
20/09/2025
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক অবাক হয়ে দেখলেন—তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে!
তিনি একবার চেয়ারের দিকে তাকালেন, তারপর হেসে মনে মনে কিছু ভাবলেন।
কোনো রাগ না দেখিয়ে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলেন তিনটি প্রশ্ন
পরীক্ষা – ১৫ মিনিট, পূর্ণমান ৩০
প্রশ্ন ১: চেয়ার এবং মেঝের মধ্যে দূরত্ব সেন্টিমিটারে নির্ণয় করো। (১ নম্বর)
প্রশ্ন ২: চেয়ারটি ছাদের দিকে কত ডিগ্রি কোণে ঝুঁকে আছে তা নির্ণয় করো। (১ নম্বর)
প্রশ্ন ৩: যে ছাত্রটি চেয়ারটি ছাদে ঝুলিয়েছে এবং যেসব বন্ধু তাকে সাহায্য করেছে, তাদের নাম লিখো। (২৮ নম্বর)
শিক্ষক মুচকি হেসে বললেন
“যে সবার আগে উত্তর জমা দেবে এবং সর্বোচ্চ নম্বর পাবে, তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার।”
শেষ পর্যন্ত চেয়ার ঝুলিয়ে রাখা ছাত্রটিকে চিহ্নিত করতে শিক্ষকের খুব বেশি বেগ পেতে হলো না।