Lipa Pervin

Lipa Pervin Personal Blog

গরীব থাকার অন‍্যতম কারন এগুলো👇▪️সারা দিন টিভি দেখা▪️কোনো দক্ষতা অর্জন না করা▪️কিছুতে আগ্রহ না থাকা▪️নিজের কমফোর্ট জোনে থ...
22/06/2025

গরীব থাকার অন‍্যতম কারন এগুলো👇

▪️সারা দিন টিভি দেখা

▪️কোনো দক্ষতা অর্জন না করা

▪️কিছুতে আগ্রহ না থাকা

▪️নিজের কমফোর্ট জোনে থাকা

▪️ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকা

▪️অন্যকে দোষারোপ করা

21/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বদরুজ্জামান ভাইয়ের ছোট ৬ মাস বয়সী নিষ্পাপ ছেলেটা আর বেঁচে নেই।আল্লাহ তাআলা তার বাবা-মা'কে অসীম ধৈর্য দান করুন। আমিন

21/06/2025

সময় থাকতে পরিবারের সঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করাই শ্রেয়।সময় একবার ফুরিয়ে গেলে শুধু সুযোগ নয় অনেক সময় ইচ্ছেটাও নিঃশেষ হয়ে যায়🍃

আমাদের এলাকা কতটা সুন্দর একবার চোখ মেলে দেখলেই মন ভরে যায়।সবুজে ঘেরা, শান্ত আর মনভরা পরিবেশ এমন জায়গায় থাকতে পারা যেন প্...
20/06/2025

আমাদের এলাকা কতটা সুন্দর একবার চোখ মেলে দেখলেই মন ভরে যায়।সবুজে ঘেরা, শান্ত আর মনভরা পরিবেশ এমন জায়গায় থাকতে পারা যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া এক অনন্য উপহার।
জীবনে আর কীইবা লাগে এমন মনমুগ্ধকর পরিবেশে থাকতে পারলে।এ জন্য আল্লাহর কাছে অন্তর থেকে হাজারো শুকরিয়া।

Smile, relax and let life flow✨🌿
17/06/2025

Smile, relax and let life flow✨🌿

ছবির মাধ্যমে সবটা ধরা গেল না কারণ জাদুঘরের ভেতরে ছবি তোলার অনুমতি ছিল না।তবে স্মৃতিগুলো মনে রয়ে যাবে সবসময়।
11/06/2025

ছবির মাধ্যমে সবটা ধরা গেল না কারণ জাদুঘরের ভেতরে ছবি তোলার অনুমতি ছিল না।তবে স্মৃতিগুলো মনে রয়ে যাবে সবসময়।

তাজহাট জমিদার বাড়ি 👑
09/06/2025

তাজহাট জমিদার বাড়ি 👑

ঈদ মোবারক 🌙🐄‎تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
07/06/2025

ঈদ মোবারক 🌙🐄
‎تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

জীবনটা কত অদ্ভুত তাইনা??একেক জনের কাছে সুখের ডেফিনিশন একেক রকম।সুখ নামক অনুভূতিটার সংজ্ঞা মানুষভেদে ভিন্ন।কারো কাছে সুখ ...
24/05/2025

জীবনটা কত অদ্ভুত তাইনা??একেক জনের কাছে সুখের ডেফিনিশন একেক রকম।সুখ নামক অনুভূতিটার সংজ্ঞা মানুষভেদে ভিন্ন।কারো কাছে সুখ মানে হয়তো এক কাপ চা আর প্রিয় মানুষটির সঙ্গ আবার কারো কাছে সুখ মানে লাখ টাকার ইনকাম বা বিলাসবহুল জীবন।কেউ কেউ আবার নিঃশব্দ একটা বিকেল, বই আর একাকীত্বেই সুখ খুঁজে পায়।

এই পার্থক্যের পেছনে আছে প্রতিটি মানুষের জীবনের অভিজ্ঞতা,প্রয়োজন, চাওয়া-পাওয়া, মানসিক অবস্থা আর পরিবেশ।একজন দরিদ্র মানুষ যেটাকে সুখ ভাবেন যেমন পেটভরে একবেলা খাওয়া সেটা আরেকজনের কাছে একদমই সাধারণ হতে পারে।আবার যার সব কিছু আছে তার কাছে হয়তো সত্যিকারের একটা বন্ধুর সান্নিধ্যই সবচেয়ে বড় সুখ।

সুখ আসলে একেকজনের অন্তরের ভাষা, নিজের জীবনের গল্পের প্রতিচ্ছবি।তাই একেকজনের সুখের ডেফিনিশন একেক রকম হওয়াটাই স্বাভাবিক।এটা বুঝতে পারলে মানুষ আর অন্যের সুখ বা বেঁচে থাকার স্টাইলকে তুচ্ছ করে না বরং শ্রদ্ধা করে।
জীবনে হিংসা করে নয়,
চেষ্টা করে বড় হও।

লিপা পারভীন✍️

Address

Sherpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Lipa Pervin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category