24/05/2025
জীবনটা কত অদ্ভুত তাইনা??একেক জনের কাছে সুখের ডেফিনিশন একেক রকম।সুখ নামক অনুভূতিটার সংজ্ঞা মানুষভেদে ভিন্ন।কারো কাছে সুখ মানে হয়তো এক কাপ চা আর প্রিয় মানুষটির সঙ্গ আবার কারো কাছে সুখ মানে লাখ টাকার ইনকাম বা বিলাসবহুল জীবন।কেউ কেউ আবার নিঃশব্দ একটা বিকেল, বই আর একাকীত্বেই সুখ খুঁজে পায়।
এই পার্থক্যের পেছনে আছে প্রতিটি মানুষের জীবনের অভিজ্ঞতা,প্রয়োজন, চাওয়া-পাওয়া, মানসিক অবস্থা আর পরিবেশ।একজন দরিদ্র মানুষ যেটাকে সুখ ভাবেন যেমন পেটভরে একবেলা খাওয়া সেটা আরেকজনের কাছে একদমই সাধারণ হতে পারে।আবার যার সব কিছু আছে তার কাছে হয়তো সত্যিকারের একটা বন্ধুর সান্নিধ্যই সবচেয়ে বড় সুখ।
সুখ আসলে একেকজনের অন্তরের ভাষা, নিজের জীবনের গল্পের প্রতিচ্ছবি।তাই একেকজনের সুখের ডেফিনিশন একেক রকম হওয়াটাই স্বাভাবিক।এটা বুঝতে পারলে মানুষ আর অন্যের সুখ বা বেঁচে থাকার স্টাইলকে তুচ্ছ করে না বরং শ্রদ্ধা করে।
জীবনে হিংসা করে নয়,
চেষ্টা করে বড় হও।
লিপা পারভীন✍️