Simran sima

Simran sima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Simran sima, Digital creator, Mymensingh.
(38)

আপনি কতটা কষ্টে আছেন তা কেউদেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসেদেখেন সে হাসিকে হিংসে করার মতলোকের অভাব হবে না! সংগৃহীত
06/01/2024

আপনি কতটা কষ্টে আছেন তা কেউ
দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে
দেখেন সে হাসিকে হিংসে করার মত
লোকের অভাব হবে না!

সংগৃহীত

স্ত্রী হ'লো তরুণের প্রণয়িনী, মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আরবৃদ্ধের সেবিকা। দার্শনিক ফ্রান্সিস বেকন
05/01/2024

স্ত্রী হ'লো তরুণের প্রণয়িনী,
মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আর
বৃদ্ধের সেবিকা।

দার্শনিক ফ্রান্সিস বেকন

"সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসাকখনো চিরস্থায়ী হয় না। "লেখা: রবীন্দ্রনাথ ঠাকুর
05/01/2024

"সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা
কখনো চিরস্থায়ী হয় না। "

লেখা: রবীন্দ্রনাথ ঠাকুর

সংসারে কারো ওপর ভরসা করো না,নিজের হাত এবং পায়ের ওপরভরসা করতে শেখো।উইলিয়াম শেক্সপিয়ার
05/01/2024

সংসারে কারো ওপর ভরসা করো না,
নিজের হাত এবং পায়ের ওপর
ভরসা করতে শেখো।

উইলিয়াম শেক্সপিয়ার

পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয়!এরপর মায়ায় জড়িয়ে যাওয়া!এরপর হারানোর ভয়।তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়...
05/01/2024

পৃথিবী বড়ই অদ্ভুত
চলতে চলতে মানুষের সাথে পরিচয়!
এরপর মায়ায় জড়িয়ে যাওয়া!
এরপর হারানোর ভয়।
তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়!

লেখা: অমৃত স্মৃতি

04/01/2024

উপজাতিদের Chris mass day পালন।

কেউ  সুন্দর রঙের কেউবা সুন্দরমনের । পার্থক্যটা অনেক! সংগৃহীত
04/01/2024

কেউ সুন্দর রঙের কেউবা সুন্দর
মনের । পার্থক্যটা অনেক!

সংগৃহীত

যে চলে যাওয়ার তার তোশুধু মাত্র একটা বাহানা চাই!তাকে আপনি সোনার সুতো দিয়েবাঁধলেও আপনাকে ছেড়ে চলে যাবে!লেখা : রানা আহাম্মে...
04/01/2024

যে চলে যাওয়ার তার তো
শুধু মাত্র একটা বাহানা চাই!
তাকে আপনি সোনার সুতো দিয়ে
বাঁধলেও আপনাকে ছেড়ে চলে যাবে!

লেখা : রানা আহাম্মেদ ( নীল)

কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে মরেযায় শুধু স্বপ্নগুলো!লেখা :হুমা...
03/01/2024

কেউ কাউকে ছাড়া বাঁচবে না
এটা খুব বাজে রকমের
মিথ্যা কথা সবাই বাঁচে,
খুব ভালোভাবেই বাঁচে মরে
যায় শুধু স্বপ্নগুলো!

লেখা :হুমায়ুন আহমেদ

পৃথিবীর সুন্দরতম প্রতিশোধ হচ্ছে,নিরবে প্রস্থান।লেখা: রুসমিতা বিনতে মেহেদি
02/01/2024

পৃথিবীর সুন্দরতম প্রতিশোধ হচ্ছে,
নিরবে প্রস্থান।

লেখা: রুসমিতা বিনতে মেহেদি

খুঁজছো কাকে?বুঝবে কে?সামলে রাখো নিজেকে... যখন কোনো আঘাত পাবে, নিজেই নিজের বন্ধু হবে!এই পৃথিবীতে নিজের মতো আছে কে!লেখা :ছ...
02/01/2024

খুঁজছো কাকে?
বুঝবে কে?
সামলে রাখো নিজেকে...
যখন কোনো আঘাত পাবে,
নিজেই নিজের বন্ধু হবে!
এই পৃথিবীতে নিজের মতো আছে কে!

লেখা :ছন্দা সাঁতরা

কেউ থাকার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, আবার কেউ ছেড়ে যাওয়ার জন্য হাজারো বাহানা খুঁজে। লেখা : মাহবুব সরদার সবুজ
01/01/2024

কেউ থাকার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে,
আবার কেউ ছেড়ে যাওয়ার জন্য হাজারো বাহানা খুঁজে।

লেখা : মাহবুব সরদার সবুজ

"যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি"লেখা : রবীন্দ্রনাথ ঠাকুর
01/01/2024

"যার যোগ্যতা যত কম
তার অহংকার তত বেশি"

লেখা : রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা নিজের ভূলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যেরভূলের বিপরীতে খুব ভালো বিচারক।
31/12/2023

আমরা নিজের ভূলের পক্ষে খুব
ভালো আইনজীবী, আর অন্যের
ভূলের বিপরীতে খুব ভালো বিচারক।

31/12/2023

🖤🖤

ভালোবাসতে ইচ্ছে করেঠিকই, কিন্তু লাগে ভয়!!অভিনয়ের এই শহরে যেমুখোশেরই হয় জয়!!লেখা : রুমা রাণী ঘোষ
31/12/2023

ভালোবাসতে ইচ্ছে করে
ঠিকই, কিন্তু লাগে ভয়!!
অভিনয়ের এই শহরে যে
মুখোশেরই হয় জয়!!

লেখা : রুমা রাণী ঘোষ

দিন শেষে নিজের বিবেকের কাছে পরিশুদ্ধ থাকার মতো প্রশান্তি আরকোথাও নেই। লেখা : আসমা আইরিন
30/12/2023

দিন শেষে নিজের বিবেকের কাছে
পরিশুদ্ধ থাকার মতো প্রশান্তি আর
কোথাও নেই।

লেখা : আসমা আইরিন

30/12/2023

❤️❤️

যারা ফুল ভলোবাসে তাদের মনটাও নাকি ফুলের মতোই সুন্দর হয়। ❤️
30/12/2023

যারা ফুল ভলোবাসে তাদের মনটাও নাকি ফুলের মতোই সুন্দর হয়। ❤️

30/12/2023

❤️❤️❤️

পৃথিবীতে কেউ কারো আপন নয়, যেটা হয় সেটা কিছু সময়ের অভিনয়। লেখা: এ.পি.সায়েদ নুর
30/12/2023

পৃথিবীতে কেউ কারো আপন নয়,
যেটা হয় সেটা কিছু সময়ের অভিনয়।

লেখা: এ.পি.সায়েদ নুর

"কারো পছন্দ হওয়া টা খুব সহজকিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। "রবীন্দ্রনাথ ঠাকুর
29/12/2023

"কারো পছন্দ হওয়া টা খুব সহজ
কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে
থাকাটা খুব কঠিন। "

রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝে মাঝে ঠকে গেলেও আনন্দ লাগে, মানুষ চেনার আনন্দ! লেখা : অনামিকা সুলতানা
29/12/2023

মাঝে মাঝে ঠকে গেলেও আনন্দ লাগে,
মানুষ চেনার আনন্দ!

লেখা : অনামিকা সুলতানা

যখন অধি'কার হা'রিয়ে যায়,তখনআর ভালোবাসা বলে কিছু থাকে না।লেখা: ফারহান মাহমুদ
28/12/2023

যখন অধি'কার হা'রিয়ে যায়,তখন
আর ভালোবাসা বলে কিছু থাকে না।

লেখা: ফারহান মাহমুদ

হাজারো অভিমানের পরেও যে,থেকে যাওয়ার বায়না ধরতো-তাকেও চলে যেতে দেখেছি -লেখা : জুনিয়র কাদির
28/12/2023

হাজারো অভিমানের পরেও যে,
থেকে যাওয়ার বায়না ধরতো-
তাকেও চলে যেতে দেখেছি -

লেখা : জুনিয়র কাদির

নির্দিষ্ট একজনের "মুগ্ধতায় " আটকেযাও,বাকিসব ফ্যাকাশে মনে হবে!লেখা: সাবিনা ইয়াসমিন কলি
28/12/2023

নির্দিষ্ট একজনের "মুগ্ধতায় " আটকে
যাও,বাকিসব ফ্যাকাশে মনে হবে!

লেখা: সাবিনা ইয়াসমিন কলি

থাকতে  মর্ম ক'জন  বুঝে!হারিয়ে গেলে সবাই খোঁজে।লেখা : আফরোজা
27/12/2023

থাকতে মর্ম ক'জন বুঝে!
হারিয়ে গেলে সবাই খোঁজে।

লেখা : আফরোজা

চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তেমাকে বুঝিয়ে দেবেযে তুমি সত্যিই অন্ধ ছিলে।                   সং...
27/12/2023

চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে,
একদিন সেই মানুষটাই তেমাকে বুঝিয়ে দেবে
যে তুমি সত্যিই অন্ধ ছিলে।

সংগৃহীত

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গেলে,মানুষ বিগড়ে যায়।লেখা : তুষার কান্তি মন্ডল
27/12/2023

প্রয়োজনের তুলনায়
অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গেলে,
মানুষ বিগড়ে যায়।

লেখা : তুষার কান্তি মন্ডল

বিনা মেঘে যেমন বি'দ্যু'ৎ চ'ম'কা'য় নাতেমনি আ'ঘা'ত না পেলে মানুষ ব'দ'লায় না।প্রত্যেকটা মানুষের ব'দ'লে যাওয়ার পিছনেকোনো না ...
26/12/2023

বিনা মেঘে যেমন বি'দ্যু'ৎ চ'ম'কা'য় না
তেমনি আ'ঘা'ত না পেলে মানুষ ব'দ'লায় না।
প্রত্যেকটা মানুষের ব'দ'লে যাওয়ার পিছনে
কোনো না কোনো কারণ থাকে।

লেখা: কেয়া ইসলাম

ভালোবাসার মধ্যে অদ্ভুত! এক মায়া আছে ক'ষ্ট পেলেও ছাড়া  যায় না আবারমন ভেঙে গেলেও ঘৃ*না করা যায় না। "রবীন্দ্রনাথ ঠাকুর
26/12/2023

ভালোবাসার মধ্যে অদ্ভুত!
এক মায়া আছে ক'ষ্ট পেলেও ছাড়া যায় না আবার
মন ভেঙে গেলেও ঘৃ*না করা যায় না। "

রবীন্দ্রনাথ ঠাকুর

নারী'কে ভালোবাসা'র চেয়ে বেশি সম্মান করুন। সে সারাজীবন আপনার প্রতি অনুগত হয়ে থাকব।লেখা: ইব্রাহিম হোসেন (ইবু)
26/12/2023

নারী'কে ভালোবাসা'র চেয়ে
বেশি সম্মান করুন।
সে সারাজীবন আপনার প্রতি
অনুগত হয়ে থাকব।

লেখা: ইব্রাহিম হোসেন (ইবু)

26/12/2023

🥰🥰

বলতে শিখো,নাহলে সারাজীবন শুনে যেতে হবে।সংগৃহীত
25/12/2023

বলতে শিখো,নাহলে
সারাজীবন শুনে যেতে হবে।

সংগৃহীত

25/12/2023

🖤🖤🖤

কালো মানুষকে ভালোবাসেন কালো মনকে না!কেননা কালো মন কালো'ই থাকে মানুষ হয় না।মো: সারোয়ার হোসেন
25/12/2023

কালো মানুষকে ভালোবাসেন
কালো মনকে না!
কেননা কালো মন কালো'ই থাকে
মানুষ হয় না।

মো: সারোয়ার হোসেন

আমার জীবনের যেখানে নিশ্চয়তা নাই, তখন কীনিয়ে অহংকার করব?
24/12/2023

আমার জীবনের যেখানে
নিশ্চয়তা নাই, তখন কী
নিয়ে অহংকার করব?

তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁ'দে ফেলেকিন্তু এমন কারো জন্য কেঁ'দো না।যে তোমার চোখের জল দেখে উ'প'হা'স করে।...
24/12/2023

তার জন্য কাঁদো
যে তোমার চোখের জল দেখে সেও কেঁ'দে ফেলে
কিন্তু এমন কারো জন্য কেঁ'দো না।
যে তোমার চোখের জল দেখে উ'প'হা'স করে।

লেখা:রেদোয়ান মাসুদ

অভি'মা'নের ভা'ষা যদি সবাই বুঝতো, তাহলে কোনো স'ম্প'র্কেরএত গু'রু'ত্ব কমে দু'রু'ত্ব বাড়তো না!!ঝুমুর
24/12/2023

অভি'মা'নের ভা'ষা যদি সবাই
বুঝতো, তাহলে কোনো স'ম্প'র্কের
এত গু'রু'ত্ব কমে দু'রু'ত্ব বাড়তো না!!

ঝুমুর

নারী হলো ভালোবাসার প্রতীক,নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দী করতে পারে।সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।নারীকে যতো বেশী ভ...
23/12/2023

নারী হলো ভালোবাসার প্রতীক,
নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দী করতে পারে।
সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
নারীকে যতো বেশী ভালোবাসা যায়,
নারী ততো বেশী ভালোবাসা ফিরিয়ে দেয়।
নারী হীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না,
নারী আছে বলেই পৃথিবী এতো সুন্দর।

লেখা: মাহবুব সরদার সবুজ

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simran sima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simran sima:

Videos

Share


Other Digital creators in Mymensingh

Show All