Munnaf Motivation New

Munnaf Motivation New ♥️ motivational Speaker ❤️
(4)

সময় আর পরিস্থিতি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। যা আমি কখনো হাড়াতে চাইনি। আল্লাহ চাইলে তার চেয়েও ভালো কিছু পাব ইন...
01/12/2025

সময় আর পরিস্থিতি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। যা আমি কখনো হাড়াতে চাইনি। আল্লাহ চাইলে তার চেয়েও ভালো কিছু পাব ইনশাআল্লাহ 🌿

শুভ সকাল

💔🌧 খুব আবেগময় দুঃখের গল্প — “ভুল সময়ে ফিরে আসা” 🌧💔রাত প্রায় ১১টা।স্টেশনে বসে আছে মেহজাবিন— হাতে একটা কাগজ। কাগজটায় শুধু ...
30/11/2025

💔🌧 খুব আবেগময় দুঃখের গল্প — “ভুল সময়ে ফিরে আসা” 🌧💔

রাত প্রায় ১১টা।
স্টেশনে বসে আছে মেহজাবিন— হাতে একটা কাগজ। কাগজটায় শুধু তিনটা লাইন:

“আমি ফিরছি।
আবার সব ঠিক করব।
অপেক্ষা করো।”

এই কাগজটা লিখেছিল রাফিদ, এক বছর আগে।
তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাফিদ শহর ছেড়ে চলে গিয়েছিল।
মেহজাবিন কেঁদে কেঁদে তাকে বলেছিল—
“একদিন যদি ফিরে আসিস, আমি এখানেই থাকব…”

আজ হঠাৎ রাফিদের বড় ভাই ফোন করে বলল—
“রাফিদ তোকে খুঁজছিল… ও আজ রাতে ট্রেনে আসবে।”

শুনেই মেহজাবিন দৌড়ে চলে আসে স্টেশনে।
মনে মনে ভাবছে—
"আজ সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলব। তাকে বলব, আমি এখনো ঠিক আগের মতোই ভালোবাসি…"

ট্রেনের শব্দ শোনা গেল।
ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল ট্রেন।
যাত্রীরা নেমে যাচ্ছে।
মেহজাবিন দাঁড়িয়ে আছে চোখ ভিজে— আশা করে দেখছে, রাফিদ এসে তাকে ডাকবে—

“মেহু…”

কিন্তু শেষ পর্যন্ত…
সব যাত্রী নেমে গেল।
রাফিদ এল না।

হঠাৎ রাফিদের বড় ভাই দৌড়ে এসে তাকে ধরে বলল—
“ও এসেছিল… কিন্তু নেমে আসার আগেই হার্ট অ্যাটাক…”
তার গলা কেঁপে গেল,
“…ওর শেষ কথাটা ছিল— ‘মেহু কি আসবে?’”

মেহজাবিন আর দাঁড়িয়ে থাকতে পারল না।
স্টেশনের ঠাণ্ডা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে কাগজটাকে বুকে চেপে ধরল।

আকাশ থেকে হালকা বৃষ্টি পড়ছিল।
যেন সময় নিজেই প্রশ্ন করছে—
“কেউ কেন সবসময় একটু দেরিতে ফিরে আসে?”❤️🌧

30/11/2025

কেউ চাইলেই দুরে যায় না...

30/11/2025

যে মানুষ তোমাকে নিয়ে...

মানুষের শব্দহীন কান্না আর টাকার অভাব -এই দুটোই একধরনের নীরব মৃত্যুর মতো 🌿
30/11/2025

মানুষের শব্দহীন কান্না আর টাকার অভাব -এই দুটোই একধরনের নীরব মৃত্যুর মতো 🌿

💔🌧 হৃদয়বিদারক গল্প — “অসুহ্য অপেক্ষা” 🌧💔রাস্তার মোড়ে বসে আছে রায়হান। সামনে একটা হুইলচেয়ার। চাকা দুটো পুরনো, হাতলটা ভাঙা—...
29/11/2025

💔🌧 হৃদয়বিদারক গল্প — “অসুহ্য অপেক্ষা” 🌧💔

রাস্তার মোড়ে বসে আছে রায়হান। সামনে একটা হুইলচেয়ার। চাকা দুটো পুরনো, হাতলটা ভাঙা— কিন্তু এটাই তার ছয় বছরের সঙ্গী।

হুইলচেয়ারে বসা মানুষটা— রায়হানের বাবা। স্ট্রোকে কথা বলতে পারেন না… শুধু চোখ দিয়ে ইশারা করেন।

আজ রায়হানের মনের মধ্যে কেমন একটা অস্থিরতা। কারণ আজ বাবার জন্মদিন।

রায়হান ছোটবেলায় বাবাকে বলত— “বাবা, তুমি যেমন আমাকে স্কুলে নিয়ে যাও, একদিন আমিও তোমাকে নিয়ে ঘুরতে যাব!” বাবা হাসতেন— “বাবা বড় হলে অবশ্যই নিয়ে যাবে।”

সময় বদলেছে… কিন্তু প্রতিশ্রুতিটা বদলায়নি।

আজ রায়হান তার অসুস্থ বাবাকে নিয়ে নদীর পাড়ে এসেছে। শীতের বাতাসে বাবার চোখে পানি জমে আছে। রায়হান চুপচাপ বাবার হাত ধরে বলল—

“বাবা… তুমি ভয় পেয়ো না। আমি আছি।”

ঠিক তখনই বাবা অস্পষ্টভাবে ঠোঁট নড়ালেন। রায়হান বুঝতে পারল না, কিন্তু একটা শব্দ বের হল— “মাফ…”

রায়হান কেঁপে গেল। “বাবা, তুমি কেন মাফ চাইছো?”

বাবা চোখ দিয়ে আকাশের দিকে ইশারা করলেন। হঠাৎ তার নিশ্বাস দ্রুত হয়ে গেল… হুইলচেয়ারের হাতলটা দৃঢ়ভাবে চেপে ধরলেন… রায়হান ভয় পেয়ে বাবাকে বুকে জড়াল—

“বাবা! আমাকে ছেড়ে যেয়ো না… আমি তো এখনও তোমাকে সবকিছু ফিরিয়ে দিতে পারিনি…”

কিন্তু তখন আর কিছুই বাকি ছিল না। নদীর বাতাস থমকে গেল। রায়হানের হাতে বাবার হাতটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল— যেন পৃথিবীর সব অপেক্ষার শেষ ঘোষণা।

রায়হান বাবার মাথা কোলে নিয়ে ফিসফিস করে বলল—

“বাবা… তুমি তো বলেছিলে আমি বড় হয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাব… একবারও কি আমার কথা রাখলে না?”

নদীর পাড়ের নীরবতা ভেঙে শুধু রায়হানের কান্নার শব্দ— অথচ বাবার চোখ বন্ধ… চিরতরে।

💔 শেষ লাইন:

কিছু প্রতিশ্রুতি কখনো পূরণ হওয়ার আগেই শেষ হয়ে যায়… আর সেই শেষটাই মানুষের বুকের ভেতর আজীবন কাঁদিয়ে রাখে।

29/11/2025

যে মানুষকে তুমি নিজের ভেবেছিলে-

🌿✨ “গ্রামের সকাল— রোদ, বাতাস আর শান্তির নিঃশব্দ গল্প।” ☀️🌾শুভ দুপুর
29/11/2025

🌿✨ “গ্রামের সকাল— রোদ, বাতাস আর শান্তির নিঃশব্দ গল্প।” ☀️🌾

শুভ দুপুর

29/11/2025

কিছু কষ্ট আছে-

আমাদের জীবনে কিছু সম্পর্ক আছে। যা  ভাড়া করা বাড়ীর মতো -তাদেরকে যতোই সাজাও তারা কখনও তোমার হবে না 🌿
29/11/2025

আমাদের জীবনে কিছু সম্পর্ক আছে। যা ভাড়া করা বাড়ীর মতো -তাদেরকে যতোই সাজাও তারা কখনও তোমার হবে না 🌿

 # # 💔🌧 **কষ্টের উপদেশমুলক গল্প — “শেষবারের মতো অপেক্ষা”  🌧💔 রাত ১১টা ৪ মিনিট। হাসপাতালের সামনে নিস্তব্ধতা জমে আছে, আর স...
28/11/2025

# # 💔🌧 **কষ্টের উপদেশমুলক গল্প — “শেষবারের মতো অপেক্ষা” 🌧💔

রাত ১১টা ৪ মিনিট। হাসপাতালের সামনে নিস্তব্ধতা জমে আছে, আর সেই নিস্তব্ধতার ভেতর কাঁপতে থাকা একটা মানুষ—রিমন।

হাতে ফোনটা শক্ত করে ধরে আছে সে। মায়ের শেষ কলটা এখনো স্ক্রিনে দেখা যায়— **“মা কলিং…”** সে ধরেনি। তখন খুব ব্যস্ত ছিল। অথবা… সে তাই ভেবেছিল।

সকালে মা ধীরে বলেছিল— **“বাবা, আজ দুপুরে একসঙ্গে খাই না? অনেক দিন তোমার মুখটা দেখে খাইনি।”**

রিমন বিরক্ত হয়ে উত্তর দিয়েছিল— **“মা, এত জ্বালায় কেন? সময় নেই!”**

মা শুধু হেসেছিল। কিন্তু সেই হাসির ভেতর যে অভিমান লুকিয়ে ছিল— আজ রিমন তা স্পষ্ট দেখতে পাচ্ছে।

হাসপাতালের কেবিনে ঢোকার সময় ডাক্তার মাথা নিচু করে বলল—

**“তিনি বারবার আপনার নাম ডাকছিলেন… বলছিলেন, ‘আমার ছেলে আসবে… একটু অপেক্ষা করি।’ ”**

রিমন হাঁটু ভেঙে বসে পড়ল। মায়ের হাতটা ছুঁতেই মনে হলো— এ হাত তো গতকালও উষ্ণ ছিল! আজ কেন এত ঠান্ডা লাগে?

রিমন কাঁদতে কাঁদতে বলল—

**“মা, আমি এসেছি… তোমাকে আর কখনো অপেক্ষা করাব না… শুধু একবার চোখ খুলো, মা…”**

মায়ের ঠোঁট কাঁপল। কিন্তু আর শব্দ বের হলো না। হয়তো বলতে চেয়েছিল— **“বাবা, এবারটা দেরি হয়ে গেল…”**

রিমনের কান্না থামছিল না। যে সময়টাকে সে সারা জীবন অবহেলা করেছে, সেই সময়টাই আজ তার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল।

সেই রাতে রিমন প্রথমবার বুঝল—

# # # **“মানুষ হারানোর পর নয়,

হারানোর আগেই সময় দিতে হয়।”**

আর সে আরও একটি কঠিন সত্য শিখল—

# # # **“যারা আমাদের সত্যিকারের ভালোবাসে,

তারা অপেক্ষা করতে করতে একদিন চুপচাপ চলে যায়।”**

28/11/2025

হৃদয়ে ব্যথা দিলে...

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Munnaf Motivation New posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munnaf Motivation New:

Share