
18/07/2025
🕋 আল্লাহর উপর ভরসা করো – তাওয়াক্কুলের শিক্ষা 🌙
আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং সকল সমস্যার সমাধানকারী। এই দুনিয়ার প্রতিটি মানুষই কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন—কখনো অর্থনৈতিক সংকট, কখনো পারিবারিক কষ্ট, আবার কখনো মানসিক অস্থিরতা। কিন্তু মুমিনের একমাত্র আশ্রয়স্থল আল্লাহ। তিনি বলেন:
“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট।”
(সূরা আত-তালাক: ৩)
আমরা অনেক সময় মানুষের উপর নির্ভর করে আশাহত হই, কিন্তু আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ শুনেন; আপনি যদি কাঁদেন, আল্লাহ সাড়া দেন; আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। এমন রবকে ছাড়া আর কার উপর ভরসা করবেন?
প্রিয় ভাই ও বোন, দুনিয়ার বিপদ, কষ্ট আর দুঃসংবাদে ভেঙে পড়বেন না। কারণ আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনার কান্না, আপনার হতাশা—সবই আল্লাহ জানেন। তিনি সবকিছু দেখেন, বোঝেন এবং সময়মতো উত্তম পুরস্কার দেন।
🤲 আসুন, নিজের চিন্তা ও ভয় আল্লাহর হাতে ছেড়ে দিই। তার উপর পূর্ণ তাওয়াক্কুল করি।
💬 আপনার বন্ধুকে ট্যাগ করুন, যেন সেও এই শান্তির বার্তাটি পড়ে।
#ইসলামিক_পোস্ট, #ইসলাম, #ইসলামিক_উক্তি, #কুরআন, #হাদিস, #ইসলামিক_জীবন, #আল্লাহ, #রাসূল, #নামাজ, #রোজা, #দ্বীন, #মুসলিম, #ইসলামিক_মেসেজ, #ইসলামিক_উক্তি, #জান্নাত, #জাহান্নাম, #তাওহীদ, #ইবাদত, #দোআ, #জিকির, #ইসলামিক_কথা, #ইসলামিক_নোট, #ইসলামিক_ভিডিও, #ইসলামিক_সংগীত, #ইসলামিক_সংবাদ, #ইসলামিক_আলোচনা, #ইসলামিক_জ্ঞান, #ইসলামিক_উপার্জন, #ইসলামিক_জীবন_যাপন, #ইসলামিক_অনুপ্রেরণা, #ইসলামিক_শিক্ষনীয়, #ইসলামিক_উপদেশ, #ইসলামিক_সংগঠন, #ইসলামিক_অনুষ্ঠান, #ইসলামিক_বক্তৃতা, #ইসলামিক_গল্প , , , , , , , ❤️🕋❤️🕋 🧡 🌹 💞❣️💖 ❤️ , , , and ,