Dhaka News 365

Dhaka News 365 নতুন চেনেল লাইক দিন ফলো করোন ধন্যবাদ?

21/07/2025

আমি এক ব্যাগ রক্ত ব্যাবস্থা করছি কারো লাগলে জানাবেন O+.

20/07/2025

আমি তারিখ মেনশন করে চলি।

20/07/2025

শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল করছেন জুলাই মঞ্চের নেতারা।

20/07/2025

ট্রেনের ভিতর একটা গান গেয়েই ভাইরাল হলো জাহাংগীর। তবে এই গান মানুষের মনে জায়গায় করে নিয়েছে। গান টা আরো একবার শুনে আসুন। ভালো লাগলে লাইক করে শেয়ার দিতে বুলবেন না।

18/07/2025

লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা। আপনি যেতে প্রস্তুত।

16/07/2025

নাগরিক সমাবেশ থেকে সরাসরি।

16/07/2025

সোনার বাংলা পার্টি বিপ্লবী মানব বন্ধন থেকে সরাসরি জাতীয় প্রেসক্লাব।

09/07/2025

আজকের অতিবৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

ঢাকা, ৯ জুলাই ২০২৫:
আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের এই বৃষ্টিপাত মৌসুমি বায়ুর সক্রিয়তার ফল এবং আগামী ২৪ ঘণ্টা এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শহরের বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে মিরপুর, বাড্ডা, শ্যামলী ও পুরান ঢাকার বেশ কয়েকটি রাস্তায় জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় এমন পরিস্থিতি তৈরি হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ৩টা পর্যন্ত ঢাকায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কৃষকদের জন্য এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আমন ধানের চাষে উপকারী হবে বলে আশা করছেন কৃষি বিশেষজ্ঞরা।

নগরবাসীর প্রতি সতর্কতা হিসেবে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Dhaka news top 10

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
08/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

08/07/2025

আনসার দের আমরন অনশন থেকে সরাসরি

আমরন অনশন চলমান আছে এখনো।
08/07/2025

আমরন অনশন চলমান আছে এখনো।

চাকরি চুত্য আনসার সদস্যদের আমরন অনশন অনাহারে অসুস্থ হয়ে হাসপাতালে ৩.
08/07/2025

চাকরি চুত্য আনসার সদস্যদের আমরন অনশন অনাহারে অসুস্থ হয়ে হাসপাতালে ৩.

Address

Sherpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka News 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka News 365:

Share