20/05/2025
"কাল থেকে শুরু করব"
তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে থাকা একটা ভয়াবহ বিপদ!
২ বছর খানেক আগে একজন মেসেজ দিলো ভাই AI শিখতে চাই। এখনই শুরু করব। কি করতে পারি?
এখন আবার মেসেজ দিলো। একই মেসেজ!
জিজ্ঞেস করলাম কবে থেকে শুরু করবে?
সে বললো, "কাল থেকে শুরু করার প্ল্যান নিয়েছি।"
"কাল থেকে শুরু করব", এই কথাটা একদম ডিজিটাল ঘুম বড়ি টাইপের।
তোমাকে সাময়িক শান্তি দেয় সত্যি, কিন্তু লম্বা সময়ের জন্য ক্যারিয়ার বা লাইফে এক ভয়ংকর ঘুম পাড়িয়ে দেয়।
এই রোগের একটা চটকদার নাম আছে "Procrastination"।
"ভার্সিটির অ্যাসাইনমেন্ট, বেশি টাফ দেখাচ্ছে। চলো কাল থেকে শুরু করি।
কোডিং শেখার প্রয়োজন, একটু বুঝি টাফ লাগছে ও এটাও কাল থেকে দেখবো।
জিমে যাওয়ার প্ল্যান, আজকে না কাল থেকে যাব..."
এই কালকের লুপটা আমাদের জীবনকে পেছনে টেনে ধরছে দিনের পর দিন।
এ সমস্যার সমাধান আসলে কী? সোজাসাপ্টা একটা সমাধান হচ্ছে "Two Minute Rule" অর্থাৎ দুই মিনিটের নিয়ম।
যদি কোনো কাজ দুই মিনিটের কম সময় নেয়, তাহলে সেই কাজটা এখনি করে ফেলো।
একটু একটা কোড প্র্যাকটিস করা, একটা প্যারাগ্রাফ লেখা, একটা পৃষ্ঠা বই পড়া এগুলো সব দুই মিনিটেই সম্ভব।
এই টেকনিক দিয়ে তুমি "কাল করে করবো" এই ডিজিটাল ঘুমের পিলে চমকে দিতে পারবে।
আজকের সামান্য একটু কাজ ভবিষ্যতে তোমার ক্যারিয়ারকে একটা রকেটের গতিতে সামনে নিয়ে যাবে।
তাই আর একদিনও দেরি না।
"কাল থেকে শুরু করব" বলে জীবনের সময়গুলো নষ্ট না করে, আজ থেকেই ভাই স্টেপ নেয়া শুরু করো। আরো স্পেসিফিক বললে এখন থেকে এই মুহূর্ত থেকে।
কমেন্টে বলো, আজকে থেকে কোন কাজটা শুরু করতে যাচ্ছ?
আজই, এখনই শুরু করো! তোমার ইচ্ছাশক্তিকে সম্মান করো। এগিয়ে যাও! চ্যালেঞ্জ নাও। 🚀
তোমাদের শুরু করা কাজের কথা শুনার জন্য আমি কিন্তু সিরিয়াসলি অপেক্ষা করছি।
ভালো থেকো। 🌟