10/08/2025
গত রাতে আমি আর আমার হাজবেন্ড এক ব্যক্তিকে নিয়ে কথা বলছিলাম যিনি আমাদের কাছের এবং যাকে নিয়ে আমার শেষ পোস্টটা ছিলো।ভাবলাম এমন ঘটনা শুধু আমাদের নয়, অনেকের সাথেই ঘটে।তাই আমার শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করার উদ্দেশে একটি বার্তা শেয়ার করি।
কিন্তু কেউ আমার যেকোনো কথাই নিজের গায়ে মাখলে আমার করার কিছু থাকে না।যার বিবেক পরিষ্কার, সে অকারণে নিজেকে অভিযুক্ত মনে করে না।আপনি নিজের অজান্তেই স্বীকার করলেন যে আপনিও একি দোষে দোষী।না হলে কেন আমার পোস্ট আপনার গায়ে লাগবে? যেহেতু লেগেছে, হয়তো এখনো আপনার খারাপ সময় কাটছে।প্রায় এক বছর আগে আপনার বড় বোন বলেছিলেন, আপনি পরিবারের অবাধ্য হয়ে নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেছিলেন, তিন মাসের মধ্যেই দ্বীতিয় স্বামীর সাথে ঝগড়া করে আলাদা হয়ে একা ভাড়া বাসায় উঠেছেন।আমাকে নিয়ে যত অপবাদ দিয়েছেন, প্রতিটা আজ আপনাকেই ভোগ করতে হচ্ছে। মানুষ না জানলেও আল্লাহ সব জানেন, আর ফয়সালা তিনি যথাযথভাবেই করেন।যাইহোক এরপর থেকে আমি আপনার বিষয়ে কিছুই জানি না, জানার প্রয়োজনও নেই। আপনি আমার জীবনের অংশ নন।
কিছু বেকার মানুষ আছে যারা শুধু অন্যের পেছনে লেগে থাকে। তারা আমার পোস্ট নিয়ে আপনাকে খোঁচা দিয়েছে, আর আপনি বিবেকহীন বলে বুঝতে পারেননি যে পোস্টটি আসলে আপনার জন্য ছিল না।আপনি তো সেই ধরনের মানুষ, যারা ডিম ফোটার আগে মুরগি গোনে।
এরপর আপনার অনুগামীরা আমার কমেন্ট বক্সে অশ্রাব্য ভাষার বন্যা বইয়ে দিল।মনে রাখবেন,আপনাদের অপমানজনক কথার বোঝা আপনাদের জীবনেই ফিরে যাবে।আমার অবস্থান একটুও নড়বে না।
Good Evening Everyone😊
Lipa Pervin