Bangladesh Express

Bangladesh Express Voice of Bangladesh

25/08/2025

দোষ কার??
এই পরকিয়ায় শেষ করে দিচ্ছে সমাজটাকে

বিয়ের ১৩ বছর পরে ও যখন সন্তান হচ্ছিলো না। তখন আমার স্বামী ২য় বিবাহ করেন। এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধার...
24/08/2025

বিয়ের ১৩ বছর পরে ও যখন সন্তান হচ্ছিলো না। তখন আমার স্বামী ২য় বিবাহ করেন। এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি।।

ওই মূহুর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর ১ টা মাস আগে দিতে।
খুব ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করবো৷
আমার মা কে বলেছি। তিনি বলেছেন পাশে আছি যা মনে হয় করো তুমি।।

ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানে ও থাকতে পারো।
আবার তোমার বাবার বাড়ি ও থাকতো পারো।
আমার দরজা সবসময় তোমার জন্য খোলা।
বিয়ে করার পর আমি বাবার বাড়ি যায় কিন্তুু ওখানে ঘুম আসতো না। কোনো কিছু শান্তি লাগতো না।আশেপাশে চাচীদের, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো।
আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো।
বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম।
ওখানে ২ দিন থাকার পর আবার চলে আসি।
এখানে আসলে কলিজা ফেটে যেতো। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে নাস্তা দিচেছ। আমার সংসার টা সামলাচ্ছে।
আমার সাথে শশুর বাড়ির সবাই কথা বলা কমিয়ে দিলো। সবাই নতুন বউকে টাকে নিয়ে মাতামাতি করতো।
আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম।।

তখন মনে হতো বাপের বাড়ি চলে যায়।
এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানে ও ভালো লাগতো না।
আবার একা একা চলে আসতাম। কান্না ও আসতো না আমার।নামাজ কালামে ও মন বসতো না।
আমার শাশুড়ী বলতো তুই চলে যা।
সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও।

গর্ভধারণ এর বিষয় টা প্রায় ১৫ দিনের এর মতো কাউকে বলিনি।
১৫ দিন পর আমার স্বামীকে জানাই।।
তিনি শুনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে। আমি দুজনকেই চালাতে পারবো অসুবিধা নাই।।
তুমি আমার বড় বউ আর ও ছোট বউ। তোমরা দুজনেই থাকো আমার জীবনে।।
তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের ছাড়া আমি বাচবো না।

আমি মনে মনে হেসে বলি হারামজাদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া বাঁচবি সেটা বল।

তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে ২ দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাএি যাপন করবেন।
আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার গুলো পড়ে ছিলো।
বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম।।
আমি স্বামীকে খুব ভালোবাসি।।তবে এখনকার এই চেহারা মানুষ টাকে না।

আমার কান্না আসতো না। তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশের শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি।
আমি তাকে ফিরে পেতে চাই।।
সুন্দর সময় ছিলো আমাদের জীবনটাতে কিন্তুু একটা সন্তান এর জন্য হাহাকার ছিলো।।

সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া,একই থাকলে ও চামড়ার ভিতরের নফস টা বদলে গিয়েছে।
ঘৃণা হয়।।

আমি খেতাম না কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো। আমি খেতাম না।।
আমার শাশুড়ী তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না। আর ননদ ননস গুলো তো আরো বাড়ে।। তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ।
আজীবন আমি রেঁধে বেড়ে খাওয়াইছি সেটার কোন মূল্যা নাই।
যে পাতে খেয়েছে সে পাতে মলমূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা।।

আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেতো।। প্রায় সময়ই আর আমি সেটা দেখতাম। কান্না একটু ও আসতো না।
আমাকে জিজ্ঞেস ও করতো না,, তোমার কি খেতে মন চাই বা তুমি কি খাবে।
ওহ ভালো কথা আমার রান্না কেউ খেতো না। কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না।
এজন্য নতুন বউ আমার শাশুড়ী দের সাহায্য নিয়ে রান্না করতো।
আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম।
আর মানুষ কে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে।

নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ও কে বলি বোন বৃষ্টি আসতেছে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়।
আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি।।।

আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর।।

আমি বুঝতেছিলাম না তখন কি করবো।
দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম আসে।। যেদিন আমার পেইন উঠে ওইদিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিলো না।।
তাই খবর দিতে পারি নাই।
আমার এক চাচাত জা আমাকে মেডিকেল নিয়ে যায়। আমার সাথে আর কেউ যায় নি।
কারণ আমার শাশুড়ী বুড়ো মানুষ উনি নাকি কিছু চিনে না।
আর আমার ননদ ননস এর জামাইরা বিজি এজন্য।

আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে।।
আমি নরমালে ২ টি জমজ পুএ সন্তান এর জন্ম দি।।
সরকারি মেডিকেল এ ৩ দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যায়।
মেডিকেল এ তিন দিন ছিলাম আমাকে শশুর বাড়ি একটা কু*ওা ও দেখতে আসে নাই।
এক বেলা ভাত নিয়ে।

আমি বাপের বাড়ি যাওয়ার ৭ দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চা দের নিয়ে ওদের ওখানে যেতে।

আমার জামাইর থেকে শরম লাগতেছে আমার বাড়িতে আসতে।।

আমি যায় না। আমি বলি এখন যাবো না আরো কয়েকদিন পর যাবো।
৯ দিন পার হওয়ার পরে ও আমি নাম রাখি নাই বাচ্চাদের। মনে করছি শশুর বাড়ির লোকেরা আসলে তখন রাখবো।
কিন্তুু কেউ আসে নাই। পরে আমার এক চাচা উনি মৌলভী।
উনি আমার বাচ্চা দের নাম রেখে দেয়।। কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া।
আমার বাপের বাড়িতে সবাই ছি ছি করে। বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না।
আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায়।
আমাকে তেমন কেউ সাহায্য করতো না। বাচ্চা দের কাঁথা,জামা কাপড় সব আমি ধুয়তাম।।
মা ও কেমন যেন অবহেলা করতো।।

আমার বাচ্চাদের কেউ এক জোড়া কাপড় পযন্ত কিনে দেয় নি।।
পরে আমার১ ভরি গয়না বিক্রি করে বাচ্চা দের প্রয়োজনীয় জিনিস গুলো কিনি।
মার বাড়ি ২০ দিন থাকার পর আমি চলে যায় শশুর বাড়ি।
কারণ এখানে আমি বাচ্চা দের খরচ বহন করতে পারছিলাম না এজন্য।।
শশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয়।
আমার জামাইর নতুন বউকে ডেকে বলে দেখো তোমার ছেলেদের।
তার কোলে দিয়ে বলে এগুলো এখন থেকে তোমার সন্তান অবহেলা করো না।
আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চা টা নিচে পড়ে যায়।।
আর সাথে সাথে কান্না করে উঠে।
আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেক গুলো ঘুষি মারে।
আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চা এগুলো আর কারো বাচ্চা না।।
আমাকে কেউ একটু ধরতে ও আসে নাই যখন মারছিলো।।।

মানুষ কতটা অমানুষ এ রুপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না।।

তারপর ওরা চলে যায় আমার রুম থেকে।। আমি আমার বাচ্চা দের নিয়ে অনেক কান্না করে বলি তোদের মা আছে আমি মরি নাই।
তোদের আমি ভালোবাসি।।

কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি আমার ছেলেদের আকিকা করাবে না।
উনি বলে এখন টাকা নাই পরে করবো। ওদের মুসলমানির সময়।।

তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়া হয়ে গেছো। তোমার দিকে তাকাতে ও ঘৃণা লাগে। পেট টা কত বড় হয়ে গেছে।।
কেমন যেন আমার নানী নানী টাইপ হয়ে গেছো।।

আমি হেঁসে হেঁসে বলি আমার কথা বাদ দাও নাতি।। তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো।।

সে হেঁসে বলে মাশাআল্লাহ আমার নতুন বউ আকাশের চাঁদ।।
আমি বলি আল্লাহ তোমাদের আরো সুখ দিক।।

আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে।।
বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো।।

পরেরদিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে।। আমার বাচ্চাদের নিতে।
আমি বলি তোদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না। আমার বাচ্চা আমি নিয়ে যাবো ।
আমি বাচ্চার মা।

তখন আমার স্বামী আমাকে বলে তোমার সাথে বাহিরে যেতে আমার শরম লাগে।।

আমি কিছু বলি না। বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাবো।
পরে আমাকে ৬০ টাকা দেয়।
আমি সরকারি মেডিকেল এ নিয়ে টিকা দিয়ে আসি।
২ বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না।
মেডিকেল এর এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে।
মেডিকেল এ আমার অনেক সময় লাগে। কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাঁদছিলো।
সবাই বলতেছিলো আমি একা কেন।
কেউ সাথে আসে নাই কেন।।
অনেক কষ্টে বাচ্চা দের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে।
কারণ আসার আর গাড়ি ভাড়া ছিলো না।
২০ মিনিট হাটতে হয়েছিলো বাচ্চা ২ টা নিয়ে।।
যাওয়ার সময় ১০ টাকা দিয়ে রিকশা করে গিয়েছি।
আর একটা টিকার দাম২৫ টাকা।।
২ জনের ৫০ টাকা নিয়েছে।।

বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যায়। বাথরুম থেকে শুনতে পায় আমার স্বামী আমার শাশুড়ী কে বলছে দুধ রোজ নিতে।
কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে।।

আমি বাথরুম থেকে বেড়িয়ে অনেক হাসি বাচ্চা দের কোলে নিয়ে।
রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাঁদছে কেন।
আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করছে।
কারণ আমার বাচ্চারা কাঁদছে টিকার ব্যাথায়।
সে একটু মায়া মহব্বত ও দেখালো না।

আমার নিয়তি এতটা খারাপ....

চলবে....

অবহেলা
১ম খন্ড
Nusrat
সত্য ঘটনা অবলম্বন.....

নেক্সট পার্টগুলো সবার আগে আইডি তে দেওয়া হবে নিল লেখায় চাপ দিয়ে আইডি ফলো করুন 👉 𝐒𝐚𝐡𝐢𝐭𝐭𝐨 - চিরকুট

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?ক্লাউডবার্স্ট (Cloud Burst) বা মেঘ ভাঙ্গা বৃষ্টি হলো এক ধরনের স্বল...
19/08/2025

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

ক্লাউডবার্স্ট (Cloud Burst) বা মেঘ ভাঙ্গা বৃষ্টি হলো এক ধরনের স্বল্প সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত। সাধারণ বৃষ্টির তুলনায় এটি অনেক বেশি ঘন এবং স্বল্প সময়ে বিপুল পরিমাণ পানি ঝরে পড়ে। সাধারণত প্রতি ঘণ্টায় ১০০ মিমি বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউডবার্স্ট বলা হয়।

কীভাবে ক্লাউডবার্স্ট তৈরি হয়?

১. অতিরিক্ত আর্দ্রতা জমা হওয়া: কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প জমা হয় এবং বাতাসের ওঠা-নামার কারণে সেটি মেঘে ঘনীভূত হয়, তখন মেঘ দ্রুত ভারী হয়ে ওঠে। এতে একসাথে বিপুল পরিমাণ বৃষ্টি নেমে আসে।

২. শীতল বায়ুর সাথে সংঘর্ষ: উষ্ণ আর্দ্র বায়ু হঠাৎ শীতল বায়ুর সাথে ধাক্কা খেলে মেঘের ভেতরের জলকণা দ্রুত বড় আকার ধারণ করে। যার কারণে খুব অল্প সময়েই প্রচুর বৃষ্টি হয়ে থাকে।

৩. ভৌগোলিক অবস্থান ও পাহাড়ি অঞ্চল: সাধারণত পাহাড়ি বা অমসৃণ ভূখণ্ডে বায়ুর উল্লম্ব গতিশীলতা বেশি থাকে, তাই এসব অঞ্চলে ক্লাউডবার্স্ট বেশি ঘটে।

বাংলাদেশে কি ক্লাউডবার্স্ট ঘটে?

বাংলাদেশে সরাসরি ক্লাউডবার্স্ট ঘটার প্রমাণ খুবই সীমিত। এর প্রধান কারণ হলো আমাদের ভূপ্রকৃতি বেশ সমতল এবং ক্লাউডবার্স্ট সাধারণত হিমালয়, নেপাল, উত্তর ভারত বা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় বেশি ঘটে। তবে বাংলাদেশে মৌসুমি বৃষ্টি, বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের সময় খুব স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যা অনেক সময় ক্লাউডবার্স্টের মতো মনে হতে পারে।
কিন্তু আবহাওয়াবিদরা এগুলোকে সাধারণত স্বল্পমেয়াদী প্রবল বৃষ্টি (Heavy/Extreme Rainfall Event) হিসেবে উল্লেখ করেন, ক্লাউডবার্স্ট হিসেবে নয়।

অর্থাৎ, বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাউডবার্স্ট রেকর্ড করা হয়নি, তবে কিছু প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিকে অনেকেই তুলনা করেন ক্লাউডবার্স্টের সাথে।

এখন পর্যন্ত বাংলাদেশে কম সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে, মাত্র ১২ ঘন্টায় ৪৩৩ মিলিমিটার(২৭ সেপ্টেম্বর ২০২০)। যা নিকট অতীতে স্বল্প সময়ের মধ্যে বিস্ময়কর পরিমাণ বৃষ্টি।

এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team Ltd.

সেফু দা লায়লার উপর ক্ষেপে গেছে😀
17/08/2025

সেফু দা লায়লার উপর ক্ষেপে গেছে😀

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।আমি ...
15/08/2025

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—
“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।

আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”

কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—
“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”

জবাবে ছেলেটি বলল—
“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।

মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।

আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।

তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”

কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)২। ডেনমার্ক (খ্রিস্ট ধর্ম)৩। ইতালি (খ্রিস্ট ধর্ম)৪। জার্মান ...
14/08/2025

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:
১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)
২। ডেনমার্ক (খ্রিস্ট ধর্ম)
৩। ইতালি (খ্রিস্ট ধর্ম)
৪। জার্মান (খ্রিস্ট ধর্ম)
৫। ফ্রেঞ্চ (খ্রিস্ট ধর্ম)
৬। নরওয়ে (খ্রিস্ট ধর্ম)
৭। বেলজিয়াম (খ্রিস্ট ধর্ম)
৮। স্প্যান (খ্রিস্ট ধর্ম)
৯। ইউকে (খ্রিস্ট ধর্ম)
১০। ফিনল্যান্ড (খ্রিস্ট ধর্ম)

বিশ্বের সর্বোচ্চ চুরির হার:
১। ডেনমার্ক এবং ফিনল্যান্ড (ক্রিশ্চিয়ান)
২। জিম্বাবুয়ে (খ্রিস্ট ধর্ম)
৩। অস্ট্রেলিয়া (খ্রিস্ট ধর্ম)
৪। কানাডা (খ্রিস্ট ধর্ম)
৫। নিউজিল্যান্ড (খ্রিস্ট ধর্ম)
৬। ভারত (হিন্দু ধর্ম)
৭। ইংল্যান্ড এবং ওয়েলস (ক্রিশ্চিয়ান)
৮। ইউএস (খ্রিস্ট ধর্ম)
৯। সুইডেন (খ্রিস্ট ধর্ম)
১০। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্ট ধর্ম)

পৃথিবীর সর্বোচ্চ অ্যালকোহল আসক্তি:
১। মোল্ডোভিয়া (খ্রিস্টান)
২। বেলারুশিয়া (খ্রিস্টান)
৩। লিথুয়ানিয়া (খ্রিস্টান)
৪। রাশিয়া (খ্রিস্টান)
৫। চেক প্রজাতন্ত্র (খ্রিস্টান)
৬। ইউক্রেনীয় (খ্রিস্টান)
৭। অ্যান্ডোরা (ক্রিশ্চিয়ান)
৮। রোমানিয়া (ক্রিশ্চিয়ান)
৯। সার্বিয়া (খ্রিস্টান)
১০। অস্ট্রেলিয়া (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বেশি খুনের হার:
১। হন্ডুরাস (খ্রিস্টান)
২। ভেনেজুয়েলা (খ্রিস্টান)
৩। বেলিজ (খ্রিস্টান)
৪। এল সাভাদর (খ্রিস্টান)
৫। গুয়াতেমালা (খ্রিস্টান)
৬। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্টধর্ম)
৭। সেন্ট কিটস এবং নেভিস (ক্রিশ্চিয়ান)
৮। বাহামা (খ্রিস্টান)
৯। লেসোথো (ক্রিশ্চিয়ান)
১০। জামাইকা (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল:
১। ইয়াকুজা (কোন ধর্ম নেই)
২। আগ্বেরাস (খ্রিস্টান)
৩। ওয়াহ সিং (খ্রিস্টান)
৪। জামাইকা বসএঁ (খ্রিস্টান)
৫। প্রাইমেরো (ক্রিশ্চিয়ান)
৬। দ্য আরিয়ান ব্রাদারহুড (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বড় মাদক দল:
১। পাবলো এসকোবার - কলম্বিয়া (খ্রিস্টান)
২। আমাদো ক্যারিলো - কলম্বিয়া (ক্রিশ্চিয়ান)
৩। কার্লোস লিডার জার্মেন (খ্রিস্টান)
৪। গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কো - কলম্বিয়া (খ্রিস্টান)
৫। জোয়াকুইন গুজম্যান - মেক্সিকো (ক্রিশ্চিয়ান)
৬। রাফায়েল ক্যারো - মেক্সিকো (ক্রিশ্চিয়ান)

অথচ বলা হয় ইসলাম এবং মুসলমানরা পৃথিবীতে সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণ এবং তারা চায় সবাই যেন তাই বিশ্বাস করে ।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু কে করেছে?
মুসলিমরা নয়..

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে শুরু করেছে?
মুসলিমরা নয়..

প্রায় ২০ মিলিয়ন স্থানীয় অস্ট্রেলিয়ানকে কে হত্যা করেছে?
মুসলিমরা নয়..

জাপানের নাগাসাকি এবং হিরোশিমায় কে বোমা ছুড়েছে?
মুসলিমরা নয়..

দক্ষিণ আমেরিকায় প্রায় ১০০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে ?
মুসলিমরা নয়..

উত্তর আমেরিকায় প্রায় ৫০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে?
মুসলিমরা নয়..

আফ্রিকা থেকে ১৮০ মিলিয়নেরও বেশি আফ্রিকানকে যারা অপহরণ করেছিল, তাদের মধ্যে ৮৮% মারা গেছে এবং সাগরে নিক্ষিপ্ত হয়েছে! কে করেছে এ কাজ?
মুসলিমরা নয়..

সন্ত্রাসবাদ বা জঙ্গীবাদের সূচনা মুসলিমদের দ্বারা হয়নি অথচ সংজ্ঞায়িত করা হচ্ছে তাদেরকে।
অমুসলিম সন্ত্রাসী কাজ করলে অপরাধ! কিন্তু মুসলিমরা অধিকার আদায়ের চেষ্টা করলে বলে সন্ত্রাস..!

এটা সুস্পষ্ট সুপরিকল্পিত ষড়যন্ত্র।।

এটাই জাতিসংঘের খেলা।

14/08/2025

এইটা কোনো কথা!!😀😀

আমি সারমিন আক্তার সুমি গত ২০২১ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি রংপুর মেডিকেল চান্স পেয়েছি। আমি একজন দরিদ্র ঘরের সন্তা...
12/08/2025

আমি সারমিন আক্তার সুমি গত ২০২১ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি রংপুর মেডিকেল চান্স পেয়েছি। আমি একজন দরিদ্র ঘরের সন্তান আমার বাবা একজন রিকশাচালক আমার বাবা তার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে বড় করার চেষ্টা করেছে, যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি করোনার মাঝে তখন আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার তিন মাস পর আমার বাবা মার আর্থিক অবস্থা এবং বাবা রিকশা চালক হওয়ার জন্য তারা আমাকে ডির্ভোস দিয়ে দেয়তখন তারা আমার বাবা মাকে এবং আমাকে অনেক অপমান করে এবং অবহেলা করে তখন থেকে নিজের মাঝে জেদ ধরেছি কিছু একটা করবোই কিছু একটা করে দেখাবোই তাদের তারপরে আমি আবার পড়াশোনা নতুন শুরু করি
কলেজ থেকে পাশ করে মেডিকেল ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করি এবং আল্লাহর অশেষ কৃপায় রংপুর মেডিকেলে চান্স পাই এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বাবা-মার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা হয়তো গরীব করে জন্মেছি বলে আমার মাঝে একটা জেদএটাও আল্লাহর একটা রহমত যে আমাকে গরিব জন্ম দিয়েছে, সকালে দোয়া করবেন আমি যেন একজন ভালো ডাক্তার হতে পারি সর্বশেষে একজন ভালো মানুষ হতে পারি

©️MD.Mehedi Hasan

11/08/2025

চাঁদা চাই, চাঁদা চাই

চাঁদা চাই, চাঁদা চাই, দিনে আর রাতে, গরীবের রক্ত ঝরে, তোদেরই হাতে। বাজারের হাটে, ফুটপাতের দোকানে, ভয় আর আতঙ্কে, মানুষ কাঁদে মনে।

ছোট্ট একটা টং, তাও দিতে হয় চাঁদা, না দিলে চলে আসে, যত সব ধাঁধা। কষ্টের টাকায় গড়া, ছোট্ট সে ঘর, সেখানেও এসে হানা দেয়, যমের দোসর।

নেতার নামে চলে, যত সব লুটপাট, গরীবের পেট চলে, না খেয়ে আজ রাত। আর কত সইবো মোরা, আর কত মার? এই সোনার বাংলাতে, নেই কি বিচার?

ইনবক্সে এটা দিয়ে একজন বললো- 'ভাই দেখসেন  #বারিশের অবস্থা?'তাকে রিপ্লাইটা এখানে দেই: একটা মেয়ে তার কাজের জন্য যা করে সেটা...
09/08/2025

ইনবক্সে এটা দিয়ে একজন বললো- 'ভাই দেখসেন #বারিশের অবস্থা?'
তাকে রিপ্লাইটা এখানে দেই: একটা মেয়ে তার কাজের জন্য যা করে সেটা নিয়েই এত কথা বলতে হবে কেন এই ব্যাপারটা আমি এখনো বুঝতেসি না! 😳

from

আগের চেয়ে হাজার গুন খারাপ থাকবেন সামনের দিনগুলোতে। মিলিয়ে নিয়েন...
08/08/2025

আগের চেয়ে হাজার গুন খারাপ থাকবেন সামনের দিনগুলোতে। মিলিয়ে নিয়েন...

লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করেছিল। এই মুহুর্তে লোকটা মরে পড়ে আছে গাজীপুর চৌরাস্তায়।হয়তো...
07/08/2025

লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করেছিল।

এই মুহুর্তে লোকটা মরে পড়ে আছে গাজীপুর চৌরাস্তায়।
হয়তো বিকেলেও লোকটা ভাবছিল, দেশটাকে উন্নত করবে, চাঁদাবাজি বন্ধ করবে।
বিকেল থেকে রাত হতে পারল না।

লোকটা খু*ন হয়ে গেল। একটা পরিবার শেষ।
কারা করেছে, আমরাও জানি, আপনারাও জানেন।
কিন্তু কিছুই বলা যাবে না।

এক জাহেলিয়াত থেকে যে আবার কোন জাহেলিয়াতে যাচ্ছি, আল্লাহই ভালো জানেন।

এক সময় নিজে কত স্বপ্ন দেখতাম।এখন আর দেখি না। কেউ দেখতে চাইলেও না করি।

আজকাল কাউকে আর ভালো কথা বলতে মন চায় না।
দেশ নিয়ে, রাজনীতি নিয়ে কেউ স্বপ্নের কথা বলতে আসলেই আমার ভয় হয়, আমি বলি, রান ফরেস্ট, রান!!

-সাদিকুর রহমান খান

Address

Kalibari Road
Mymensingh

Telephone

+8801762197749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Express:

Share