Islamic Topic

Islamic Topic ইসলাম হলো শান্তির ধর্ম। তাই ইসলামের সঠিক তথ্য জানার জন্য এই পেইজটি ফলো করুন, দয়া করে

আখিরাতের স্মরণএই দুনিয়া চিরস্থায়ী নয়। প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে, আমরাও যাবো। তাই আখিরাতকে ভুলে যাওয়া মানে হচ্ছে চির...
25/07/2025

আখিরাতের স্মরণ
এই দুনিয়া চিরস্থায়ী নয়। প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে, আমরাও যাবো। তাই আখিরাতকে ভুলে যাওয়া মানে হচ্ছে চিরন্তন জীবনের প্রস্তুতিকে উপেক্ষা করা।

আল্লাহ বলেন:

"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।" — (সূরা আল-ইমরান, ৩:১৮৫)

আমরা যদি আখিরাতের কথা মনে রাখি, তাহলে আমাদের গুনাহ কম হবে, অন্যের সাথে আচরণ ভালো হবে, আর আমরা নিজেদের হিসাবের জন্য প্রস্তুত থাকতে পারবো।

ইসলামিক_শিক্ষনীয়, #ইসলামিক_উপদেশ, #ইসলামিক_সংগঠন, #ইসলামিক_অনুষ্ঠান, #ইসলামিক_বক্তৃতা, #ইসলামিক_গল্প , , , , , , , ❤️🕋❤️🕋 🧡 🌹 💞❣️💖 ❤️ , , , and ,

পিতা-মাতার প্রতি দায়িত্বআল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন:"তোমার পালনকর্তা নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কারও এবাদত কর...
24/07/2025

পিতা-মাতার প্রতি দায়িত্ব
আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন:

"তোমার পালনকর্তা নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো।" — (সূরা আল-ইসরা, ১৭:২৩)

পিতা-মাতা আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আমরা যেন কখনো তাদের প্রতি অবজ্ঞা না করি, কণ্ঠে ‘উফ্‌’ শব্দটিও না করি।

তাদের জন্য নিয়মিত দোয়া করা, তাদের ইচ্ছাকে সম্মান করা, এবং বার্ধক্যে তাদের পাশে থাকা — এগুলো আমাদের ধর্মীয় দায়িত্ব। #তাওহীদ #ইসলামিক_বক্তৃতা #আল্লাহ #ইসলামিক_উপদেশ #ইসলামিক_অনুষ্ঠান #ইসলামিক_গল্প #ইসলামিক_পোস্ট #ইসলামিক_শিক্ষনীয় #ইসলামিক_কথা #কুরআন ❤️🕋❤️🕋 #জিকির #ইসলাম #দ্বীন #রাসূল #ইসলামিক_মেসেজ #ইসলামিক_উক্তি #ইসলামিক_জীবন #ইবাদত #দোআ #মুসলিম

নামাজ: মুমিনের মেরাজনামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটি মুমিনের সাথে আল্লাহর সংযোগের মাধ্যম। রাসূল (সাঃ) বলেন:"নামাজ মুমিন...
23/07/2025

নামাজ: মুমিনের মেরাজ
নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটি মুমিনের সাথে আল্লাহর সংযোগের মাধ্যম। রাসূল (সাঃ) বলেন:

"নামাজ মুমিনের মেরাজ।" — (সহীহ হাদীস)

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহর স্মরণ করিয়ে দেয়, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। যেকোনো কাজের মাঝে বিরতি নিয়ে নামাজ পড়া মানে হচ্ছে — আমরা আমাদের আত্মার খোরাক দিচ্ছি।

নামাজের মাধ্যমে আমরা আমাদের দুশ্চিন্তা, ভয়, আশা সব আল্লাহর সামনে পেশ করতে পারি। এটি শুধু শরীরের কিছু রুকু-সিজদা নয়, বরং এটি হৃদয়ের আহ্বান। #ইসলামিক_সংগঠন #ইসলামিক_শিক্ষনীয় #ইসলামিক_গল্প #ইসলামিক_পোস্ট #ইসলামিক_কথা #ইসলামিক_উপদেশ #কুরআন #ইসলামিক_বক্তৃতা #আল্লাহ #তাওহীদ #ইসলামিক_অনুষ্ঠান #রোজা #জিকির #ইসলাম #জাহান্নাম #জান্নাত #দ্বীন #রাসূল #নামাজ #হাদিস #ইসলামিক_মেসেজ ❤️🕋❤️🕋 🧡 🌹 💞❣️💖 ❤️

সৎ চরিত্র ও ইসলামের গুরুত্বইসলামে চরিত্র গঠনের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) বলেন:"তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার চ...
22/07/2025

সৎ চরিত্র ও ইসলামের গুরুত্ব
ইসলামে চরিত্র গঠনের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) বলেন:

"তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র উত্তম।" — (বুখারী)

ইসলামের মূল শিক্ষা হল — একজন মুসলিম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার আচার-আচরণ, কথাবার্তা, ব্যবহার — সবকিছুতেই ইসলামের প্রতিফলন থাকতে হবে।

সততা, ধৈর্য, ক্ষমাশীলতা, বিনয় — এই গুণগুলোই ইসলাম একজন মুসলমানের মধ্যে দেখতে চায়। রাসূল (সাঃ) মক্কার কাফিরদেরও কখনো গালি দেননি। তিনি ছিলেন দয়া, সদাচরণ ও ধৈর্যের মূর্ত প্রতীক।

আমরা যখন অন্যদের সাথে কথা বলি, ব্যবসা করি, পরিবারের সাথে থাকি — প্রতিটি জায়গায় যেন আমরা ইসলামিক মূল্যবোধ বজায় রাখি। তাহলেই আমাদের সমাজে শান্তি আসবে।

#ইসলামিক_পোস্ট #কুরআন #ইসলামিক_কথা #আল্লাহ #ইসলামিক_বক্তৃতা ❤️🕋❤️🕋 #ইসলামিক_শিক্ষনীয় #ইসলামিক_গল্প #ইসলামিক_সংগঠন #তাওহীদ #ইসলামিক_উপদেশ #রোজা #জিকির #ইসলাম #দ্বীন #রাসূল #জাহান্নাম

🕋 ইসলামিক পোস্ট ১: আল্লাহর উপর ভরসা (তাওয়াক্কুল)আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার উপর ভরসা রাখা একজন মুমিনের ঈমানের গুরুত্ব...
21/07/2025

🕋 ইসলামিক পোস্ট ১: আল্লাহর উপর ভরসা (তাওয়াক্কুল)
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার উপর ভরসা রাখা একজন মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। কুরআনে বলা হয়েছে:

"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট।" — (সূরা আত-তালাক, ৬৫:৩)

জীবনে আমাদের নানা দুশ্চিন্তা, দুঃখ-কষ্ট থাকে। অনিশ্চয়তার মধ্যে অনেকেই হতাশ হয়ে পড়ি। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা মানে হল — আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর আল্লাহর হাতে ফলাফল সোপর্দ করবেন।

রাসূল (সাঃ) বলেছেন, "যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যেমন তাওয়াক্কুল করা উচিত, তবে তিনি তোমাদেরকে এমন রিযিক দিতেন যেমন তিনি পাখিকে দেন; সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেটভরে ফিরে আসে।" (তিরমিযি)

তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং কাজের সাথে আস্থা। আপনি কাজ করলেন, পরিকল্পনা করলেন, তারপর বললেন — "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল" (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই শ্রেষ্ঠ রক্ষণকারী)। এর মাধ্যমে আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন, আর তিনিও আপনাকে হতাশ করেন না। #ইসলামিক_কথা #আল্লাহ #ইসলামিক_পোস্ট #কুরআন #ইসলামিক_শিক্ষনীয়, #ইসলামিক_উপদেশ, #ইসলামিক_সংগঠন, #ইসলামিক_অনুষ্ঠান, #ইসলামিক_বক্তৃতা, #ইসলামিক_গল্প , , , , , , , ❤️🕋❤️🕋 🧡 🌹 💞❣️💖 ❤️ , , , and , #জিকির #ইসলাম #জাহান্নাম #রাসূল #জান্নাত #দ্বীন #হাদিস #দোআ #মুসলিম #ইসলামিক_জীবন #ইসলামিক_উক্তি #ইসলামিক_মেসেজ #রোজা #তাওহীদ

🕋 আল্লাহর উপর ভরসা করো – তাওয়াক্কুলের শিক্ষা 🌙আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং সকল সম...
18/07/2025

🕋 আল্লাহর উপর ভরসা করো – তাওয়াক্কুলের শিক্ষা 🌙

আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং সকল সমস্যার সমাধানকারী। এই দুনিয়ার প্রতিটি মানুষই কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন—কখনো অর্থনৈতিক সংকট, কখনো পারিবারিক কষ্ট, আবার কখনো মানসিক অস্থিরতা। কিন্তু মুমিনের একমাত্র আশ্রয়স্থল আল্লাহ। তিনি বলেন:

“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট।”
(সূরা আত-তালাক: ৩)

আমরা অনেক সময় মানুষের উপর নির্ভর করে আশাহত হই, কিন্তু আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ শুনেন; আপনি যদি কাঁদেন, আল্লাহ সাড়া দেন; আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। এমন রবকে ছাড়া আর কার উপর ভরসা করবেন?

প্রিয় ভাই ও বোন, দুনিয়ার বিপদ, কষ্ট আর দুঃসংবাদে ভেঙে পড়বেন না। কারণ আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনার কান্না, আপনার হতাশা—সবই আল্লাহ জানেন। তিনি সবকিছু দেখেন, বোঝেন এবং সময়মতো উত্তম পুরস্কার দেন।

🤲 আসুন, নিজের চিন্তা ও ভয় আল্লাহর হাতে ছেড়ে দিই। তার উপর পূর্ণ তাওয়াক্কুল করি।
💬 আপনার বন্ধুকে ট্যাগ করুন, যেন সেও এই শান্তির বার্তাটি পড়ে।

#ইসলামিক_পোস্ট, #ইসলাম, #ইসলামিক_উক্তি, #কুরআন, #হাদিস, #ইসলামিক_জীবন, #আল্লাহ, #রাসূল, #নামাজ, #রোজা, #দ্বীন, #মুসলিম, #ইসলামিক_মেসেজ, #ইসলামিক_উক্তি, #জান্নাত, #জাহান্নাম, #তাওহীদ, #ইবাদত, #দোআ, #জিকির, #ইসলামিক_কথা, #ইসলামিক_নোট, #ইসলামিক_ভিডিও, #ইসলামিক_সংগীত, #ইসলামিক_সংবাদ, #ইসলামিক_আলোচনা, #ইসলামিক_জ্ঞান, #ইসলামিক_উপার্জন, #ইসলামিক_জীবন_যাপন, #ইসলামিক_অনুপ্রেরণা, #ইসলামিক_শিক্ষনীয়, #ইসলামিক_উপদেশ, #ইসলামিক_সংগঠন, #ইসলামিক_অনুষ্ঠান, #ইসলামিক_বক্তৃতা, #ইসলামিক_গল্প , , , , , , , ❤️🕋❤️🕋 🧡 🌹 💞❣️💖 ❤️ , , , and ,

আমার সকল বন্ধুদের জানাই ঈদ মোবারক 💖💖🤲
11/04/2024

আমার সকল বন্ধুদের জানাই ঈদ মোবারক 💖💖🤲

Address

Mymensingh, Gouripur, Bokainagar, Tangatipara
Mymensingh
2280

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Topic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Topic:

Share