Tasnim's Quran Teaching Center

Tasnim's Quran Teaching Center মহিলা ও শিশুদের ঘরে বসেই অনলাইনের মাধ্যম
সহীহ-ভাবে তাজবীদ সহকারে আল-কোরআন শিখানো হয়।
(1)

03/03/2025

#ভর্তি_চলছে! #ভর্তি_চলছে!

সোনামণি ও আপুদের অনলাইনে কুরআন শেখার সুবর্ণ সুযোগ আবার শুরু হতে যাচ্ছে!

☞ এখানে যেকোনো বয়সের মহিলা ও শিশুদের খুব যত্ন সহকারে আদবের মাধ্যমে সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে।

➤ কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ, শিখে ভুলে গেলে মারাত্মক গুনাহ; অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে। তাই কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তিলাওয়াত করা জরুরি। যাঁরা পড়তে জানেন না তাঁদের শিখতে হবে, যাঁরা শিখে ভুলে গেছেন তাঁদের পুনরায় পড়তে হবে এবং যাঁরা ভুল পড়েন তাঁদের সহিহ্ শুদ্ধ করতে হবে। তিন প্রকার লোকের তিলাওয়াতের ভুল মাফ হবেঃ ১) যাঁরা সহিহ্ করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
২) যাঁরা সহিহ্ করার চেষ্টায় রত আছেন।
৩) যাঁদের সহিহ্ শিক্ষার সুযোগ নেই বা সহিহ্ ও ভুলের জ্ঞান নেই।

#ক্লাস_নিবেনঃ আলেমা (Miss) (কুরআন বিভাগ) সোনামণিদের এবং আপুদের খুব যত্ন সহকারে পড়ানো হবে এই কোরআন মাজিদ কোর্স নিয়ে কোনো বয়স সীমা নেই! আপনার দুনিয়ার জন্য ও কাজে লাগবে আখিরাতেও সকল কে আল্লাহ তায়ালা সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন (আমিন)

☞ তাছাড়াও আমাদের রয়েছে আরো অভিজ্ঞ শিক্ষিকা যারা অনেক বছর যাবত কুরআন শিক্ষার পেশায় নিয়োজিত আছেন।

☞ "Tasnim's Quran Teaching Center" বাংলাদেশের অনলাইন কুরআন শিক্ষার একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্লাটফর্ম।

➤ আমাদের সীমিত আসনে দ্রুত রেজিস্ট্রেশন করে কনফার্ম করে নিন! যারা আগে রেজিষ্ট্রেশন করবেন তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01876-373383
#অনলাইন_কোরআন_বিভাগ
Tasnim's Quran Teaching Center

22/12/2024

প্রথম ৭ দিন ফ্রি ক্লাস করুন এবং
পরিপূর্ণ আশ্বস্ত হয়ে তারপর ভর্তি হোন ইনশাআল্লাহ।

#অনলাইন_কোরআন_বিভাগ (ছেলে (ছোট)/যে কোনো বয়সের, মেয়ে)
যারা দীর্ঘদিন যাবৎ নিজে স্পষ্ট-শুদ্ধ ভাবে কোরআন পড়ার স্বপ্ন দেখছেন অথবা সন্তানকে কোরআন পড়াতে চাচ্ছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তবে অফলাইন মাদ্রাসায় পড়ার সুযোগ হচ্ছে না আমাদের অনলাইনে বিশেষ ভাবে পড়ার সুযোগ এবং Tasnim academy আপনার আস্থার ঠিকানা।

প্রিয় ভাই ও বোন! আপনি বা আপনার সন্তানকে দ্বীনের পথে নিতে চাচ্ছেন মহান আল্লাহ তা'য়ালার রহমত বর্ষিত হোক আপনাদের উপর এবং আপনার নিজ ইচ্ছে পূরণ করুক (আমীন) আমাদের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আপনার সন্তানকে মস্কো করাবো ইনশাআল্লাহ।

এই পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যা মানুষ এত বেশী পরিমাণে মুখস্থ করেছে এবং নিজেদের মাঝে তা ধারণ করেছে কেননা আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে ইরশাদ করেন: إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
অর্থাৎ, "নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, এবং নিশ্চয় আমিই তার সংরক্ষণকারী"।

আমাদের রাসূল প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের উপর কোরআন নাজিল হওয়ার পর তিনি সাহাবায়ে কেরামকে তা শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম খুব গুরুত্ব দিয়ে কোরআন শিখতেন এবং প্রতিদিন একটু একটু করে মুখস্থ করতেন এভাবে নাবীজির ওয়াফাতের পর তারা পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে ছুটে গিয়েছেন এবং লোকদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, ইসলামের হুকুম আহকাম ও বিধিবিধান শিক্ষা দিয়েছেন। এভাবেই যুগ পরম্পরায় আমাদের পর্যন্ত কোরআনে কারীম এসে পৌঁছেছে। আমরা কতই না ভাগ্যবান হতে পারতাম যদি সেই মোবারক কাফেলায় আমরাও নিজেদের নামটিকে শামিল করতে পারতাম।
আল্লাহ কবুল করুন

👉অনলাইন কোরআন বৈশিষ্ট্য:
✅ নিয়মিত ৬ ঘন্টা ক্লাসের ব্যবস্থা।
✅ কেউ চাইলে পার্ট টাইম পড়তে পারবেন।
✅ সবক মুখস্থ করার পূর্বে মাশক করিয়ে দেয়া।
✅ নিয়মিত সবকের তথ্য সংরক্ষণ করা।
✅ সার্বক্ষণিক গ্রুপ সাপোর্ট প্রদান করা।

✅ প্রাপ্তবয়স্ক বোনদের জন্য পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে ক্লাস করার ব্যবস্থা।

➡️ পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের ক্লাস সম্পূর্ণ আলাদা।
➡️ বোনদের ক্লাস আলেমা শিক্ষিকা পরিচালনা করেন।

⏰ ক্লাস টাইম:
৪:০০ থেকে মাগরিব পর্যন্ত।
•| কেউ চাইলে প্রতিদিনের পড়া কমপ্লিট করে নির্ধারিত সময়ের আগেই ক্লাস

18/11/2024

ঘুমানোর আগের দোয়া اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ : 'আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ...

আল কোরআন তেলাওয়াতে থামা বা ওয়াকফ করার নিয়মাবলী :★ওয়াকফ অর্থ কি তা কত প্রকার?  (এর বিস্তারিত আলোচনা এই পোস্টে)ওয়াকফ অর...
08/11/2024

আল কোরআন তেলাওয়াতে থামা বা ওয়াকফ করার নিয়মাবলী :

★ওয়াকফ অর্থ কি তা কত প্রকার? (এর বিস্তারিত আলোচনা এই পোস্টে)

ওয়াকফ অর্থ কোনো শব্দের শেষের অক্ষর কে সাকিন করে থামা আর দুই যবরযুক্ত শেষ অক্ষর হলে এক যবর করে এক আলিফ লম্বা করে থামা যা অনেক প্রকার।

প্রসিদ্ধ কয়েকটি হচ্ছে এই-

১.ওয়াকফে লাযেম(م): তা ওই স্থানে হয় যেখানে থামা আবশ্যক। না থামলে অনেক সময় অর্থ বিনষ্ট হওয়ার আশংকা হয়।
তার চিহ্ন হলো م এর উপর থেমে পর থেকে শুরু করবে এবং পূনরাবৃত্তি করবে না।

২.ওয়াকফে মুত্বলাক(ط): এখানে থামা উচিৎ। তার চিহ্ন ط এর উপরও থেমে পর থেকে শুরু করবে এবং পূনরাবৃত্তি করবে না।

(৩) ওয়াকফে জায়িয(ج): এখানে থামা না থামা উভয়টি জায়িয। তার চিহ্ন ج এর উপর থেমে গেলে পর থেকে শুরু করবে।

(৪) ওয়াকফে মুজাওয়ায( ز): এখানে থামা তো জায়িয কিন্তু না থামা উত্তম। তার চিহ্ন ز এই চিহ্ন যদি আয়াতের মধ্যখানে হয়।
তবে এর উপর থামলে পূনরাবৃত্তি করা জরুরি। আর তা আয়াতের উপরে হলে এর উপর থামলে পূনরাবৃত্তি করবে না

(৫) ওয়াকফে মুরাখখাস(ص): তার চিহ্ন হলো ص আর এটা ওয়াকফে মুজাওয়াযের মতো।

★প্রশ্ন: ز – ج – ط – م এবং ص ছাড়াও কোরআন মাজীদে আরো কয়েকটি চিহ্ন দেখা যায়। এগুলির মাঝে কি করতে হয়?

উত্তর:

(i) قِ – قف এ দুটির মাঝে থামা উচিৎ।

(ii) وقفة – سكته এগুলোতে শ্বাস না ছেড়ে একটু থেমে সামনের দিকে পড়া উচিৎ।

(iii) তিনটি তিনটি করে পাশাপাশি দুইটি চিহ্ন থাকে যেগুলিকে “মুআনাকা” বলা হয় এই দুটি থেকে কোনো একটির উপর থামা উচিৎ।
প্রথমটিতে থামা যায়, দ্বিতীয়টিতেও থামা যায়, তবে একসাথে উভয়টিতে থামা যাবে না।

(iv) لا, যেখানে لا লিখিত আছে সেখানে থামবে না, থেমে গেলে পূনরাবৃত্তি করতে হবে। আয়াতের মাঝে (لا)লাম থাকলে থামা যাবে না,আর যেসব ক্ষেত্রে লাম শেষে গোল চিহ্নের উপর থাকে তখন থামতে পারা যায়।

(v) এসব চিহ্ন ছাড়া অন্যান্য চিহ্নগুলো যেখানে লাগানো হয়েছে صل – صلي ইত্যাদি। সেগুলোতে ইচ্ছা করলে থামতে পারবে, নাও থামতে পারবে।
আর যেখানে উপরে নিচে দুটি চিহ্ন লিখিত থাকবে, সেখানে যেটি উপরে লিখিত সেটির উপর আমল করবে।

★প্রশ্ন: কোরআন মাজীদে সাকতা কতটি? এগুলোতে কি করতে হয়?

উত্তর: কোরআন মাজীদে সাকতা চারটি:
(i) সূরা কাহফের শুরুতে -قيما সাকতা عوجاً
(ii) সূরা ইয়াসিনে – هذا সাকতা من مر قدنا
(iii) সূরা ক্বিয়ামায় -راق সাকতা مَنْ
(iv) সূরা মুতাফফিফীনে-ران সাকতা كلا بَلْ

আল্লাহ ﷻ সূরা ইনশিরাহ-তে বলেছেন:“ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা”অর্থ: অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি ...
02/11/2024

আল্লাহ ﷻ সূরা ইনশিরাহ-তে বলেছেন:
“ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা”
অর্থ: অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।
(আল-কুরআন ৯৪:৫-৬)

's Quran Teaching Center

আরবি ২৯টি হরফ #অনলাইন_কোরআন_বিভাগ
28/10/2024

আরবি ২৯টি হরফ

#অনলাইন_কোরআন_বিভাগ

সুবহানাল্লাহ
27/10/2024

সুবহানাল্লাহ

27/10/2024

কোরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি
পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়।’ -সহিহ বোখারি : ৫০২৭

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim's Quran Teaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share