ময়মনসিংহ টিভি

ময়মনসিংহ  টিভি সর্বদা সত্য ও ন্যায়ের সাথে থাকা আমাদের দায়িত্ব,
সব সময় জনসাধারণের পাশে আছি আমরা।

একটা বিনোদন কর্মীর পিছনে দাঁড়িয়ে আছেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষক ড. সলিমুল্লাহ খান। আপনারা যে বিনোদন শ্রমিককে জাতির...
02/02/2025

একটা বিনোদন কর্মীর পিছনে দাঁড়িয়ে আছেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষক ড. সলিমুল্লাহ খান। আপনারা যে বিনোদন শ্রমিককে জাতির উপদেষ্টা বানিয়েছেন সেই বিনোদন শ্রমিকের চৌদ্দ পুরুষের সবার ডিগ্রি যোগ করলেও ডক্টর সলিমুল্লাহ খানের ডিগ্রির সমতুল্য হবেনা।
ডক্টর ইউনুস সাহেব কিভাবে পারলেন...!!

পুরস্কার প্রাপ্তদেরকে পাশে বসানো যায়না, এমন নীতি কোথায় লেখা আছে?
- এটা জাতির জন্য কতটা লজ্জার! আহ্!

- দুটো নোটেরই বয়স ১১ বছর!-একটি সারা দুনিয়ায় ঘুরেছে, অগণিত মানুষ ব্যবহার করেছে। • আরেকটি খুব যত্নে কোন এক সিন্দুকে কারো স...
31/01/2025

- দুটো নোটেরই বয়স ১১ বছর!

-একটি সারা দুনিয়ায় ঘুরেছে, অগণিত মানুষ ব্যবহার করেছে। • আরেকটি খুব যত্নে কোন এক সিন্দুকে কারো সম্পদ হয়ে আবদ্ধ ছিলো।

- পর্দা এবং বেপর্দার (মেয়ের) উৎকৃষ্ট উদাহরণ এটি।

19/01/2025

মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ,
অন্যের ভুল দেখার বেলায়,অণুবীক্ষণ যন্ত্র!♡🥺

14/01/2025

হিফয বিভাগের ছাত্রদের এই করুন অবস্থার জন্য কি শিক্ষকগনই দায়ী.?
নাকি মক্তব নাজেরায় অপরিপক্ক ছাত্রদের হিফয বিভাগে নিয়ে আসায় এমন হচ্ছে.?

নিয়মিত সবক দিতে পারেনা দিলেও ঠেলেঠুলে
সবক দিলে, সাত সবক নাই, সাত সবক দিলে আমুখতা নাই, এক দিকে ইয়াদ করে অন্য দিকে শেষ.!

09/01/2025

সকালটা শুরু হোক তেলাওয়াত শুনে " আলহামদুলিল্লাহ


ময়মনসিংহ টিভি

08/01/2025

কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে।
এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত।

05/01/2025

অভিভাবক দের খুশি করতে পরীক্ষায় ৯৫-৯৯ নাম্বার দিয়ে

মেধাশুন্য শিশু তৈরীর বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম কিন্ডার গার্টেন!

05/01/2025

ডোনাল্ড ট্রাম্প আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না😊







ময়মনসিংহ টিভি

একটা মেয়েকে ঘরের বউ করে তোলার সময় তার শ্বশুরবাড়ির সদস্যেদের যেসব জেনে রাখা প্রয়োজন:● আপনার ঘরে যে মেয়েটি সারাজীবনের জ...
04/01/2025

একটা মেয়েকে ঘরের বউ করে তোলার সময় তার শ্বশুরবাড়ির সদস্যেদের যেসব জেনে রাখা প্রয়োজন:

● আপনার ঘরে যে মেয়েটি সারাজীবনের জন্য থাকতে যাচ্ছে সে একটা অন্য বাড়িতে বড় হয়েছে। স্বাভাবিক ভাবেই তার বাড়ির রুলস্ এবং রিচুয়ালস্ আপনার বাড়ির চেয়ে আলাদা হবে। সে একদিনে আপনার বাড়ির নিয়ম মতো হবে না এবং সারাজীবনে কোনোদিনই একশো শতাংশ মিলবে না, সর্বপ্রথম এটা বুঝুন।

● অনেকেই কথা কম বলে। তাই প্রথমেই অহঙ্কার ভেবে নেবেন না। হয়ত সে বুঝে নিয়ে মিশতে চাইছে। আলাপী হতে অনেকের সময় লাগে। তাকে অবজার্ব করুন।

● বাবার বাড়ির কোনো বিশেষ বিষয় নিয়ে তাকে খোঁটা দেবেন না। কোনটা সোনা, কোনটা ইমিটিশন; তত্ত্ব কটা এল এ নিয়ে খুব একটা প্রশ্নবাণে জর্জরিত না করে তার সাথে সহানুভূতিশীল হোন।

● তার ছোটোখাটো ভুলগুলো, ম্যানারস্, আচার আচরণ নিয়ে তিল কে তাল করবেন না। সে হয়ত সংসারের কিছুই জানে না। কথায় কথায় ক্রিটিসাইজ না করে একটু ধৈর্য্য ধরুন।

● সে যেমন, যতটা সম্ভব তাকে তেমনভাবে গ্রহণ করুন তাহলে সেও আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারবে। ফ্লেক্সিবেল হোন।

● সে আপনার বাড়ির অতিথি বা বাড়ির মেয়ে কোনোটাই নয়। বাড়ির নতুন বৌ বোধহয় অতিথি আর মেয়ের মাঝামাঝি কিছু একটা। তাই তার কাছে প্রথম থেকেই পাহাড় সমান এক্সপেক্টেশন রাখবেন না। আবার অতিথির মতো ঘরের ইনভল্বমেন্ট থেকে দূরে সরিয়ে রাখবেন না।

● আপনাদের পারিবারিক আলাপে তাকে অংশগ্রহণ করতে দিন। ভাসুরের সামনে অমুক বলল কেন; শ্বশুরের সামনে তমুক বলাটা ঠিক হয়নি এসব মনে পুষে রাখবেন না। পরে আড়ালে তাকে বুঝিয়ে বলুন ।সে আস্তে আস্তে স্থান-কাল-পাত্র বুঝে যাবে।

● স্টাডি এবং ক্যারিয়ার ফোকাসড্ মেয়ে হলে বিয়ের পর অনেকেই সংসারের কাজ দ্রুত শিখতে পারে না। সময়েই সময়ের কাজ করতে হবে এমন দাবি না রেখে একটু মানিয়ে নিন।

● বিয়ে হয়েছে মানে 24×7 সংসার সামলাতে হবে এই এক্সপেক্টেশন রাখবেন না। তার নিজস্ব জগতকে সম্মান করুন। প্রয়োজনে আপনিও টাইম বের করে ফেলুন।

● পজেটিভ ওয়েতে কথা বলুন "কিছুই পারো না" এর বদলে "এভাবে চেষ্টা করলে সুবিধা হবে" এমন বলুন। আপনি পজেটিভ থাকলে তার মধ্যেও নেগেটিভিটি আসবে না, ভয়-ভীতি কাটবে এবং বিয়ে হলো মানেই আপনার ছেলেটি আপনার থেকে দূরে সরে গেল না। কেউ তাকে তাবিজও করতে আসেনি। তাকে নিয়ে আলাদা থাকবে বলেও আসেনি। বরং আপনার বার্ধক্যে বা অনুপস্থিতিতে আপনার মতো করেই আপনার সন্তানকে দেখার জন্য একজন এলো। তাকে কদর করুন। আপনিও বার্ধক্যে একজন মনের মতো সঙ্গী পাবেন।

এখন আপনি ভাবতে পারেন একতরফা বলছি। বৌদের ও মানিয়ে নেবার অনেক দায়িত্ব থাকে। আলবাদ থাকে।

তবে কি বিয়ের মতো রাজনীতি আর কি বা আছে তাতো আপনিও জানেন এত বছরের অভিজ্ঞতায়। সেই রাজনৈতিক ময়দানে পূর্ব প্রস্তুতি ছাড়া একটি মেয়ে এসে পড়েছে। সংসার জীবনে অজ্ঞাত অথচ সংসার করতে চায়।

সংসার করবে বলে নিজের বাড়ি ছেড়ে একা একা আপনার সম্পূর্ণ পরিবারের সদস্য হয়েছে। আপনার পরিবারে। আপনার কালচারে। আপনাদের মধ্যে। আপনার ছেলের প্রতি আশ্বস্ত হয়ে।

তাই কোঅপরেশন বা কম্প্রোমাইজটা আপনাদের দিক থেকে একটু বেশিই হোক। আপনি না হয় সপরিবারে একটা নতুন মানুষের দিকে আগে হাত বাড়ালেন। তাতে ক্ষতি কি।
জীবন সুন্দর যদি উপভোগ করতে পারেন ❤️🥀

বিয়ের পর বউ কে চাকরি করতে না দিয়ে সোজা আরেক পুরুষের বেডে দিয়ে আসবেন, হায়রে চাকরি! চোখের সামনে চাকরিজীবী মহিলারা কলিগ/বসদ...
01/01/2025

বিয়ের পর বউ কে চাকরি করতে না দিয়ে সোজা আরেক পুরুষের বেডে দিয়ে আসবেন, হায়রে চাকরি! চোখের সামনে চাকরিজীবী মহিলারা কলিগ/বসদের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে এগুলা দেখে৷

দুই একজন চাকরিজীবী নারী ব্যতিক্রম হতে পারে, তবে ব্যাতিক্রম কখনো উদাহরণ হতে পারে না, সিংহভাগই আজ পরকীয়ায় লিপ্ত। উচিত কথা সহ্য না হলে কাহারো কিছু করার নাই।

ওয়ারাকাহ.....

29/12/2024
26/12/2024

সুবহানাল্লাহ কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় সদ্যভূমিষ্ট হওয়া শিশুর মুখে 'আল্লাহ' 'আল্লাহ' ডাক। ঘটনাটি ঘটেছে কুলিয়ারচর আল-রাজ্জাক ডিজিটাল হসপিটালে

ময়মনসিংহ টিভি

25/12/2024

প্রথম কাতারে নামাজ পড়েও লাভ নাই!!



#ময়মনসিংহ টিভি

24/12/2024

শীতের ওজুর পানি খুবই জরুরী??





23/12/2024

অদ্ভুত দুনিয়া🙂



#ভাইরালভিডিওシ

দিন যত যাচ্ছে বিয়েটা ততোই কঠিন হচ্ছে। - এটা বিয়ে-শাদী না, হয়ে গেছে যুদ্ধ। একধরনের যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়েছে। মাত্র ২০ ...
17/12/2024

দিন যত যাচ্ছে বিয়েটা ততোই কঠিন হচ্ছে।
- এটা বিয়ে-শাদী না, হয়ে গেছে যুদ্ধ।

একধরনের যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়েছে। মাত্র ২০ বছরে, হ্যা! মাত্র ২০ বছরে তুমুল চেঞ্জ এসেছে সোসাইটিতে।
একটা নোংরা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে।
স্টাবলিশ লাইফ, কালারফুল কালচার, ব্রাইট ফিউচারের পেছনে সবাই ছুটছে।
ক্যারিয়ার আর গ্ল্যামারের ঝনঝনানি বাজছে পুরো সোসাইটিতে।

২৫+ অবিবাহিতা নারী ঘরে ঘরে বসে আছে। বিয়ে হচ্ছে না, জিজ্ঞেস করলে জানবেন, ভালো যোগ্যতাসম্পন্নপাত্র পাওয়া যাচ্ছে না।
যোগ্যতাবান পাত্র খুজতে খুজতে কখন যে নিজেই অযোগ্য হয়ে যাচ্ছে তার খবর কে দিবে!
বিশ বছর আগেও ২৫+ অবিবাহিতা কয়টা মেয়ে আপনি সোসাইটিতে দেখেছেন? এখন তো সংখ্যা ৪০% ছাড়িয়ে গেছে! হিউজ সংখ্যক মেয়ে বিয়ের বাকী রয়ে গেছে।আজকাল ছেলেরাও ৩০ এর আগে বিয়ে করতে চায় না।কিভাবে করবে, যে এক্সপেক্টশনের লিস্ট তার হাতে এই সোসাইটি ধরিয়ে দিয়েছে সেটা সে চাইলেও ৩০/৩৩ এর আগে পারবে না।

একটা ছেলের স্টাডি শেষ হবার পর জবে ঢুকতে মিনিমাম ২৮/২৯ বয়স হয়ে যায়। জবে ঢুকার পর ফিউচার, ক্যারিয়ার, বিয়ের দেনমোহর, খরচ এসব যোগাতে আরো ৩/৪ বছর চলে যায়। ৩৩/৩৪ এ একটা ছেলের বিয়ে করার আগ্রহ অনেকটা কমে যায়। কি কারনে কমে যায় সেটা এই বয়সের ছেলেরা খুব ভালো জানে।
একটা পুরুষ যৌবনপ্রাপ্ত হয় ১৪/১৫ তে, সে বিয়ে করে ৩৩/৩৪ এ।
একটা নারীর নারীত্ব আসে ১২/১৪ তে, সেখানে সে বিয়ে করে ২৫/২৬ এ।

এই যে লম্বা একটা বিগেস্ট গ্যাপ এটার কারন কি? মানুষ যখন কোনো কিছু সহজ পথে না পায় তখন সে বাঁকা পথেই চাহিদা পূরণ করতে চাইবে।
এই বাঁকা পথের মাধ্যমে ইউজ করছে ফোন, ফেজবুক, হোয়াটসঅ্যাপ, ইমু, ভাইবার এসব।
এজন্য তো লিভ টুগেদার কালচারও শুরু হয়েছে।
আর এসব যখন এভাবেই পাওয়া যাচ্ছে তাহলে বিয়ে করার দরকারটাই কি?
মানুষ প্রচুর অপশন পাচ্ছে। সবার হাতে ২/৪ জন করে রেডি আছে। একজন চলে গেলে কোনো ব্যাপার না। অন্যজন তো আছেই।

অনেকে বলবে ভালো জব বা টাকা ইনকাম না করলে বউকে খাওয়াবে কি?
এ বিষয়ে আমার কিছু কথা আছে-
আমাদের ১/২ জেনারেশন আগেও ১২/১৪ বছরের মেয়ে ১৮/২০ বছরের ছেলের বিয়ে হয়েছে। তাদের কে ছেলের বাবা খাওয়াইছে? কই তারা কি মরে গেছিলো? তাদের বংশ থেকেই তো আমরা বর্তমান প্রজন্ম এসেছি।
উন্নত পশ্চিমা দেশের ব্যাপার অন্যরকম। ওখানে যেমন ক্যারিয়ার আছে, ঠিক তেমনি ২০+ বয়সে ভালো জব বা কাজের ব্যবস্থা আছে। আমরা ব্রিটিশ কলোনীর গোলামী সিস্টেমের পড়াশোনা করছি, যখন মানুষের অর্ধেক জীবন পার হওয়ার পর কাজ পাওয়া যায়। এটাতো ব্রিটিশ করেছিলো, আমরা যাতে সবদিক দিয়ে অকর্মন্য থাকি।

৩০ এর পর বাচ্চা জন্ম নিলে সে বাচ্চা পরিপূর্ণ মানসিক বিকাশ পায় না।
যাই হোক, যা বলছিলাম, ঐ ৩৩/৩৪ ছেলে যখন বিয়ের জন্য পাত্রী খুঁজে তখন সে সুন্দরী খোঁজে।কারন সে দেখেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে মেয়েরা আপোস করে না। সেও গ্ল্যামারে আপোষ করে না। তখন সে বিয়ে করে ১৮/২০ বছরের মেয়েকে।
এই যে লম্বা সময় গ্যাপ, তাতে ওদের না হয় মেন্টালি ম্যাচ, না হয় ফিজিকাল ম্যাচ। তার ফলে কি হয়? বিয়ের কিছু দিন পর হয় তাদের ডিভার্স হবে, না হয় সেপারেশন না হয় পরকীয়া!
আর ওদিকে ২৮/৩০ বছরের উচ্চশিক্ষিত মেয়ে, যে এতোদিন যোগ্যতাবান পাত্র খুজে পায় নি, সেও কিন্তু এতদিনে যোগ্যতাবান পাত্র পাচ্ছে কিন্তু তার বয়সের ছাপ, আর মলিন মুখ দেখে উল্টো রিজেক্ট হচ্ছে।

আসলে দোষটা কারো নয়। দোষটা হচ্ছে আমাদের চিন্তার, মানসিকতার, সামাজিকতার।
যে সমাজ একজন নিরপরাধ মানুষের হত্যা ঠেকাতে পারে না, একজন মানুষের রুজির ব্যবস্থা করতে পারে না।

সেটা কিসের সমাজ? সেই সমাজের কথা কেন শুনতে হবে?

16/12/2024

ফজর ও এশার নামাজের গুরুত্ব??
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ❤️🥰

15/12/2024

সিংহের পুত্র সিংহই হবে।
আমি এই আFগাNনী শাহজাদার খুতবা শুনে সত্যিই আশ্চর্যান্বিত হয়েছি।
আল্লাহ কবুল করুন।

Address

Mymensingh

Telephone

+8801639333577

Website

Alerts

Be the first to know and let us send you an email when ময়মনসিংহ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ময়মনসিংহ টিভি:

Share