায় সকাল!

Address

Jhinaigati, Sherpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Jakaria - জাকারিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jakaria - জাকারিয়া:

Share