29/06/2025
সুন্দর তুমি, মুখের নয়—
চোখে আছে যে সত্যের জয়।
মনের গভীর আলো থেকে,
দীপ জ্বালো তুমি অন্ধ কে আঁধার থেকে।
সুন্দর তুমি, কথা তোমার—
নরম হাওয়া, মমতাভরা।
জানো তুমি কিভাবে বুঝাতে,
নির্বাক হৃদয় কাঁদে হাসাতে।